ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সন্তানের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে মায়ের মৃত্যু

সন্তানের মরদেহ নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মা মাকসুদা বেগম। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মাকসুদা ও মোটরসাইকেল চালক রুবেল সিকদার।

রোববার (৩০ জুন) সকাল ৬টার দিকে মহাসড়কের আমতলীর ডাক্তার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্সে সন্তানের মরদেহ নিয়ে নিজ বাড়ি কলাপাড়ার ধানখালী যাচ্ছিলেন মা মাকসুদা বেগম। বরগুনার আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ি এলাকায় আমতলীগামী যাত্রীবাহী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। এতে মাকসুদা বেগম (৫৫) ও মোটরসাইকেল চালক রুবেল সিকদার (৩৫) ঘটনাস্থলে মারাত্মক আহত হয়ে মারা যান। মোটরসাইকেলে থাকা এক যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, আমতলী ডাক্তার বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন আর একজন গুরুতর আহত হয়েছেন।

ট্যাগস :

বৃষ্টিতে ভিজে পেনশনস্কিম বাতিলের দাবিতে আন্দোলন শিক্ষকদের

সন্তানের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে মায়ের মৃত্যু

আপডেট সময় ০১:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

সন্তানের মরদেহ নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মা মাকসুদা বেগম। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন মাকসুদা ও মোটরসাইকেল চালক রুবেল সিকদার।

রোববার (৩০ জুন) সকাল ৬টার দিকে মহাসড়কের আমতলীর ডাক্তার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্সে সন্তানের মরদেহ নিয়ে নিজ বাড়ি কলাপাড়ার ধানখালী যাচ্ছিলেন মা মাকসুদা বেগম। বরগুনার আমতলী মহাসড়কের ডাক্তার বাড়ি এলাকায় আমতলীগামী যাত্রীবাহী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। এতে মাকসুদা বেগম (৫৫) ও মোটরসাইকেল চালক রুবেল সিকদার (৩৫) ঘটনাস্থলে মারাত্মক আহত হয়ে মারা যান। মোটরসাইকেলে থাকা এক যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু বলেন, আমতলী ডাক্তার বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন আর একজন গুরুতর আহত হয়েছেন।