ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মৌলভীবাজারে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার পাশে শিবির Logo ১০০০ ট্রান্সজেন্ডার ব্যক্তিকে সেনাবাহিনী থেকে সরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র Logo কেরানীগঞ্জে আওয়ামী নেতা ইকবাল ও ছাত্রলীগ নেতা ইয়ামিন গ্রেপ্তার Logo পাকিস্তান ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে: ভারত Logo কুষ্টিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo ‘আমার বিরুদ্ধে কিছু মানুষ মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য প্রচার করছে’ Logo গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোসক শিবিরের সহযোগিতা Logo এআই হ্যাকাথন ২০২৫: রুয়েটের ‘বুরাক’ টিমের চ্যাম্পিয়নশিপ অর্জন Logo আমিরাতে আইপিএলের প্রস্তাব প্রত্যাখ্যান, পিএসএল পেল অগ্রাধিকার Logo আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ

হাসপাতালে শাকিবের নৃত্যগুরু আজিজ রেজা

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
  • 162

হাসপাতালে শাকিবের নৃত্যগুরু আজিজ রেজা

হাসপাতালে ভর্তি করা হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নৃত্য পরিচালক আজিজ রেজাকে। তার হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই নৃত্য পরিচালকের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন ঢালিউড কিং শাকিব খান।

আজিজ রেজার অসুস্থতার তথ্য নিশ্চিত করে চিত্রনায়ক সাইফ খান বলেন, ‘সকালবেলা আজিজ ভাই হার্ট অ্যাটাক করেন। এর পর পরই তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথামিক পরীক্ষা শেষে জানা গেছে, হয়তো হার্টে একটি রিং পরানো লাগতে পারে।’

আজিজ রেজার জন্ম নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দয়াকান্দা গ্রামে। সেখানে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর চলে আসেন ঢাকায়। উত্তর যাত্রাবাড়ীতেই কেটেছে তার শৈশব-কৈশোর ও যৌবন। ছোটবেলাতেই নাচে আগ্রহী হন। ক্লাস ফোরে পড়ার সময় বিটিভির অনুষ্ঠান ‘নৃত্যের তালে তালে’র প্রেমে পড়ে যান। নৃত্য পরিচালক আমির হোসেন বাবু ও নায়িকা অঞ্জনা নাচতেন সেখানে। প্রতি শুক্রবার রাত ৯টায় প্রচারিত হতো।

আজিজ রেজা এই শো কোনোভাবেই মিস করতেন না। তারপরই ইচ্ছে হয় নাচ শেখার। কিন্তু কোথায় শিখবেন, জানেন না। একদিন বন্ধু আফসার বলল, চল তোকে এক জায়গায় নিয়ে যাই। নিয়ে গেল গওহর জামিলের বাসায়। তার একাডেমিতে ভর্তি ফি ছিল ৩ টাকা। এই টাকাটাও ছিল না আজিজের কাছে। আফসার নিজের টাকা দিয়ে তাকে ভর্তি করান।

এ পর্যন্ত বিভিন্ন সিনেমার এক হাজার ৯৬টি গানে কোরিওগ্রাফি করেছেন আজিজ রেজা। পশ্চিমবঙ্গের সিনেমার ৪২টি গানে কাজ করেছেন। চিরঞ্জিত, প্রসেনজিৎ, ইন্দানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্তদের সঙ্গে কাজ করেছেন তিনি। সেখানে প্রথম ‘মান সম্মান’ সিনেমায় কাজ করেন। এ সিনেমায় কাজ করে পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন, পেয়েছেন স্বীকৃতিও। তার বাসার ড্রয়িংরুমের শোকেসে ১৬৪টি ট্রফি শোভা পাচ্ছে। এর মধ্যে আছে ‘নাচে নাগিন’ সিনেমার জন্য পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে আ.লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার পাশে শিবির

হাসপাতালে শাকিবের নৃত্যগুরু আজিজ রেজা

আপডেট সময় ১০:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

হাসপাতালে ভর্তি করা হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নৃত্য পরিচালক আজিজ রেজাকে। তার হার্ট অ্যাটাক হয়েছে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই নৃত্য পরিচালকের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন ঢালিউড কিং শাকিব খান।

আজিজ রেজার অসুস্থতার তথ্য নিশ্চিত করে চিত্রনায়ক সাইফ খান বলেন, ‘সকালবেলা আজিজ ভাই হার্ট অ্যাটাক করেন। এর পর পরই তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রথামিক পরীক্ষা শেষে জানা গেছে, হয়তো হার্টে একটি রিং পরানো লাগতে পারে।’

আজিজ রেজার জন্ম নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দয়াকান্দা গ্রামে। সেখানে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর চলে আসেন ঢাকায়। উত্তর যাত্রাবাড়ীতেই কেটেছে তার শৈশব-কৈশোর ও যৌবন। ছোটবেলাতেই নাচে আগ্রহী হন। ক্লাস ফোরে পড়ার সময় বিটিভির অনুষ্ঠান ‘নৃত্যের তালে তালে’র প্রেমে পড়ে যান। নৃত্য পরিচালক আমির হোসেন বাবু ও নায়িকা অঞ্জনা নাচতেন সেখানে। প্রতি শুক্রবার রাত ৯টায় প্রচারিত হতো।

আজিজ রেজা এই শো কোনোভাবেই মিস করতেন না। তারপরই ইচ্ছে হয় নাচ শেখার। কিন্তু কোথায় শিখবেন, জানেন না। একদিন বন্ধু আফসার বলল, চল তোকে এক জায়গায় নিয়ে যাই। নিয়ে গেল গওহর জামিলের বাসায়। তার একাডেমিতে ভর্তি ফি ছিল ৩ টাকা। এই টাকাটাও ছিল না আজিজের কাছে। আফসার নিজের টাকা দিয়ে তাকে ভর্তি করান।

এ পর্যন্ত বিভিন্ন সিনেমার এক হাজার ৯৬টি গানে কোরিওগ্রাফি করেছেন আজিজ রেজা। পশ্চিমবঙ্গের সিনেমার ৪২টি গানে কাজ করেছেন। চিরঞ্জিত, প্রসেনজিৎ, ইন্দানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্তদের সঙ্গে কাজ করেছেন তিনি। সেখানে প্রথম ‘মান সম্মান’ সিনেমায় কাজ করেন। এ সিনেমায় কাজ করে পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন, পেয়েছেন স্বীকৃতিও। তার বাসার ড্রয়িংরুমের শোকেসে ১৬৪টি ট্রফি শোভা পাচ্ছে। এর মধ্যে আছে ‘নাচে নাগিন’ সিনেমার জন্য পাওয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।