ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আবার ফাইনাল হারলে সমুদ্রে ঝাঁপ দেবে রোহিত

২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচে প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু রোহিতের নেতৃত্বে দল হেরে যায় ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে।

অসিদের কাছে ওই হারের পর কঠিন সময় কাটাতে হয়েছে রোহিতকে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে ফাইনালে উঠেছে ভারত। আজ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ভারত হারবে না বলে বিশ্বাস ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।

তিনি বলেন, ‘আমার মনে হয় না ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে হারবে রোহিত শর্মা। হারলে হয়তো বার্বাডোসের সমুদ্রে ঝাঁপ দেবে। এবারও দুর্দান্ত ব্যাটিং করেছে সে, দলকে ভালো নেতৃত্ব দিয়েছে। ওর অধিনায়কত্বে ভারতীয় দলের উন্নতি দেখে আমার খুব ভালো লাগছে।’

‘বড় প্রতিযোগিতা জিততে একটু ভাগ্যের প্রয়োজন হয়, আমি চাই সেই ভাগ্য যেন ওরা পায়। ওয়ানডে বিশ্বকাপে ভারত দুর্দান্ত খেলেছিল, অপরাজিত ছিল, শুধুই একটা খারাপ দিন ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছে।’

রোহিত শর্মাকে যখন তিন ফরম্যাটে অধিনায়ক করা হয়, তখন বিসিসিআইয়ের সভাপতি ছিলেন গাঙ্গুলি। বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে রোহিতকে বেছে নেন তিনি। এখন টানা দুটি বিশ্বকাপে দলকে অপরাজিত রেখে ফাইনালে তুলেছেন রোহিত। তার সাফল্য দেখে খুশি সৌরভ।

তিনি বলেন, ‘দুটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে অপরাজিতভাবে দলকে তোলা সহজ কাজ নয়। বিরাট যখন অধিনায়কত্ব ছেড়েছিল, আমি তখন বোর্ড সভাপতি ছিলাম। রোহিত অধিনায়কত্ব নিতে চায়নি প্রথমে। অনেক বুঝিয়ে রাজি করানো হয়েছিল তাকে।’

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

আবার ফাইনাল হারলে সমুদ্রে ঝাঁপ দেবে রোহিত

আপডেট সময় ০১:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচে প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু রোহিতের নেতৃত্বে দল হেরে যায় ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে।

অসিদের কাছে ওই হারের পর কঠিন সময় কাটাতে হয়েছে রোহিতকে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে ফাইনালে উঠেছে ভারত। আজ শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ভারত হারবে না বলে বিশ্বাস ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির।

তিনি বলেন, ‘আমার মনে হয় না ছয় মাসের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে হারবে রোহিত শর্মা। হারলে হয়তো বার্বাডোসের সমুদ্রে ঝাঁপ দেবে। এবারও দুর্দান্ত ব্যাটিং করেছে সে, দলকে ভালো নেতৃত্ব দিয়েছে। ওর অধিনায়কত্বে ভারতীয় দলের উন্নতি দেখে আমার খুব ভালো লাগছে।’

‘বড় প্রতিযোগিতা জিততে একটু ভাগ্যের প্রয়োজন হয়, আমি চাই সেই ভাগ্য যেন ওরা পায়। ওয়ানডে বিশ্বকাপে ভারত দুর্দান্ত খেলেছিল, অপরাজিত ছিল, শুধুই একটা খারাপ দিন ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছে।’

রোহিত শর্মাকে যখন তিন ফরম্যাটে অধিনায়ক করা হয়, তখন বিসিসিআইয়ের সভাপতি ছিলেন গাঙ্গুলি। বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে রোহিতকে বেছে নেন তিনি। এখন টানা দুটি বিশ্বকাপে দলকে অপরাজিত রেখে ফাইনালে তুলেছেন রোহিত। তার সাফল্য দেখে খুশি সৌরভ।

তিনি বলেন, ‘দুটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে অপরাজিতভাবে দলকে তোলা সহজ কাজ নয়। বিরাট যখন অধিনায়কত্ব ছেড়েছিল, আমি তখন বোর্ড সভাপতি ছিলাম। রোহিত অধিনায়কত্ব নিতে চায়নি প্রথমে। অনেক বুঝিয়ে রাজি করানো হয়েছিল তাকে।’