ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পিলখানা হত্যাকাণ্ড: আরও ৪০ জন দণ্ডপ্রাপ্ত আসামির জামিন Logo ৯০ দিনের জন্য ১১৫ শতাংশ শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন Logo হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী পাঁচ অভিযোগ Logo সিভিল সার্জনরা মন থেকে চাইলে সেবার মান ২৫ শতাংশ উন্নতি সম্ভব : প্রধান উপদেষ্টা Logo বাঁশখালীতে বজ্রপাতে একজনের মৃত্যু Logo তীব্র গরমে বাগেরহাটের মাঠে হাহাকার’পান-সবজি-মাছ চাষে বিপর্যয় Logo ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার Logo ‘জামায়াত-শিবিরকে কাজে লাগানো শেষ’ এখন পাকিস্তানপন্থি -রাশেদ খাঁন Logo শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল Logo নাটোরে বিএনপি অফিসে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

টানা দুই পরাজয়ের পরও সুপার এইটের আশা দেখছেন বাবর

যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম অঘটনের জন্ম দিয়ে শুরু, এরপর ভারতকে বাগে পেয়েও ব্যাটিং ব্যর্থতায় হার। চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে হারের পেছনে ডট বল বেশি হওয়াকে দায় দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টানা দুই পরাজয়ের পরও সুপার এইটের আশাও দেখছেন তিনি।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার ভারতকে ১১৯ রানে আটকে রেখেও ৬ রানে হেরে যায় পাকিস্তান। এই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার জোর শঙ্কায় পড়ে গেছে গতবারের রানার্স-আপরা।

ম্যাচ শেষে চোখে-মুখে হারের হতাশা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বাবর। পাওয়ার প্লের ওভারগুলো কাজে লাগাতে না পারা নিয়ে আক্ষেপ ঝরে তার কণ্ঠে।

“আমাদের ভাবনা ছিল, আমরা স্বাভাবিকই খেলব। ব্যাটিংয়ে প্রথম ছয় ওভার কাজে লাগাব। এসব পারলেই আমরা জিততাম। তবে এক উইকেট পড়ার পর প্রথম ছয় ওভারে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমাদের লক্ষ্য ছিল পাওয়ার প্লেতে ৪০ থেকে ৪৫ রান নেওয়া। কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি যথাযথভাবে এবং ১০ ওভারের পর আমরা একই ভুল করে গেছি।”

পাওয়ার প্লেতে বাবরের উইকেট হারিয়ে ৩৫ রান তোলে পাকিস্তান। পরের দশ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা তুলতে পারে কেবল ৫০ রান। এসময় ২৯টিই হয় ডট বল। দ্রুত কয়েকটি উইকেট হারানো এবং ডট বলকে দায়ি করছেন বাবর।

“১০ ওভারের পর আমরা ভালো বোলিং করেছি। ১২০ রানের লক্ষ্যকে আমাদের সাদরেই গ্রহণ করা উচিত ছিল। প্রথম ১০ ওভারে আমরা বলপ্রতি রান তুলেছি। কিন্তু এরপর দুর্ভাগ্যজনকভাবে পিঠেপিঠি উইকেট হারিয়েছি এবং এরপর অনেক বেশি ডট বল খেলেছি।”

“আমাদের পরিকল্পনা ছিল সাধারণ, স্বাভাবিকভাবে খেলা, প্রান্ত বদলানো এবং ওভারে একটি বাউন্ডারি মারলে এরপর স্বাভাবিক খেলে যাওয়া… ওভারপ্রতি পাঁচ-ছয় রান তোলা। তবে ওই সময়ে আমরা অনেক বেশি ডটবল খেলেছি, এত আমাদের ওপর অনেক চাপ চলে আসে। পিঠেপিঠি দুই-তিন উইকেট হারানোও আমাদের জন্য কাল হয়েছে।”

এই মাঠের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা চলছে তুমুল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচও একই আলোচনার খোরাক জুগিয়েছে। তবে উইকেট নিয়ে খুব একটা অভিযোগ নেই বাবরের।

“পিচ খারাপ ছিল না। বল বেশ ভালোভাবে ব্যাটে এসেছে। একটু ধীরগতির ছিল, কিছু বল একটু বেশি লাফিয়েছে। তবে ড্রপ-ইন পিচে এটুকু হয়েই থাকে। একটি-দুটি বল এরকম হবেই।”

দুই ম্যাচেই হেরে যাওয়ায় গ্রুপ পর্ব উতরানো এখন পাকিস্তানের জন্য ভীষণ কঠিন। শুধু নিজেরা বাকি দুই ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। তবু আশা দেখছেন বাবর।

