২০২৩-২৪ অর্থবছরে পাকিস্তানে গাধার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখে। গত কয়েক বছর ধরেই মালামাল বোঝাইয়ের কাছে ব্যবহৃত এ পশুর সংখ্যা বেড়ে চলছে।
মঙ্গলবার (১১ জুন) পাকিস্তানের অর্থনৈতিক জরিপের প্রতিবেদনে গাধার সংখ্যা বাড়ার তথ্য প্রকাশ করা হয়।
এতে দেখা যাচ্ছে পাকিস্তানে খুব দ্রুত বাড়ছে চতুষ্পদী প্রাণীটি। যেখানে ২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ, ২০২০-২১ অর্থবছরে ৫৬ লাখ, ২০২১-২২ অর্থবছরে ৫৭ লাখ, ২০২২-২৩ অর্থবছরে গাধা ছিল ৫৮ লাখ সেটি গত বছর বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখে। অর্থাৎ গত এক বছরে দেশটিতে গাধা বেড়েছে ১ লাখ।
তবে গত পাঁচ বছরে দেশটিতে ঘোড়া এবং ঘোড়া-গাধার সংকর জাতের সংখ্যা বাড়েনি। আগে যা ছিল এটি তাই রয়ে গেছে।
কিন্তু উটের সংখ্যা যেটি গত চার বছর ধরে একই জায়গায় ছিল। সেটি গত অর্থবছরে ১১ লাখ থেকে বেড়ে ১২ লাখে দাঁড়িয়েছে।
গৃহপালিত পশুপাখির ওপর পাকিস্তানের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। এই গৃহপালিত পশু উৎপাদনের সঙ্গে ৮০ লাখ প্রান্তিক পরিবার জড়িত রয়েছে।