ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জবিতে ‘পর্দা’ নিয়ে ছাত্রদল নেতার মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন Logo ঢাকা কলেজে মাস্টার্স শিক্ষার্থীদের ১৫ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ  Logo বৈষম্যহীন সমাজ নির্মাণের আহ্বানে মৌলভীবাজারে বাম জোটের সমাবেশ-মিছিল Logo ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার Logo পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার Logo গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ Logo নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ Logo সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের Logo খসড়া ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ,নতুন ৪৫ লাখ

কোকাকোলার উত্তরাধিকারীকে মোটা অংকের টাকা জরিমানা

কোকাকোলা সংস্থার উত্তরাধিকারী আলকি ডেভিডের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। যৌন হেনস্তা মামলায় সংস্থার এক সাবেক কর্মীকে ৯০০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। যৌন নিপীড়ন মামলায় এত বড় জরিমানার নির্দেশ যুক্তরাষ্ট্রে আগে সেভাবে শোনা যায়নি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কোকাকোলা সংস্থার উত্তরাধিকারী আলকিভিয়াদেস ডেভিড আলকি ডেভিড নামে পরিচিত। তার বিরুদ্ধে সংস্থার এক সাবেক কর্মী তুলেছিলেন যৌন হেনস্তার মামলা। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হন আলকি।

ওই নারী কর্মীর অভিযোগ, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত আলকি তাকে যৌন হেনস্তা করেছেন। এ মামলায় মার্কিন আদালতে ওই কর্মীর আইনজীবী বলেছেন— ‘এ মামলার ঘটনা খুবই নিন্দনীয়। ’

জানা যায়, আলকির বিরুদ্ধে রয়েছে একাধিক যৌন হেনস্তার মামলা। ২০১৯ সালের এক মামলায় আলকিকে সতর্ক করে আদালত বলেছিলেন, কোনো নারীকে শারীরিকভাবে মারধর করার কথা ভুলেও যেন না ভাবেন তিনি। সেবারও কোকাকোলার এক নারীকর্মী মামলা করেছিলেন। সেই মামলায় মাহিম খান নামে কোকাকোলার সাবেক কর্মীর জয় হয়; ৫৮ মিলিয়ন ডলার জরিমানা দেন আলকি।

এখানেই শেষ নয়; নিপীড়নের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকটি ক্ষেত্রে দোষী সাব্যস্ত করা হয়েছে আলকিকে। মামলাগুলোতে তাকে এবং তার কোম্পানিগুলোকে প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জবিতে ‘পর্দা’ নিয়ে ছাত্রদল নেতার মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন

কোকাকোলার উত্তরাধিকারীকে মোটা অংকের টাকা জরিমানা

আপডেট সময় ০৪:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪

কোকাকোলা সংস্থার উত্তরাধিকারী আলকি ডেভিডের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ রয়েছে। যৌন হেনস্তা মামলায় সংস্থার এক সাবেক কর্মীকে ৯০০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। যৌন নিপীড়ন মামলায় এত বড় জরিমানার নির্দেশ যুক্তরাষ্ট্রে আগে সেভাবে শোনা যায়নি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কোকাকোলা সংস্থার উত্তরাধিকারী আলকিভিয়াদেস ডেভিড আলকি ডেভিড নামে পরিচিত। তার বিরুদ্ধে সংস্থার এক সাবেক কর্মী তুলেছিলেন যৌন হেনস্তার মামলা। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হন আলকি।

ওই নারী কর্মীর অভিযোগ, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত আলকি তাকে যৌন হেনস্তা করেছেন। এ মামলায় মার্কিন আদালতে ওই কর্মীর আইনজীবী বলেছেন— ‘এ মামলার ঘটনা খুবই নিন্দনীয়। ’

জানা যায়, আলকির বিরুদ্ধে রয়েছে একাধিক যৌন হেনস্তার মামলা। ২০১৯ সালের এক মামলায় আলকিকে সতর্ক করে আদালত বলেছিলেন, কোনো নারীকে শারীরিকভাবে মারধর করার কথা ভুলেও যেন না ভাবেন তিনি। সেবারও কোকাকোলার এক নারীকর্মী মামলা করেছিলেন। সেই মামলায় মাহিম খান নামে কোকাকোলার সাবেক কর্মীর জয় হয়; ৫৮ মিলিয়ন ডলার জরিমানা দেন আলকি।

এখানেই শেষ নয়; নিপীড়নের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকটি ক্ষেত্রে দোষী সাব্যস্ত করা হয়েছে আলকিকে। মামলাগুলোতে তাকে এবং তার কোম্পানিগুলোকে প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়েছে।