ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঝড়ের দিনে যেভাবে সুরক্ষিত রাখবেন আপনার বৈদ্যুতিক লাইন

বৈদ্যুতিক লাইন

ঝড়ের দিনে, বিশেষ করে বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি। এ সময় কীভাবে ঘরের যন্ত্রপাতির সুরক্ষা নিশ্চিত করবেন, এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান।

ফ্রিজ
অনেক সময় দেখা যায় বাড়ির বিদ্যুৎ ওঠা-নামা করে, বিশেষ করে ঝড়-বাদলের দিনে এই প্রবণতা অনেক বেড়ে যায়। এতে ফ্রিজের ক্ষতি হতে পারে। স্ট্যাবিলাইজার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।

ভোল্টেজের ওঠা-নামা নিয়ন্ত্রণ করে স্ট্যাবিলাইজার ফ্রিজকে সুরক্ষা দেয়। স্ট্যাবিলাইজার না থাকলে ঝড়ের আভাস পাওয়া মাত্র ফ্রিজের কেবল খুলে রাখুন। ঝড় থেমে গেলে আবার কেবল লাগিয়ে ফ্রিজ চালু করে দিন।

কম্পিউটার ও ল্যাপটপ
ফ্রিজের মতোই কম্পিউটারের নিরাপত্তায় স্ট্যাবিলাইজার ব্যবহার করা ভালো। এছাড়া বজ্রপাতের আভাস পেলে কম্পিউটারের সুইচ বন্ধ করে দিন। এছাড়া অনাকাঙ্ক্ষিত ক্ষতি এড়াতে বাইরে যাওয়ার আগে কম্পিউটারের সুইচ বন্ধ করতে ভুলবেন না। এমনিতে ঝড়ের সময় ল্যাপটপ ব্যবহারে ক্ষতির আশঙ্কা তেমন নেই। তবে খেয়াল রাখতে হবে ঝড়ের সময় ল্যাপটপের সঙ্গে যেন চার্জারের সংযোগ না থাকে। তাহলে বজ্রপাতে ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়ানো যাবে।

রাউটার
বজ্রপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় রাউটার ডিভাইস। বজ্রপাতের আভাস পেলে শুধু রাউটারের লাইন বন্ধ করলেই চলবে না, রাউটার থেকে ইন্টারনেট সংযোগের ল্যান কেবলটিও খুলে রাখতে হবে। যদি ইন্টারনেট সংযোগে অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয় তাহলে বজ্রপাতের ক্ষতির আশঙ্কা কম থাকে। কেননা এসব কেবলে ধাতব তারের ব্যবহার থাকে না।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

ঝড়ের দিনে যেভাবে সুরক্ষিত রাখবেন আপনার বৈদ্যুতিক লাইন

আপডেট সময় ০৩:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

ঝড়ের দিনে, বিশেষ করে বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি। এ সময় কীভাবে ঘরের যন্ত্রপাতির সুরক্ষা নিশ্চিত করবেন, এ বিষয়ে পরামর্শ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান।

ফ্রিজ
অনেক সময় দেখা যায় বাড়ির বিদ্যুৎ ওঠা-নামা করে, বিশেষ করে ঝড়-বাদলের দিনে এই প্রবণতা অনেক বেড়ে যায়। এতে ফ্রিজের ক্ষতি হতে পারে। স্ট্যাবিলাইজার ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।

ভোল্টেজের ওঠা-নামা নিয়ন্ত্রণ করে স্ট্যাবিলাইজার ফ্রিজকে সুরক্ষা দেয়। স্ট্যাবিলাইজার না থাকলে ঝড়ের আভাস পাওয়া মাত্র ফ্রিজের কেবল খুলে রাখুন। ঝড় থেমে গেলে আবার কেবল লাগিয়ে ফ্রিজ চালু করে দিন।

কম্পিউটার ও ল্যাপটপ
ফ্রিজের মতোই কম্পিউটারের নিরাপত্তায় স্ট্যাবিলাইজার ব্যবহার করা ভালো। এছাড়া বজ্রপাতের আভাস পেলে কম্পিউটারের সুইচ বন্ধ করে দিন। এছাড়া অনাকাঙ্ক্ষিত ক্ষতি এড়াতে বাইরে যাওয়ার আগে কম্পিউটারের সুইচ বন্ধ করতে ভুলবেন না। এমনিতে ঝড়ের সময় ল্যাপটপ ব্যবহারে ক্ষতির আশঙ্কা তেমন নেই। তবে খেয়াল রাখতে হবে ঝড়ের সময় ল্যাপটপের সঙ্গে যেন চার্জারের সংযোগ না থাকে। তাহলে বজ্রপাতে ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়ানো যাবে।

রাউটার
বজ্রপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় রাউটার ডিভাইস। বজ্রপাতের আভাস পেলে শুধু রাউটারের লাইন বন্ধ করলেই চলবে না, রাউটার থেকে ইন্টারনেট সংযোগের ল্যান কেবলটিও খুলে রাখতে হবে। যদি ইন্টারনেট সংযোগে অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয় তাহলে বজ্রপাতের ক্ষতির আশঙ্কা কম থাকে। কেননা এসব কেবলে ধাতব তারের ব্যবহার থাকে না।