ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা Logo ভিক্টোরিয়া অধ্যক্ষের টালবাহান বছরেও হয়নি তামিম নির্যাতনের বিচার Logo সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Logo প্রবাসীর স্ত্রীর ঘরে বিএনপি নেতা, গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা Logo ঢাকায় এলেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট Logo দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল Logo ‘৫ কোটি টাকা’ চাঁদা না পেয়ে অস্ত্র নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি Logo এবার মৌলভীবাজারে আরেক ছাত্রদল নেতার পদত্যাগ Logo পক্ষে ও বিপক্ষের সবাই ছাত্রদলের কাছে নিরাপদ: রাবি ছাত্রদলের আহ্বায়ক Logo নোয়াখালী জার্নালিস্ট ফোরাম ঢাকার উদ্যোগে দেশীয় ফল উৎসব

টানা দুই পরাজয়ের পরও সুপার এইটের আশা দেখছেন বাবর

যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম অঘটনের জন্ম দিয়ে শুরু, এরপর ভারতকে বাগে পেয়েও ব্যাটিং ব্যর্থতায় হার। চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে হারের পেছনে ডট বল বেশি হওয়াকে দায় দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টানা দুই পরাজয়ের পরও সুপার এইটের আশাও দেখছেন তিনি।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার ভারতকে ১১৯ রানে আটকে রেখেও ৬ রানে হেরে যায় পাকিস্তান। এই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার জোর শঙ্কায় পড়ে গেছে গতবারের রানার্স-আপরা।

ম্যাচ শেষে চোখে-মুখে হারের হতাশা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বাবর। পাওয়ার প্লের ওভারগুলো কাজে লাগাতে না পারা নিয়ে আক্ষেপ ঝরে তার কণ্ঠে।

“আমাদের ভাবনা ছিল, আমরা স্বাভাবিকই খেলব। ব্যাটিংয়ে প্রথম ছয় ওভার কাজে লাগাব। এসব পারলেই আমরা জিততাম। তবে এক উইকেট পড়ার পর প্রথম ছয় ওভারে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমাদের লক্ষ্য ছিল পাওয়ার প্লেতে ৪০ থেকে ৪৫ রান নেওয়া। কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি যথাযথভাবে এবং ১০ ওভারের পর আমরা একই ভুল করে গেছি।”

পাওয়ার প্লেতে বাবরের উইকেট হারিয়ে ৩৫ রান তোলে পাকিস্তান। পরের দশ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা তুলতে পারে কেবল ৫০ রান। এসময় ২৯টিই হয় ডট বল। দ্রুত কয়েকটি উইকেট হারানো এবং ডট বলকে দায়ি করছেন বাবর।

“১০ ওভারের পর আমরা ভালো বোলিং করেছি। ১২০ রানের লক্ষ্যকে আমাদের সাদরেই গ্রহণ করা উচিত ছিল। প্রথম ১০ ওভারে আমরা বলপ্রতি রান তুলেছি। কিন্তু এরপর দুর্ভাগ্যজনকভাবে পিঠেপিঠি উইকেট হারিয়েছি এবং এরপর অনেক বেশি ডট বল খেলেছি।”

“আমাদের পরিকল্পনা ছিল সাধারণ, স্বাভাবিকভাবে খেলা, প্রান্ত বদলানো এবং ওভারে একটি বাউন্ডারি মারলে এরপর স্বাভাবিক খেলে যাওয়া… ওভারপ্রতি পাঁচ-ছয় রান তোলা। তবে ওই সময়ে আমরা অনেক বেশি ডটবল খেলেছি, এত আমাদের ওপর অনেক চাপ চলে আসে। পিঠেপিঠি দুই-তিন উইকেট হারানোও আমাদের জন্য কাল হয়েছে।”

এই মাঠের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা চলছে তুমুল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচও একই আলোচনার খোরাক জুগিয়েছে। তবে উইকেট নিয়ে খুব একটা অভিযোগ নেই বাবরের।

“পিচ খারাপ ছিল না। বল বেশ ভালোভাবে ব্যাটে এসেছে। একটু ধীরগতির ছিল, কিছু বল একটু বেশি লাফিয়েছে। তবে ড্রপ-ইন পিচে এটুকু হয়েই থাকে। একটি-দুটি বল এরকম হবেই।”

দুই ম্যাচেই হেরে যাওয়ায় গ্রুপ পর্ব উতরানো এখন পাকিস্তানের জন্য ভীষণ কঠিন। শুধু নিজেরা বাকি দুই ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। তবু আশা দেখছেন বাবর।

