ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার: জি এম কাদের

সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার: জি এম কাদের

বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘সেন্টমার্টিনের কাছাকাছি যুদ্ধজাহাজ নিয়ে এসে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার। কিন্তু, এ বিষয়ে সরকারের কোনো উদ্বেগ নেই।’ শনিবার (১৫ জুন) বিকেলে চার দিনের সফরে রংপুরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, এর আগে মিয়ানমার রোহিঙ্গাদের বোঝা বাংলাদেশের ওপর চাপিয়েছে। এখন যদি তারা সেন্টমার্টিন দখলে নেয়, তাহলে বাংলাদেশ সরকার কোন মহত্ত্বের কারণে সেটি ছেড়ে দেবে কি না, আমরা জানি না। এমন পরিস্থিতি নিয়ে জনগণের সামনে সরকারের কথা বলা উচিত।

বর্তমান বাজেটকে ‘দুর্বৃত্ত সহায়ক’ উল্লেখ করে তিনি বলেন, এ বাজেটের মাধ্যমে দুষ্টের পালন ও শিষ্টের দমন হয়েছে। সরকারের লোকজন লুটপাট করে ধনী হচ্ছে এবং সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়াসহ অন্যরা।

জনপ্রিয় সংবাদ

স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন হাসিনা

সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার: জি এম কাদের

আপডেট সময় ০৯:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘সেন্টমার্টিনের কাছাকাছি যুদ্ধজাহাজ নিয়ে এসে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে মিয়ানমার। কিন্তু, এ বিষয়ে সরকারের কোনো উদ্বেগ নেই।’ শনিবার (১৫ জুন) বিকেলে চার দিনের সফরে রংপুরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, এর আগে মিয়ানমার রোহিঙ্গাদের বোঝা বাংলাদেশের ওপর চাপিয়েছে। এখন যদি তারা সেন্টমার্টিন দখলে নেয়, তাহলে বাংলাদেশ সরকার কোন মহত্ত্বের কারণে সেটি ছেড়ে দেবে কি না, আমরা জানি না। এমন পরিস্থিতি নিয়ে জনগণের সামনে সরকারের কথা বলা উচিত।

বর্তমান বাজেটকে ‘দুর্বৃত্ত সহায়ক’ উল্লেখ করে তিনি বলেন, এ বাজেটের মাধ্যমে দুষ্টের পালন ও শিষ্টের দমন হয়েছে। সরকারের লোকজন লুটপাট করে ধনী হচ্ছে এবং সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়াসহ অন্যরা।