ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাকসু জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে: চবি উপাচার্য Logo চাকসু নির্বাচন: ২৫০ সিসি ক্যামেরায় পর্যবেক্ষন হচ্ছে ভোটের পরিস্থিতি Logo চাকসু: আঙুলের অমোচনীয় কালি উঠে যাচ্ছে, অভিযোগ ছাত্রদল-শিবিরের Logo চাকসু নির্বাচনে শিবির প্যানেলকে জরিমানার খবরটি সঠিক নয়: নির্বাচন কমিশনার Logo পর্যায়ক্রমে ৩ স্তরে গণনা হবে চাকসু নির্বাচনের ভোট Logo চাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ভোটারদের লম্বা লাইন Logo মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ Logo চাকসু প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচার Logo ছাত্রশিবিরকে নিয়ে দৈনিক ইনকিলাবের মিথ্যাচারপূর্ণ সংবাদের নিন্দা প্রকাশ Logo রাকসু নির্বাচন জরিপে শীর্ষ তিন পদেই এগিয়ে ছাত্রশিবির

সংগীত ভুবনে ফিরলেন উইল স্মিথ

সংগীত ভুবনে ফিরলেন উইল স্মিথ

সংগীত ভুবনে ফিরলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। নিজের নতুন গান প্রকাশ্যে আনলেন স্মিথ। চারবারের গ্র্যামিজয়ী র‌্যাপার এবং অভিনেতা ২০১৭ সালের তার ইডিএম ট্র্যাক ‘গেট লিট’-এর পর একক সংগীত থেকে বিরতিতে ছিলেন। শুক্রবার (২৮ জুন) স্মিথ ‘ইউ ক্যান মেক ইট’ শিরোনামের গানটি প্রকাশ করেন।

শুক্রবার সকালে স্মিথ সামাজিক মাধ্যমে ‘ইউ ক্যান মেক ইট’ থেকে পিয়ানো যন্ত্র বাজানোর একটি ক্লিপ শেয়ার করেছেন এবং ক্যাপশন লিখেছেন, ‘আমার কিছু অন্ধকার মুহুর্তের মধ্য দিয়েও সংগীত সবসময় আমার সঙ্গে আছে। আমাকে উঠাতে এবং আমাকে বড় করতে সাহায্য করেছে। আমার বিনীত কামনা এই যে, সংগীত আপনাদের জন্যও একই রকম আনন্দ এবং আলো নিয়ে আসুক আপনাদের জীবনে। ক্যানিয়ে ওয়েস্টের সানডে সার্ভিস সমর্থিত এবং ফ্রাইডের সহায়তায় একক এই গানে স্মিথকে তার র‌্যাপ জগতে ফিরে পাবে শ্রোতারা।

গানটিতে র‌্যাপার স্মিথকে উপদেশ দিতেও শোনা যাবে যা তিনি নিজের ব্যক্তিগত জীবনের দিকে ইঙ্গিত করেছেন। ২০২২ সালে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মারার সেই ঘটনার আবহ উঠে এসেছে গানের লাইনে। উইল স্মিথ জানিয়েছেন, বেট অ্যাওয়ার্ডে ৩০ জুন (রবিবার) নতুন গানটি লাইভ পারফর্ম করবেন তিনি। এই সপ্তাহের শুরুর দিকে বেট কতৃপক্ষ ঘোষণা করেছে যে তারকায় ঠাসা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্মিথ।

জনপ্রিয় সংবাদ

চাকসু জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে: চবি উপাচার্য

সংগীত ভুবনে ফিরলেন উইল স্মিথ

আপডেট সময় ০৭:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

সংগীত ভুবনে ফিরলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। নিজের নতুন গান প্রকাশ্যে আনলেন স্মিথ। চারবারের গ্র্যামিজয়ী র‌্যাপার এবং অভিনেতা ২০১৭ সালের তার ইডিএম ট্র্যাক ‘গেট লিট’-এর পর একক সংগীত থেকে বিরতিতে ছিলেন। শুক্রবার (২৮ জুন) স্মিথ ‘ইউ ক্যান মেক ইট’ শিরোনামের গানটি প্রকাশ করেন।

শুক্রবার সকালে স্মিথ সামাজিক মাধ্যমে ‘ইউ ক্যান মেক ইট’ থেকে পিয়ানো যন্ত্র বাজানোর একটি ক্লিপ শেয়ার করেছেন এবং ক্যাপশন লিখেছেন, ‘আমার কিছু অন্ধকার মুহুর্তের মধ্য দিয়েও সংগীত সবসময় আমার সঙ্গে আছে। আমাকে উঠাতে এবং আমাকে বড় করতে সাহায্য করেছে। আমার বিনীত কামনা এই যে, সংগীত আপনাদের জন্যও একই রকম আনন্দ এবং আলো নিয়ে আসুক আপনাদের জীবনে। ক্যানিয়ে ওয়েস্টের সানডে সার্ভিস সমর্থিত এবং ফ্রাইডের সহায়তায় একক এই গানে স্মিথকে তার র‌্যাপ জগতে ফিরে পাবে শ্রোতারা।

গানটিতে র‌্যাপার স্মিথকে উপদেশ দিতেও শোনা যাবে যা তিনি নিজের ব্যক্তিগত জীবনের দিকে ইঙ্গিত করেছেন। ২০২২ সালে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মারার সেই ঘটনার আবহ উঠে এসেছে গানের লাইনে। উইল স্মিথ জানিয়েছেন, বেট অ্যাওয়ার্ডে ৩০ জুন (রবিবার) নতুন গানটি লাইভ পারফর্ম করবেন তিনি। এই সপ্তাহের শুরুর দিকে বেট কতৃপক্ষ ঘোষণা করেছে যে তারকায় ঠাসা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্মিথ।