ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড় Logo সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া Logo মিয়ানমারের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা Logo ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মিয়ানমারে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আহত এক হাজার ৬৭০ Logo প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয় Logo যমুনা সেতুতে চলতি বছর টোল আদায়ে নতুন রেকর্ড Logo আর্জেন্টিনার কাছে হারের জেরে দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল Logo দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন,সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু Logo মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২ জন

ফোন লক, কি করবেন?

অনেকেই অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষায় পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন ব্যবহার করে স্ক্রিন লক করে থাকেন। এতে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ ফোনে ঢুকতে পারে না। বিশেষজ্ঞরা ফোনের বাড়তি সুরক্ষার জন্য সহজে অনুমান করা যায় না—এমন জটিল পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ব্যবহার করতে বলেন। কিন্তু অনেক সময় জটিল পাসওয়ার্ড নিজেই ভুলে যান। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা যদি এ ধরনের সমস্যায় পড়েন, তবে লক খোলার কয়েকটি পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন।

 

অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার
১. আপনাকে পিসি বা অন্য ফোন থেকে গুগল মাই অ্যাকাউন্টে যেতে হবে।

২. ফোনের সঙ্গে যুক্ত করা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে এতে লগইন করতে হবে।

৩. সেখান থেকে যে ডিভাইসটি আনলক করবেন, তা নির্বাচন করে দিতে হবে।

৪. পরের স্ক্রিনে ‘লক ইওর ফোন’ নির্বাচন করুন।

৫. পুরোনো পাসওয়ার্ড, পিন বা প্যাটার্নের বদলে নতুন পাসওয়ার্ড ব্যবহার করুন।

৬. নিচে লক বাটনে ক্লিক করুন।

৭. নতুন পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ফোন খুলে নতুন করে পাসওয়ার্ড সেট করে নিন।

 

‘ওকে গুগল’ ভয়েস ব্যবহার করে
যাঁরা গুগল অ্যাসিস্ট্যান্ট ঠিকমতো সেট করে রেখেছেন, তাঁরা ‘আনলক উইথ ভয়েস’ অপশনটি পাবেন। এ ফিচার আগে রেকর্ড করা কণ্ঠস্বরের সঙ্গে মিলে গেলে কাজ করে। ফিচারটি চালু থাকলে ‘ওকে গুগল’ বলেই স্মার্টফোন আনলক করতে পারবেন।

 

স্যামসাং ফোন ব্যবহারকারীদের জন্য
যাