ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

কথা বলছে গাছ, আঘাত করলে শুনতে পান মেয়ের আর্তনাদ

কখনো শুনেছেন গাছ কথা বলে? ভাবছেন পাগলের প্রলাপ বকছি। না, শুনতে অবকা লাগলেও এমনি এক ঘটনা ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর ইউনিয়নের গর্জিনা গ্রামে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুরে ‘কথা বলা গাছ’র খোঁজ মিলেছে। আর এই গাছ দেখতে এখন প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে ওই গ্রামে।

জানা গেছে, সপ্তাহখানেক আগে গাছের কথা বলার গুঞ্জন ছড়িয়ে পড়ে উপজেলার রাঘদি ইউনিয়নের গর্জিনা গ্রামে। এরপর থেকে ‘অলৌকিক ঘটনা’ দেখার আশায় সেখানে ভিড় বাড়ছে।

এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বাদশা বলেন,‘ইসলাম এ ধরনের ঘটনা সমর্থন করে না। তবে জ্বীনকে গাছের মধ্যে আটকে রাখলে এমন হতে পারে। স্থানীয়দের দাবি, গর্জিনা গ্রামে সৌদি প্রবাসী সবুর মিয়ার একটি গাছের বাগান আছে। গত ১৪ জুন ওই বাগানের একটি লম্বু গাছ কাটতে যায় জুয়েল মোল্লার ছেলে নিরবসহ (১০) কয়েকজন শিশু। তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গাছটি নাকি কথা বলে ওঠে এবং কেঁদে ওঠে।

সে সময় শিশুরা ভয় পেয়ে বাড়ি ফিরে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর গাছটি দেখতে যায়। তারা গাছের গায়ে কান পেতে আওয়াজ শুনতে পেয়েছেন বলে দাবি করেছেন।

স্থানীয় রাঘদি ইউনিয়ন পরিষদের মেম্বার সাদ্দাম হোসেন, একই গ্রামের লিয়াকত হোসেন, টেকেরহাটের সোহেল মাতুব্বর, গর্জিনা গ্রামের ফরিদ মোল্লাসহ অনেকেই গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেছেন। এই তালিকায় রয়েছে শিশুরাও। যদিও অনেক দর্শনার্থী গাছের কথা শুনতে পেয়েছেন বলে দাবি করেছেন।

এদিকে কথা বলা গাছ দেখতে মানুষের ভিড় বাড়লে একটি মহল গাছটির চারপাশে বাঁশ দিয়ে বেঁধে দেয়। পরে এটি ব্যবসার চক্রান্ত উল্লেখ করে সেইসব বাঁশ ভেঙে দেয় কিছু স্থানীয় যুবক। অপরদিকে গাছের গায়ে গোবর লেপার কারণে এক নারী অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেছে স্থানীয়রা।

এদিকে গাছের কথা বলার বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়ায় অনেকে মানতেও শুরু করেছে। অভিযোগ উঠেছে, কিছু মিডিয়া ও ইউটিউবাররা বিষয়টি সত্য প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে। লোকজনও চাঞ্চল্যকর খবরটি সত্য ভেবে নিচ্ছে। এরপর গর্জিনা গ্রামে গাছটি দেখতে ছুটে যাচ্ছে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঢাকাসহ বিভিন্ন স্থানের মানুষ।

তবে গাছে কান পাতা কয়েকজন জানান, কানপাতার পর ফিসফিস করে আওয়াজ হচ্ছে। এমনকি ‘সালাম’ দিলে ‘হু’ শব্দ করছে। কিন্তু কোনো কথা বোঝা যাচ্ছে না। কিন্তু আশপাশের গাছে কান পাতলেও সেসব গাছে কোনো শব্দ হচ্ছে না।

স্থানীয় এক শিক্ষার্থীর দাবি, গাছে কথা বলার খবর পেয়ে কয়েকজন বন্ধু মিলে তারা এখানে এসেছেন। কান পাতার পর একটা মেয়ের কণ্ঠ শুনতে পান তারা। যেন মেয়েটি আর্তনাদ করছে, এমন শব্দ শুনেছেন বলে ওই শিক্ষার্থী দাবি করেন। জানা গেছে, কথা বলা গাছটি আফ্রিকান মেহগনি। স্থানীয়ভাবে এটিকে লম্বু গাছ বলেও ডাকা হয়

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

কথা বলছে গাছ, আঘাত করলে শুনতে পান মেয়ের আর্তনাদ

আপডেট সময় ০৯:১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

কখনো শুনেছেন গাছ কথা বলে? ভাবছেন পাগলের প্রলাপ বকছি। না, শুনতে অবকা লাগলেও এমনি এক ঘটনা ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর ইউনিয়নের গর্জিনা গ্রামে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুরে ‘কথা বলা গাছ’র খোঁজ মিলেছে। আর এই গাছ দেখতে এখন প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে ওই গ্রামে।

জানা গেছে, সপ্তাহখানেক আগে গাছের কথা বলার গুঞ্জন ছড়িয়ে পড়ে উপজেলার রাঘদি ইউনিয়নের গর্জিনা গ্রামে। এরপর থেকে ‘অলৌকিক ঘটনা’ দেখার আশায় সেখানে ভিড় বাড়ছে।

এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বাদশা বলেন,‘ইসলাম এ ধরনের ঘটনা সমর্থন করে না। তবে জ্বীনকে গাছের মধ্যে আটকে রাখলে এমন হতে পারে। স্থানীয়দের দাবি, গর্জিনা গ্রামে সৌদি প্রবাসী সবুর মিয়ার একটি গাছের বাগান আছে। গত ১৪ জুন ওই বাগানের একটি লম্বু গাছ কাটতে যায় জুয়েল মোল্লার ছেলে নিরবসহ (১০) কয়েকজন শিশু। তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গাছটি নাকি কথা বলে ওঠে এবং কেঁদে ওঠে।

সে সময় শিশুরা ভয় পেয়ে বাড়ি ফিরে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি জানার পর গাছটি দেখতে যায়। তারা গাছের গায়ে কান পেতে আওয়াজ শুনতে পেয়েছেন বলে দাবি করেছেন।

স্থানীয় রাঘদি ইউনিয়ন পরিষদের মেম্বার সাদ্দাম হোসেন, একই গ্রামের লিয়াকত হোসেন, টেকেরহাটের সোহেল মাতুব্বর, গর্জিনা গ্রামের ফরিদ মোল্লাসহ অনেকেই গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেছেন। এই তালিকায় রয়েছে শিশুরাও। যদিও অনেক দর্শনার্থী গাছের কথা শুনতে পেয়েছেন বলে দাবি করেছেন।

এদিকে কথা বলা গাছ দেখতে মানুষের ভিড় বাড়লে একটি মহল গাছটির চারপাশে বাঁশ দিয়ে বেঁধে দেয়। পরে এটি ব্যবসার চক্রান্ত উল্লেখ করে সেইসব বাঁশ ভেঙে দেয় কিছু স্থানীয় যুবক। অপরদিকে গাছের গায়ে গোবর লেপার কারণে এক নারী অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেছে স্থানীয়রা।

এদিকে গাছের কথা বলার বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়ায় অনেকে মানতেও শুরু করেছে। অভিযোগ উঠেছে, কিছু মিডিয়া ও ইউটিউবাররা বিষয়টি সত্য প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে। লোকজনও চাঞ্চল্যকর খবরটি সত্য ভেবে নিচ্ছে। এরপর গর্জিনা গ্রামে গাছটি দেখতে ছুটে যাচ্ছে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঢাকাসহ বিভিন্ন স্থানের মানুষ।

তবে গাছে কান পাতা কয়েকজন জানান, কানপাতার পর ফিসফিস করে আওয়াজ হচ্ছে। এমনকি ‘সালাম’ দিলে ‘হু’ শব্দ করছে। কিন্তু কোনো কথা বোঝা যাচ্ছে না। কিন্তু আশপাশের গাছে কান পাতলেও সেসব গাছে কোনো শব্দ হচ্ছে না।

স্থানীয় এক শিক্ষার্থীর দাবি, গাছে কথা বলার খবর পেয়ে কয়েকজন বন্ধু মিলে তারা এখানে এসেছেন। কান পাতার পর একটা মেয়ের কণ্ঠ শুনতে পান তারা। যেন মেয়েটি আর্তনাদ করছে, এমন শব্দ শুনেছেন বলে ওই শিক্ষার্থী দাবি করেন। জানা গেছে, কথা বলা গাছটি আফ্রিকান মেহগনি। স্থানীয়ভাবে এটিকে লম্বু গাছ বলেও ডাকা হয়