ছক্কা, চার মেরে শুরুটা করলেন কুইন্টন ডি কক। কিন্তু এই দ্বারা বেশি সময় ধরে রাখতে পারলো না প্রোটিয়ারা। তানজিম হাসান সাকিবের দুর্দান্ত বোলিংয়ে দিশেহারা হয়ে যায় ওপেনিং জুটি। এরপরই ঘুরে দাঁড়ালো বাংলাদেশ।
তানজিম সাকিব প্রথম স্পেলে পেলেন তিন উইকেট, তাসকিনও পান উইকেটের দেখা। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার টেনে তোলেন প্রোটিয়াদের, আসে রানও। দুজনের জুটিতে একশ ছাড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকার রান। তবে শেষ অবধি তাদের থামতে হয়েছে অল্পতেই।
সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে প্রোটিয়ারা। বাংলাদেশের হয়ে তিন উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।