ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে-সাদিক কায়েম Logo শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার Logo বগুড়ায় খাস জমি দখলে আ’মী লীগ নেতা, প্রশাসনের নীরব ভূমিকা Logo আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই- জামালপুরে সারজিস আলম Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর,যে ভাবে দেখবেন Logo ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “সমাবর্তন” অনুষ্ঠান Logo ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo চবি ছাত্রদলের নেতা মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল Logo নর্থসাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কোরআন বিতরণ

১২তম সন্তানের বাবা হলেন ধনকুবের ইলন মাস্ক

১২তম সন্তানের বাবা হলেন ধনকুবের ইলন মাস্ক

মার্কিন ধনকুবের ইলন মাস্ক আবারও বাবা হলেন। এই বছরের শুরুতে মাস্ক ও শিভন জিলিস দম্পতির তৃতীয় সন্তানের জন্ম হয়। এ নিয়ে মাস্কের মোট সন্তানের সংখ্যা ১২ জন। ইলন মাস্ক বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

সন্তান জন্মের বিষয়টি প্রথম গত শুক্রবার ব্লুমবার্গের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়। ৫২ বছর বয়সী ইলন মাস্ক পেজ সিক্সকে বলেছেন, এই নতুন সংযোজন কোনওভাবেই গোপন রাখার নয়। তবে তিনি ভেবেছিলেন জন্মের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা উদ্ভট ব্যাপার হবে। তিনি আরো বলেছিলেন, ‘গোপনে পিতা হয়েছি, এটি মিথ্যা।

আমাদের সকল বন্ধু এবং পরিবার এটা জানে। একটি প্রেস রিলিজ প্রকাশ করতে ব্যর্থ হওয়ার অর্থ ‘গোপন’ নয়।’
শিশুটির নাম বা লিঙ্গ প্রকাশ করা হয়নি। এটি মাস্কের ১২তম সন্তান এবং এই বছরের শুরুর দিকে জন্মগ্রহণ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মাস্কের ইতিমধ্যেই ৩৮ বছর বয়সী জিলিসের সঙ্গে আরো দুটি যমজ সন্তান রয়েছে। শিভন জিলিস নিউরালিংকের অপারেশন এবং বিশেষ প্রকল্পগুলোর পরিচালক।

মাস্ক ও শিভন জিলিস দম্পতির ঘরে ২০২১ সালের নভেম্বরে যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজুরের জন্ম হয়। এ ছাড়া প্রথম ও সাবেক স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে ছয়টি সন্তান রয়েছে। এ ছাড়া প্রেমিকা গ্রিমসের (আসল নাম ক্লেয়ার বাউচার) সঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মাস্কের প্রথম সন্তান নেভাডা আলেক্সান্ডারের জন্ম হয়েছিল ২০০২ সালে। তবে ১০ সপ্তাহ বয়সে সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোমে (এসআইডিএস) তার মৃত্যু হয়। তিনি এক্স-এ লিখেছিলেন, ‘আমার প্রথম সন্তান আমার কোলে মারা গেছে। আমি তার শেষ হার্টবিট অনুভব করেছি।’

২০১৮ সালে সংগীতশিল্পী গ্রিমসের সঙ্গে সম্পর্কে জড়ান মাস্ক। ২০২১ সালের মে মাসে তাদের ছেলে এক্স এ-এক্সআইআই জন্মগ্রহণ করেন। এর এক বছর পর সারোগেটের মাধ্যমে তাদের আরো একটি মেয়ে এক্সা ডার্ক সিডারেল মাস্ক-এর জন্ম হয়।

জনপ্রিয় সংবাদ

পুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে-সাদিক কায়েম

১২তম সন্তানের বাবা হলেন ধনকুবের ইলন মাস্ক

আপডেট সময় ০৭:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

মার্কিন ধনকুবের ইলন মাস্ক আবারও বাবা হলেন। এই বছরের শুরুতে মাস্ক ও শিভন জিলিস দম্পতির তৃতীয় সন্তানের জন্ম হয়। এ নিয়ে মাস্কের মোট সন্তানের সংখ্যা ১২ জন। ইলন মাস্ক বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

সন্তান জন্মের বিষয়টি প্রথম গত শুক্রবার ব্লুমবার্গের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়। ৫২ বছর বয়সী ইলন মাস্ক পেজ সিক্সকে বলেছেন, এই নতুন সংযোজন কোনওভাবেই গোপন রাখার নয়। তবে তিনি ভেবেছিলেন জন্মের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা উদ্ভট ব্যাপার হবে। তিনি আরো বলেছিলেন, ‘গোপনে পিতা হয়েছি, এটি মিথ্যা।

আমাদের সকল বন্ধু এবং পরিবার এটা জানে। একটি প্রেস রিলিজ প্রকাশ করতে ব্যর্থ হওয়ার অর্থ ‘গোপন’ নয়।’
শিশুটির নাম বা লিঙ্গ প্রকাশ করা হয়নি। এটি মাস্কের ১২তম সন্তান এবং এই বছরের শুরুর দিকে জন্মগ্রহণ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মাস্কের ইতিমধ্যেই ৩৮ বছর বয়সী জিলিসের সঙ্গে আরো দুটি যমজ সন্তান রয়েছে। শিভন জিলিস নিউরালিংকের অপারেশন এবং বিশেষ প্রকল্পগুলোর পরিচালক।

মাস্ক ও শিভন জিলিস দম্পতির ঘরে ২০২১ সালের নভেম্বরে যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজুরের জন্ম হয়। এ ছাড়া প্রথম ও সাবেক স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে ছয়টি সন্তান রয়েছে। এ ছাড়া প্রেমিকা গ্রিমসের (আসল নাম ক্লেয়ার বাউচার) সঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মাস্কের প্রথম সন্তান নেভাডা আলেক্সান্ডারের জন্ম হয়েছিল ২০০২ সালে। তবে ১০ সপ্তাহ বয়সে সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোমে (এসআইডিএস) তার মৃত্যু হয়। তিনি এক্স-এ লিখেছিলেন, ‘আমার প্রথম সন্তান আমার কোলে মারা গেছে। আমি তার শেষ হার্টবিট অনুভব করেছি।’

২০১৮ সালে সংগীতশিল্পী গ্রিমসের সঙ্গে সম্পর্কে জড়ান মাস্ক। ২০২১ সালের মে মাসে তাদের ছেলে এক্স এ-এক্সআইআই জন্মগ্রহণ করেন। এর এক বছর পর সারোগেটের মাধ্যমে তাদের আরো একটি মেয়ে এক্সা ডার্ক সিডারেল মাস্ক-এর জন্ম হয়।