ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

ফাঁদে ফেলে ৪ ইসরায়েলি সেনাকে হত্যা করলো হামাস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রাফা শহরের একটি ভবনে অভিযানের সময় হামাস যোদ্ধাদের ঘটানো বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭জন।

মঙ্গলবার (১১ জুন) নিহত ইসরায়েলি সেনাদের পরিচয় প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)।

সোমবারের (১০ জুন) এক ঘটনায় তারা নিহত হন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে আইডিএফ। তবে বিয়টিকে ফাঁদ হিসেবে দেখছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী।

নিহতরা হলেন- মেজর তাল পশেবিলস্কি শাওলভ (২৪), স্টাফ সার্জেন্ট এতিন কার্লসব্রান (২০), সার্জেন্ট আলমোগ শালম (১৯) ও সার্জেন্ট ইয়ার লেভিন (১৯)। এদর মধ্যে শালম ও লেভিন প্রশিক্ষণার্থী ছিলেন। আর শাওলভ ছিলেন তাদের কোম্পানি কমান্ডার।

আইডিএফ জানায়, দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় সেনারা। ওই ভবন থেকে হামাসের হামলার আশঙ্কা ছিল। তাই ইসরায়েলি সেনারা ভবনে সরাসরি প্রবেশ না করে প্রথমে বোমা ছোড়ে। এতে কোনো প্রতিক্রিয়া না পেয়ে ইসরায়েলি সেনারা তিনতলা ভবনটিতে প্রবেশের কিছুক্ষণের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েন কয়েকজন সেনা।

এ ঘটনাকে ফাঁদ হিসেবে দেখছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। তাদের দাবি, ভবনটিতে হামাসের সুড়ঙ্গ থাকার প্রমাণ মিলেছে। এর মানে এখানে হামাস যোদ্ধারা ছিল।

আইডিএফ আরও জানায়, নিহত চার সেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর ২৯৯ সেনা হারাল ইসরায়েল।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, হামাস যোদ্ধারা তিনতলা ওই ভবনে প্রবেশ করার জন্য ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলেছিলো। ইসরায়েলি সেনারা বোমা ছোড়ার পরও হামাস যোদ্ধারা চুপ ছিলো আর অপেক্ষা করছিলো কখন তারা ভবনের ভেতর প্রবেশ করে। বোমা ছোড়ার পর হামাস যোদ্ধাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় ইসরায়েলি সেনারা ওই ভবনে প্রবেশ করে। আর হামাস যোদ্ধারা এটাই চেয়েছিলেন। ইসরায়েলি সেনারা ভবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিস্ফোরক দিয়ে ওই ভবনটি উড়িয়ে দেয়। ফলে হতাহত হয় ইসরায়েলি সেনারা।

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি সেনারা যেখানে কাজ করছিল সেখানে তারা ফাঁদ তৈরি করে। ইহুদিবাদী বাহিনী যে ভবনটিতে নিজেদেরকে সুরক্ষিত করেছিলো আমাদের যোদ্ধারা বিস্ফোরক দিয়ে সেটি উড়িয়ে দিতে সক্ষম হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

ফাঁদে ফেলে ৪ ইসরায়েলি সেনাকে হত্যা করলো হামাস

আপডেট সময় ০৬:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রাফা শহরের একটি ভবনে অভিযানের সময় হামাস যোদ্ধাদের ঘটানো বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭জন।

মঙ্গলবার (১১ জুন) নিহত ইসরায়েলি সেনাদের পরিচয় প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)।

সোমবারের (১০ জুন) এক ঘটনায় তারা নিহত হন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে আইডিএফ। তবে বিয়টিকে ফাঁদ হিসেবে দেখছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী।

নিহতরা হলেন- মেজর তাল পশেবিলস্কি শাওলভ (২৪), স্টাফ সার্জেন্ট এতিন কার্লসব্রান (২০), সার্জেন্ট আলমোগ শালম (১৯) ও সার্জেন্ট ইয়ার লেভিন (১৯)। এদর মধ্যে শালম ও লেভিন প্রশিক্ষণার্থী ছিলেন। আর শাওলভ ছিলেন তাদের কোম্পানি কমান্ডার।

আইডিএফ জানায়, দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় সেনারা। ওই ভবন থেকে হামাসের হামলার আশঙ্কা ছিল। তাই ইসরায়েলি সেনারা ভবনে সরাসরি প্রবেশ না করে প্রথমে বোমা ছোড়ে। এতে কোনো প্রতিক্রিয়া না পেয়ে ইসরায়েলি সেনারা তিনতলা ভবনটিতে প্রবেশের কিছুক্ষণের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়েন কয়েকজন সেনা।

এ ঘটনাকে ফাঁদ হিসেবে দেখছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। তাদের দাবি, ভবনটিতে হামাসের সুড়ঙ্গ থাকার প্রমাণ মিলেছে। এর মানে এখানে হামাস যোদ্ধারা ছিল।

আইডিএফ আরও জানায়, নিহত চার সেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর ২৯৯ সেনা হারাল ইসরায়েল।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, হামাস যোদ্ধারা তিনতলা ওই ভবনে প্রবেশ করার জন্য ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলেছিলো। ইসরায়েলি সেনারা বোমা ছোড়ার পরও হামাস যোদ্ধারা চুপ ছিলো আর অপেক্ষা করছিলো কখন তারা ভবনের ভেতর প্রবেশ করে। বোমা ছোড়ার পর হামাস যোদ্ধাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় ইসরায়েলি সেনারা ওই ভবনে প্রবেশ করে। আর হামাস যোদ্ধারা এটাই চেয়েছিলেন। ইসরায়েলি সেনারা ভবনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিস্ফোরক দিয়ে ওই ভবনটি উড়িয়ে দেয়। ফলে হতাহত হয় ইসরায়েলি সেনারা।

হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি সেনারা যেখানে কাজ করছিল সেখানে তারা ফাঁদ তৈরি করে। ইহুদিবাদী বাহিনী যে ভবনটিতে নিজেদেরকে সুরক্ষিত করেছিলো আমাদের যোদ্ধারা বিস্ফোরক দিয়ে সেটি উড়িয়ে দিতে সক্ষম হয়।