ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর, পূরণ হচ্ছে দীর্ঘদিনের দাবি Logo সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস Logo পাথরঘাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও শ্বশুর আটক Logo কুমারখালী রেলওয়ে স্টেশনে পৌর জামায়াতের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo চেয়ারম্যান শূন্য রায়হানপুর ইউনিয়ন পরিষদে ভেঙে পড়েছে সেবা কার্যক্রম, ভোগান্তিতে সাধারণ জনগণ Logo মুন্সিগঞ্জের কৃষি জমিতে মিলল অবিস্ফোরিত মর্টার শেল Logo ইয়েমেনে হামলা চালাতে গিয়ে সাগরে ডুবে গেল সর্বাধুনিক মার্কিন যুদ্ধবিমান Logo কানাডার নির্বাচনে ফের জয় পেয়েছে লিবারেল পার্টি Logo বিনা উইকেটে ১০০ পার করে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ Logo হজ ফ্লাইট শুরু, মধ্যরাতে ঢাকা ছাড়লেন ৩৯৮ যাত্রী

আফগান সীমান্তের কাছে বোমা হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

আফগান সীমান্তের কাছে বোমা হামলার ঘটনায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার আফগান সীমান্তের কাছে অবস্থিত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালানো হয়। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় একটি উন্নত বিস্ফোরক ডিভাইসের দিয়ে হামলা চালানো হয়। এতে ছয়জন সেনা সদস্য এবং এক সেনা কর্মকর্তা নিহত হন। সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

লাক্কি মারওয়াতের এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণের ঘটনায় সেনাবাহিনীর গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, আমরা খবর পেয়েছি যে, বিস্ফোরণের পর ওই গাড়িতে আগুন ধরে গেছে। তবে ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করেননি।

২০২১ সালে তালেবান প্রতিবেশী আফগানিস্তানের ক্ষমতায় বসার পর থেকেই পাকিস্তানে হামলার ঘটনা বেড়ে গেছে। গত বছর পাকিস্তানে ২৯টি আত্মঘাতী হামলার খবর পাওয়া গেছে। এতে মোট ৩২৯ জন নিহত হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এ তথ্য নিশ্চিত করেছে।

কাবুলের নতুন শাসকরা আফগানিস্তানের মাটিতে জঙ্গিদের মূলোৎপাটন করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান সরকার।

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর, পূরণ হচ্ছে দীর্ঘদিনের দাবি

আফগান সীমান্তের কাছে বোমা হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

আপডেট সময় ০১:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

আফগান সীমান্তের কাছে বোমা হামলার ঘটনায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার আফগান সীমান্তের কাছে অবস্থিত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালানো হয়। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় একটি উন্নত বিস্ফোরক ডিভাইসের দিয়ে হামলা চালানো হয়। এতে ছয়জন সেনা সদস্য এবং এক সেনা কর্মকর্তা নিহত হন। সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

লাক্কি মারওয়াতের এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণের ঘটনায় সেনাবাহিনীর গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, আমরা খবর পেয়েছি যে, বিস্ফোরণের পর ওই গাড়িতে আগুন ধরে গেছে। তবে ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করেননি।

২০২১ সালে তালেবান প্রতিবেশী আফগানিস্তানের ক্ষমতায় বসার পর থেকেই পাকিস্তানে হামলার ঘটনা বেড়ে গেছে। গত বছর পাকিস্তানে ২৯টি আত্মঘাতী হামলার খবর পাওয়া গেছে। এতে মোট ৩২৯ জন নিহত হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এ তথ্য নিশ্চিত করেছে।

কাবুলের নতুন শাসকরা আফগানিস্তানের মাটিতে জঙ্গিদের মূলোৎপাটন করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের বিভিন্ন এলাকায় প্রায়ই হামলার ঘটনা ঘটছে। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান সরকার।