ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

মিছিল থেকে গ্রেফতার শিবির নেতাদের মুক্তির দাবি ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের

ঢাকায় ইসলামী ছাত্রশিবিরের মিছিল থেকে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য। বুধবার (১১ অক্টোবর) রাতে এক যৌথ বিবৃতিতে ছাত্রঐক্যের সমন্বয়ক রাশেদ ইকবাল খান, মশিউর রহমান খান রিচার্ড এবং আরিফুল ইসলাম আদীব এই দাবি জানান।

ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের সমন্বয় পরিষদের সদস্য শ্যামল চন্দ্র সরকার প্রেরিত বিবৃতিতে ছাত্র জোটের নেতারা বলেন, বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিরোধীদের ওপর দমন-পীড়ন, হামলা-মামলার পথ বেছে নিয়েছে। গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করা হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার (১১ অক্টোবর) রাজধানীতে ৭ দফা দাবিতে ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিল থেকে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রশিবির শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করলেও পুলিশ সেখানে বেআইনি ও দায়িত্বহীন কাজ করেছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে আমরা অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, গ্রেপ্তার-নির্যাতন করে আসলে সরকারের শেষ রক্ষা হবে না। দেশে জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত নিরাপত্তা ক্যাম্পাসের দাবিতে আমাাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা মনে করি, এটি শুধু আমাদের লড়াই নয়- এ লড়াই বাংলাদেশের সমস্ত মানুষের। এই লড়াইকে বেগবান করতে যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর নয় দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক ১৫টি ছাত্র সংগঠনের সমন্বয়ে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’ নামে নতুন ছাত্র জোটের আত্মপ্রকাশ ঘটে। ছাত্র সংগঠনগুলো হলো- জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ (নুর), ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্রঐক্য, জাগপা ছাত্রলীগ (জাগপা-তাসমিয়া), ছাত্রফোরাম (গণফোরাম-মন্টু), ভাসানী ছাত্রপরিষদ, জাতীয় ছাত্রসমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্রসমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্রলীগ (জাগপা-লুৎফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

মিছিল থেকে গ্রেফতার শিবির নেতাদের মুক্তির দাবি ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের

আপডেট সময় ০৮:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

ঢাকায় ইসলামী ছাত্রশিবিরের মিছিল থেকে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য। বুধবার (১১ অক্টোবর) রাতে এক যৌথ বিবৃতিতে ছাত্রঐক্যের সমন্বয়ক রাশেদ ইকবাল খান, মশিউর রহমান খান রিচার্ড এবং আরিফুল ইসলাম আদীব এই দাবি জানান।

ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্যের সমন্বয় পরিষদের সদস্য শ্যামল চন্দ্র সরকার প্রেরিত বিবৃতিতে ছাত্র জোটের নেতারা বলেন, বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিরোধীদের ওপর দমন-পীড়ন, হামলা-মামলার পথ বেছে নিয়েছে। গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করা হয়েছে। তারই অংশ হিসেবে বুধবার (১১ অক্টোবর) রাজধানীতে ৭ দফা দাবিতে ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিল থেকে ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রশিবির শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করলেও পুলিশ সেখানে বেআইনি ও দায়িত্বহীন কাজ করেছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে আমরা অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, গ্রেপ্তার-নির্যাতন করে আসলে সরকারের শেষ রক্ষা হবে না। দেশে জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত নিরাপত্তা ক্যাম্পাসের দাবিতে আমাাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা মনে করি, এটি শুধু আমাদের লড়াই নয়- এ লড়াই বাংলাদেশের সমস্ত মানুষের। এই লড়াইকে বেগবান করতে যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর নয় দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক ১৫টি ছাত্র সংগঠনের সমন্বয়ে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য’ নামে নতুন ছাত্র জোটের আত্মপ্রকাশ ঘটে। ছাত্র সংগঠনগুলো হলো- জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদ (নুর), ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্রঐক্য, জাগপা ছাত্রলীগ (জাগপা-তাসমিয়া), ছাত্রফোরাম (গণফোরাম-মন্টু), ভাসানী ছাত্রপরিষদ, জাতীয় ছাত্রসমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্রসমাজ (বিজেপি-পার্থ), জাগপা ছাত্রলীগ (জাগপা-লুৎফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি এবং রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন।