ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল বিশ্বকাপে যায়গা না পাওয়া দল মহররমের চাঁদ দেখা যায়নি, আশুরা ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের জিম্মি মুক্তির বিষয়ে প্রস্তাব গ্রহণ করেছে হামাস চলমান আন্দোলনকে আদালত বিরোধী বলা দেশকে মেধাশূণ্য করার নামান্তর: ইসলামী আন্দোলন নারীর গোসলের ভিডিও করতে গিয়ে জনতার হাতে আটক পুলিশ সদস্য ডুয়েট শিক্ষার্থী রিফাত-তাওহীদ এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় এলাকায় সক্রিয় চাঁদাবাজ চক্র রাতের আঁধারে ১০ হাজার কলাগাছ কেটে দেওয়ার অভিযোগ বগুড়ায় স্বপ্নপূরণ স্কুলে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে এমপি হলেন ২২ বছরের স্যাম কার্লিং কোটা ব্যবস্থা সম্পূর্ণভাবে সংবিধানবিরোধী: জি এম কাদের

মতিউরের জায়গায় বসানো হলো সুরেশ চন্দ্রকে

কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের নতুন দায়িত্ব পেয়েছেন কাস্টমস কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস। তিনি এ ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার (২৪ জুন) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য সুরেশ চন্দ্র বিশ্বাসকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।

বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যডারের কর্মকর্তা সুরেশ চন্দ্র বর্তমান দায়িত্বের সঙ্গে অতিরিক্ত হিসেবে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালন করবেন। সেজন্য তিনি সরকারি নিয়ম অনুযায়ী ‘কার্যভারভাতা’ পাবেন।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমানকে ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার পর সেই জায়গায় দায়িত্ব পেলেন সুরেশ চন্দ্র।

এদিকে কুরবানি ঈদের আগে মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশ্যে এলে সোশাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। এতে আলোচনায় আসেন তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি মো. মতিউর রহমান।

ট্যাগস :

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারাল বিশ্বকাপে যায়গা না পাওয়া দল

মতিউরের জায়গায় বসানো হলো সুরেশ চন্দ্রকে

আপডেট সময় ০৫:২৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের নতুন দায়িত্ব পেয়েছেন কাস্টমস কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস। তিনি এ ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার (২৪ জুন) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য সুরেশ চন্দ্র বিশ্বাসকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।

বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যডারের কর্মকর্তা সুরেশ চন্দ্র বর্তমান দায়িত্বের সঙ্গে অতিরিক্ত হিসেবে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালন করবেন। সেজন্য তিনি সরকারি নিয়ম অনুযায়ী ‘কার্যভারভাতা’ পাবেন।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমানকে ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার পর সেই জায়গায় দায়িত্ব পেলেন সুরেশ চন্দ্র।

এদিকে কুরবানি ঈদের আগে মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকায় ছাগল কেনার খবর প্রকাশ্যে এলে সোশাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। এতে আলোচনায় আসেন তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি মো. মতিউর রহমান।