“অবশ্যই শেষ দুটি ম্যাচ জিততে হবে আমাদের। আমরা বসে আলোচনা করব আমাদের ভুলগুলি নিয়ে। তবে পরের দুটি ম্যাচে তাকিয়ে আছি আমরা।”

পরের দুই ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ কানাডা ও আয়ারল্যান্ড। সুপার এইটে ওঠার পথে তাদের মূল প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র পরের দুটি ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে।

জনপ্রিয় সংবাদ

মানিকগঞ্জে জিপিএ-৫ না পাওয়ায় এক কিশোরীর আত্মহত্যা

টানা দুই পরাজয়ের পরও সুপার এইটের আশা দেখছেন বাবর

আপডেট সময় ০১:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম অঘটনের জন্ম দিয়ে শুরু, এরপর ভারতকে বাগে পেয়েও ব্যাটিং ব্যর্থতায় হার। চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে হারের পেছনে ডট বল বেশি হওয়াকে দায় দিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টানা দুই পরাজয়ের পরও সুপার এইটের আশাও দেখছেন তিনি।

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার ভারতকে ১১৯ রানে আটকে রেখেও ৬ রানে হেরে যায় পাকিস্তান। এই হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার জোর শঙ্কায় পড়ে গেছে গতবারের রানার্স-আপরা।

ম্যাচ শেষে চোখে-মুখে হারের হতাশা নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বাবর। পাওয়ার প্লের ওভারগুলো কাজে লাগাতে না পারা নিয়ে আক্ষেপ ঝরে তার কণ্ঠে।

“আমাদের ভাবনা ছিল, আমরা স্বাভাবিকই খেলব। ব্যাটিংয়ে প্রথম ছয় ওভার কাজে লাগাব। এসব পারলেই আমরা জিততাম। তবে এক উইকেট পড়ার পর প্রথম ছয় ওভারে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমাদের লক্ষ্য ছিল পাওয়ার প্লেতে ৪০ থেকে ৪৫ রান নেওয়া। কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি যথাযথভাবে এবং ১০ ওভারের পর আমরা একই ভুল করে গেছি।”

পাওয়ার প্লেতে বাবরের উইকেট হারিয়ে ৩৫ রান তোলে পাকিস্তান। পরের দশ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা তুলতে পারে কেবল ৫০ রান। এসময় ২৯টিই হয় ডট বল। দ্রুত কয়েকটি উইকেট হারানো এবং ডট বলকে দায়ি করছেন বাবর।

“১০ ওভারের পর আমরা ভালো বোলিং করেছি। ১২০ রানের লক্ষ্যকে আমাদের সাদরেই গ্রহণ করা উচিত ছিল। প্রথম ১০ ওভারে আমরা বলপ্রতি রান তুলেছি। কিন্তু এরপর দুর্ভাগ্যজনকভাবে পিঠেপিঠি উইকেট হারিয়েছি এবং এরপর অনেক বেশি ডট বল খেলেছি।”

“আমাদের পরিকল্পনা ছিল সাধারণ, স্বাভাবিকভাবে খেলা, প্রান্ত বদলানো এবং ওভারে একটি বাউন্ডারি মারলে এরপর স্বাভাবিক খেলে যাওয়া… ওভারপ্রতি পাঁচ-ছয় রান তোলা। তবে ওই সময়ে আমরা অনেক বেশি ডটবল খেলেছি, এত আমাদের ওপর অনেক চাপ চলে আসে। পিঠেপিঠি দুই-তিন উইকেট হারানোও আমাদের জন্য কাল হয়েছে।”

এই মাঠের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা চলছে তুমুল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচও একই আলোচনার খোরাক জুগিয়েছে। তবে উইকেট নিয়ে খুব একটা অভিযোগ নেই বাবরের।

“পিচ খারাপ ছিল না। বল বেশ ভালোভাবে ব্যাটে এসেছে। একটু ধীরগতির ছিল, কিছু বল একটু বেশি লাফিয়েছে। তবে ড্রপ-ইন পিচে এটুকু হয়েই থাকে। একটি-দুটি বল এরকম হবেই।”

দুই ম্যাচেই হেরে যাওয়ায় গ্রুপ পর্ব উতরানো এখন পাকিস্তানের জন্য ভীষণ কঠিন। শুধু নিজেরা বাকি দুই ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। তবু আশা দেখছেন বাবর।

“অবশ্যই শেষ দুটি ম্যাচ জিততে হবে আমাদের। আমরা বসে আলোচনা করব আমাদের ভুলগুলি নিয়ে। তবে পরের দুটি ম্যাচে তাকিয়ে আছি আমরা।”

পরের দুই ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ কানাডা ও আয়ারল্যান্ড। সুপার এইটে ওঠার পথে তাদের মূল প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র পরের দুটি ম্যাচ খেলবে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে।