ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাকসু নির্বাচন:রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক Logo ছাত্রদলের আপত্তিতে হাতে গণনা হবে জাকসুর ভোট Logo লাইফ সাপোর্টে ফরিদা পারভীন, দোয়া চেয়েছে পরিবার Logo জাকসু: ছাত্রদলের ভিপি-এজিএস প্রার্থীর কেন্দ্রে প্রবেশের চেষ্টা, হট্টগোল Logo আইন বহির্ভূত বিশেষ বিধান বাদ দিয়ে সার্ভিস রুল প্রণয়নের দাবি ডিএমটিসিএল কর্মচারীদের Logo রাতে ব্যালট বক্সের সাথে ছাত্রদল নেতা, সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট Logo চলছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ , চলবে বিকেল ৫টা পর্যন্ত Logo জাকসু নির্বাচন : নিষেধাজ্ঞা অমান্য করে রাতে নির্বাচন কমিশনে বিএনপি নেতারা Logo জাবির বিপ্লবী শিক্ষার্থীরা সব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত: জাহিদুল ইসলাম Logo আল আজাহার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি পরিক্ষায় প্রথমস্থান অর্জন করেছে মুন্সিগঞ্জের শিহাব

বগুড়ায় যুবদল নেতা ব্রাজিলকে কুপিয়ে হত্যা

বগুড়ার কাহালুতে সাবেক যুবদল নেতা বিরাজুল ইসলাম ব্রাজিলকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের তালিকায় রয়েছে তার নাম।

শনিবার (৮ জুন) রাতে উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে মাথা থেকে পা পর্যন্ত কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে কাহালু থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বিরাজুল ইসলাম ব্রাজিল বগুড়া শহরতলির দক্ষিণ গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে শ্বশুরবাড়ির কাছে বসবাস করতেন। ব্রাজিল চারমাথা বন্দর শাখার যুবদলের সাবেক সভাপতি। বগুড়া সদর থানা পুলিশ গত ২০২২ সালের ২২ মার্চ শহরের বকশিবাজার এলাকায় তিন রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করেছিল। তিনি সম্প্রতি একটি মামলায় জামিন লাভ করেন।

কিছুদিন আগে তার মোটরসাইকেলের ওপর হামলা হয়েছিল। শনিবার রাত ১১টার দিকে ব্রাজিল মোটরসাইকেলে করে সঙ্গী সুমনকে নিয়ে গ্রামের বাড়ি কাহালুর মুরইল ইউনিয়নের পোড়াপাড়া পশ্চিমপাড়ায় ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার পথরোধ করে। তখন ব্রাজিল ও সুমন মোটরসাইকেল ফেলে দৌড় দেন। প্রায় ২০০ গজ দূরে সন্ত্রাসীরা ব্রাজিলকে ধরে কুপিয়ে হত্যা নিশ্চিত করে চলে যায়। সঙ্গী সুমন পালিয়ে যেতে সক্ষম হন।

রবিবার (৯ জুন) দুপুরে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ব্রাজিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, অ্যাসিড নিক্ষেপসহ ২৯টি মামলা রয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাকসু নির্বাচন:রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

বগুড়ায় যুবদল নেতা ব্রাজিলকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৫:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

বগুড়ার কাহালুতে সাবেক যুবদল নেতা বিরাজুল ইসলাম ব্রাজিলকে (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের তালিকায় রয়েছে তার নাম।

শনিবার (৮ জুন) রাতে উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে মাথা থেকে পা পর্যন্ত কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে কাহালু থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত বিরাজুল ইসলাম ব্রাজিল বগুড়া শহরতলির দক্ষিণ গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তিনি কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া গ্রামে শ্বশুরবাড়ির কাছে বসবাস করতেন। ব্রাজিল চারমাথা বন্দর শাখার যুবদলের সাবেক সভাপতি। বগুড়া সদর থানা পুলিশ গত ২০২২ সালের ২২ মার্চ শহরের বকশিবাজার এলাকায় তিন রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করেছিল। তিনি সম্প্রতি একটি মামলায় জামিন লাভ করেন।

কিছুদিন আগে তার মোটরসাইকেলের ওপর হামলা হয়েছিল। শনিবার রাত ১১টার দিকে ব্রাজিল মোটরসাইকেলে করে সঙ্গী সুমনকে নিয়ে গ্রামের বাড়ি কাহালুর মুরইল ইউনিয়নের পোড়াপাড়া পশ্চিমপাড়ায় ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার পথরোধ করে। তখন ব্রাজিল ও সুমন মোটরসাইকেল ফেলে দৌড় দেন। প্রায় ২০০ গজ দূরে সন্ত্রাসীরা ব্রাজিলকে ধরে কুপিয়ে হত্যা নিশ্চিত করে চলে যায়। সঙ্গী সুমন পালিয়ে যেতে সক্ষম হন।

রবিবার (৯ জুন) দুপুরে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ব্রাজিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, অ্যাসিড নিক্ষেপসহ ২৯টি মামলা রয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।