ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

রুপপুরে মঞ্চায়িত হলো পাবিপ্রবি অনিরুদ্ধ নাট্যদল এর নাটক “শেকড় মাটির কথাই বলে”

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঞ্চায়িত হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন ‘অনিরুদ্ধ নাট্যদল’ এর প্রথম পূর্নাঙ্গ প্রযোজনা নাটক ‘শেকড় মাটির কথাই বলে’।

শুক্রবার (৭ই জুন) পাবনার রুপপুর পারমাণবিক কেন্দ্রের সহায়তায় রূপপূর,ঈশ্বরদী, আর,আর পি কনভেনশন হলে শুক্রবার বিকেল ৪ টায় পরিবেশ সচেতনতায় এ নাটক মঞ্চায়িত হয়। পাবিপ্রবির এই অনিরুদ্ধ নাট্যদল অনেক অপুর্ণতা থাকা সত্বেও, তারা তাদের সংগঠনের কাজের মধ্য দিয়ে নানাভাবে মানুষকে বিভিন্ন সামাজিক বিষয় সম্পর্কে সচেতন করে থাকেন, তারই ধারাবাহিকতায় এ নাটক “শেকড় মাটির কথাই বলে”।

নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন পাবিপ্রবি অনিরুদ্ধ নাট্যদলের সভাপতি ধ্রুব বেপারী। নাটক এর মূল বিষয় টি হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জনমাবনের মাঝে সচেতনতা তৈরি করা! নাটকের চরিত্র রুপায়নে ছিলেন, ধ্রুব ব্যাপারী, অত্রি, জিনিয়া, ইমরোজ, অন্বেষা, ইউসুফ, মুশফিকা বিনতে হাকিম(হানি), সাজ্জাদ, আরিফ, কনা, আনুস্কা মজুমদার, অক্ষয়, দীপ্ত, পায়েল, অনন্যা, মারিয়া, মুন্নি ও অমিত হাসান।

নাটকের নেপথ্যে কাজ করেছেন যারা- সহকারী নির্দেশনা: অত্রি সাহা ও সজীব দাস, আবহ: ইমরোজ খান, পোষাক পরিকল্পনা: রাইসা আমিন, মঞ্চ ও আলোক নির্দেশনা: অর্ক মন্ডল ও পোষ্টার পরিকল্পনা করেন: দীপাঞ্জন কর্মকার।

নাটকটি সম্পর্কে জানতে চাইলে নাটকটির নির্দেশক ধ্রুব ব্যাপারী জানান, প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব রূপপূর পারমানবিক তথ্য কেন্দ্র কে,তাদের আয়োজনে এবারের অনুষ্ঠানে তারা আমন্ত্রণ জানিয়েছিলো বিশ্ববিদ্যালয়ের একমাত্র পূর্নাঙ্গ সাংস্কৃতিক সংগঠন ‘অনিরুদ্ধ নাট্যদল’ কে।

এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ভাবে অনিরুদ্ধ নাট্যদল যুক্ত থাকলেও এটা অনিরুদ্ধ নাট্যদলের প্রথম পূর্নাঙ্গ প্রযোজনা,আমি নির্দেশক হিসেবে চেষ্টা করেছি প্রতিটা শিল্পীকে তাদের ভাবনা ও বোধ কে প্রাধান্য দেয়ার,সেই অনুযায়ী নাটকের মূল ভাবকে অক্ষুন্ন রেখে আমরা চেষ্টা করেছি সবাইকে আনন্দ ও শিল্পের মিশ্রনে তথ্যবহুল এবং শিক্ষামূলক একটা নাটক পরিবেশন কর‍তে, যাতে সবাই আনন্দের সাথে পরিবেশ নিয়ে সচেতন হতে পারে, এটাই ছিলো মূলত মূল ভাবনা।

জনপ্রিয় সংবাদ

১১ মাসে ৩ লাখ ২৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

রুপপুরে মঞ্চায়িত হলো পাবিপ্রবি অনিরুদ্ধ নাট্যদল এর নাটক “শেকড় মাটির কথাই বলে”

আপডেট সময় ০৫:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঞ্চায়িত হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন ‘অনিরুদ্ধ নাট্যদল’ এর প্রথম পূর্নাঙ্গ প্রযোজনা নাটক ‘শেকড় মাটির কথাই বলে’।

শুক্রবার (৭ই জুন) পাবনার রুপপুর পারমাণবিক কেন্দ্রের সহায়তায় রূপপূর,ঈশ্বরদী, আর,আর পি কনভেনশন হলে শুক্রবার বিকেল ৪ টায় পরিবেশ সচেতনতায় এ নাটক মঞ্চায়িত হয়। পাবিপ্রবির এই অনিরুদ্ধ নাট্যদল অনেক অপুর্ণতা থাকা সত্বেও, তারা তাদের সংগঠনের কাজের মধ্য দিয়ে নানাভাবে মানুষকে বিভিন্ন সামাজিক বিষয় সম্পর্কে সচেতন করে থাকেন, তারই ধারাবাহিকতায় এ নাটক “শেকড় মাটির কথাই বলে”।

নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন পাবিপ্রবি অনিরুদ্ধ নাট্যদলের সভাপতি ধ্রুব বেপারী। নাটক এর মূল বিষয় টি হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জনমাবনের মাঝে সচেতনতা তৈরি করা! নাটকের চরিত্র রুপায়নে ছিলেন, ধ্রুব ব্যাপারী, অত্রি, জিনিয়া, ইমরোজ, অন্বেষা, ইউসুফ, মুশফিকা বিনতে হাকিম(হানি), সাজ্জাদ, আরিফ, কনা, আনুস্কা মজুমদার, অক্ষয়, দীপ্ত, পায়েল, অনন্যা, মারিয়া, মুন্নি ও অমিত হাসান।

নাটকের নেপথ্যে কাজ করেছেন যারা- সহকারী নির্দেশনা: অত্রি সাহা ও সজীব দাস, আবহ: ইমরোজ খান, পোষাক পরিকল্পনা: রাইসা আমিন, মঞ্চ ও আলোক নির্দেশনা: অর্ক মন্ডল ও পোষ্টার পরিকল্পনা করেন: দীপাঞ্জন কর্মকার।

নাটকটি সম্পর্কে জানতে চাইলে নাটকটির নির্দেশক ধ্রুব ব্যাপারী জানান, প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব রূপপূর পারমানবিক তথ্য কেন্দ্র কে,তাদের আয়োজনে এবারের অনুষ্ঠানে তারা আমন্ত্রণ জানিয়েছিলো বিশ্ববিদ্যালয়ের একমাত্র পূর্নাঙ্গ সাংস্কৃতিক সংগঠন ‘অনিরুদ্ধ নাট্যদল’ কে।

এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় এবং দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ভাবে অনিরুদ্ধ নাট্যদল যুক্ত থাকলেও এটা অনিরুদ্ধ নাট্যদলের প্রথম পূর্নাঙ্গ প্রযোজনা,আমি নির্দেশক হিসেবে চেষ্টা করেছি প্রতিটা শিল্পীকে তাদের ভাবনা ও বোধ কে প্রাধান্য দেয়ার,সেই অনুযায়ী নাটকের মূল ভাবকে অক্ষুন্ন রেখে আমরা চেষ্টা করেছি সবাইকে আনন্দ ও শিল্পের মিশ্রনে তথ্যবহুল এবং শিক্ষামূলক একটা নাটক পরিবেশন কর‍তে, যাতে সবাই আনন্দের সাথে পরিবেশ নিয়ে সচেতন হতে পারে, এটাই ছিলো মূলত মূল ভাবনা।