“অবশ্যই শেষ দুটি ম্যাচ জিততে হবে আমাদের। আমরা বসে আলোচনা করব আমাদের ভুলগুলি নিয়ে। তবে পরের দুটি ম্যাচে তাকিয়ে আছি আমরা।”

পরের দুই ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ কানাডা ও আয়ারল্যান্ড। সুপার এইটে ওঠার পথে তাদের মূল প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র পরের দুটি ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে।

জনপ্রিয় সংবাদ

পিলখানা হত্যাকাণ্ড: আরও ৪০ জন দণ্ডপ্রাপ্ত আসামির জামিন

টানা দুই পরাজয়ের পরও সুপার এইটের আশা দেখছেন বাবর

আপডেট সময় ০১:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম অঘটনের জন্ম দিয়ে শুরু, এরপর ভারতকে বাগে পেয়েও ব্যাটিং ব্যর্থতায় হার। চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে হারের পেছনে ডট বল বেশি হওয়াকে দায় দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টানা দুই পরাজয়ের পরও সুপার এইটের আশাও দেখছেন তিনি।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার ভারতকে ১১৯ রানে আটকে রেখেও ৬ রানে হেরে যায় পাকিস্তান। এই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার জোর শঙ্কায় পড়ে গেছে গতবারের রানার্স-আপরা।

ম্যাচ শেষে চোখে-মুখে হারের হতাশা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বাবর। পাওয়ার প্লের ওভারগুলো কাজে লাগাতে না পারা নিয়ে আক্ষেপ ঝরে তার কণ্ঠে।

“আমাদের ভাবনা ছিল, আমরা স্বাভাবিকই খেলব। ব্যাটিংয়ে প্রথম ছয় ওভার কাজে লাগাব। এসব পারলেই আমরা জিততাম। তবে এক উইকেট পড়ার পর প্রথম ছয় ওভারে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমাদের লক্ষ্য ছিল পাওয়ার প্লেতে ৪০ থেকে ৪৫ রান নেওয়া। কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি যথাযথভাবে এবং ১০ ওভারের পর আমরা একই ভুল করে গেছি।”

পাওয়ার প্লেতে বাবরের উইকেট হারিয়ে ৩৫ রান তোলে পাকিস্তান। পরের দশ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা তুলতে পারে কেবল ৫০ রান। এসময় ২৯টিই হয় ডট বল। দ্রুত কয়েকটি উইকেট হারানো এবং ডট বলকে দায়ি করছেন বাবর।

“১০ ওভারের পর আমরা ভালো বোলিং করেছি। ১২০ রানের লক্ষ্যকে আমাদের সাদরেই গ্রহণ করা উচিত ছিল। প্রথম ১০ ওভারে আমরা বলপ্রতি রান তুলেছি। কিন্তু এরপর দুর্ভাগ্যজনকভাবে পিঠেপিঠি উইকেট হারিয়েছি এবং এরপর অনেক বেশি ডট বল খেলেছি।”

“আমাদের পরিকল্পনা ছিল সাধারণ, স্বাভাবিকভাবে খেলা, প্রান্ত বদলানো এবং ওভারে একটি বাউন্ডারি মারলে এরপর স্বাভাবিক খেলে যাওয়া… ওভারপ্রতি পাঁচ-ছয় রান তোলা। তবে ওই সময়ে আমরা অনেক বেশি ডটবল খেলেছি, এত আমাদের ওপর অনেক চাপ চলে আসে। পিঠেপিঠি দুই-তিন উইকেট হারানোও আমাদের জন্য কাল হয়েছে।”

এই মাঠের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা চলছে তুমুল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচও একই আলোচনার খোরাক জুগিয়েছে। তবে উইকেট নিয়ে খুব একটা অভিযোগ নেই বাবরের।

“পিচ খারাপ ছিল না। বল বেশ ভালোভাবে ব্যাটে এসেছে। একটু ধীরগতির ছিল, কিছু বল একটু বেশি লাফিয়েছে। তবে ড্রপ-ইন পিচে এটুকু হয়েই থাকে। একটি-দুটি বল এরকম হবেই।”

দুই ম্যাচেই হেরে যাওয়ায় গ্রুপ পর্ব উতরানো এখন পাকিস্তানের জন্য ভীষণ কঠিন। শুধু নিজেরা বাকি দুই ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। তবু আশা দেখছেন বাবর।

“অবশ্যই শেষ দুটি ম্যাচ জিততে হবে আমাদের। আমরা বসে আলোচনা করব আমাদের ভুলগুলি নিয়ে। তবে পরের দুটি ম্যাচে তাকিয়ে আছি আমরা।”

পরের দুই ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ কানাডা ও আয়ারল্যান্ড। সুপার এইটে ওঠার পথে তাদের মূল প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র পরের দুটি ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে।