ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আফগানদের বিপক্ষে একাদশে থাকতে পারেন সৌম্য

ভারতের বিপক্ষে একাদশ গড়া নিয়ে ব্যাপক সমালোচিত হতে হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। সেই ম্যাচে দলের সেরা বোলার তাসকিন আহমেদকে বসিয়ে একজন বাড়তি ব্যাটার হিসেবে জাকের আলিকে খেলিয়েছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটা ব্যাক ফায়ার করেছিল বাংলাদেশ দলে।

বোলার শঙ্কটের কারণে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ৫০ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে। যাতে করে সেমিতে খেলার সমীকরণটাও জটিল হয়ে গেছে বাংলাদেশের। তাই আফগানিস্তানের বিপক্ষে একাদশে যে পরিবর্তন আসতে যাচ্ছে তা এক রকম নিশ্চিত।

সবশেষ ম্যাচে সুযোগ পাওয়া জাকের আলীর জায়গায় এ ম্যাচে ফিরতে যাচ্ছেন তাসকিন আহমেদ। সেই সঙ্গে ফেরানো হতে পারে এখন পর্যন্ত কোনো ম্যাচে না খেলা শরিফুল ইসলামকে। এক্ষেত্রে হয়তো বাদ পড়তে হতে পারে শেখ মাহেদীকে। তবে কোনো কারণে সেটি না হলে তার জায়গায় খেলানো হতে পারে এখন পর্যন্ত একাদশে সুযোগ না পাওয়া দলের আরেক স্পিনার তানভীর ইসলামকে। তবে তার একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কিছুটা কমই।

এর বাইরেও একাদশ থেকে বাদ পড়তে পারেন তানজিম হাসান তামিম। এই ওপেনার সবশেষ ম্যাচের আগে টানা দুই ম্যাচে শূন্য করেছেন। তবে ভারতের বিপক্ষে রানে ফেরার আভাস দিয়েছিলেন। তবে সেটা দলকে এগিয়ে নেওয়ার বদলে পিছিয়ে দিয়েছে। তাই তার জায়গায় দেখা যেতে পারে সৌম্য সরকারকে। অথবা, সৌম্যকে সুযোগ না দিয়ে একজন ব্যাটার কম খেলিয়ে বোলিং শক্তি বাড়াতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে হয় নাজমুল শান্ত অথবা চমক হিসেবে শেখ মাহেদীকে দেখা যেতে পারে লিটন দাসের ওপেনিং সঙ্গী হিসেবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জনসমুদ্রে পরিনত হয় দ্রোহের গান ও আজাদী সন্ধ্যায়

আফগানদের বিপক্ষে একাদশে থাকতে পারেন সৌম্য

আপডেট সময় ০৩:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪

ভারতের বিপক্ষে একাদশ গড়া নিয়ে ব্যাপক সমালোচিত হতে হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। সেই ম্যাচে দলের সেরা বোলার তাসকিন আহমেদকে বসিয়ে একজন বাড়তি ব্যাটার হিসেবে জাকের আলিকে খেলিয়েছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটা ব্যাক ফায়ার করেছিল বাংলাদেশ দলে।

বোলার শঙ্কটের কারণে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ৫০ রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে। যাতে করে সেমিতে খেলার সমীকরণটাও জটিল হয়ে গেছে বাংলাদেশের। তাই আফগানিস্তানের বিপক্ষে একাদশে যে পরিবর্তন আসতে যাচ্ছে তা এক রকম নিশ্চিত।

সবশেষ ম্যাচে সুযোগ পাওয়া জাকের আলীর জায়গায় এ ম্যাচে ফিরতে যাচ্ছেন তাসকিন আহমেদ। সেই সঙ্গে ফেরানো হতে পারে এখন পর্যন্ত কোনো ম্যাচে না খেলা শরিফুল ইসলামকে। এক্ষেত্রে হয়তো বাদ পড়তে হতে পারে শেখ মাহেদীকে। তবে কোনো কারণে সেটি না হলে তার জায়গায় খেলানো হতে পারে এখন পর্যন্ত একাদশে সুযোগ না পাওয়া দলের আরেক স্পিনার তানভীর ইসলামকে। তবে তার একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কিছুটা কমই।

এর বাইরেও একাদশ থেকে বাদ পড়তে পারেন তানজিম হাসান তামিম। এই ওপেনার সবশেষ ম্যাচের আগে টানা দুই ম্যাচে শূন্য করেছেন। তবে ভারতের বিপক্ষে রানে ফেরার আভাস দিয়েছিলেন। তবে সেটা দলকে এগিয়ে নেওয়ার বদলে পিছিয়ে দিয়েছে। তাই তার জায়গায় দেখা যেতে পারে সৌম্য সরকারকে। অথবা, সৌম্যকে সুযোগ না দিয়ে একজন ব্যাটার কম খেলিয়ে বোলিং শক্তি বাড়াতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে হয় নাজমুল শান্ত অথবা চমক হিসেবে শেখ মাহেদীকে দেখা যেতে পারে লিটন দাসের ওপেনিং সঙ্গী হিসেবে।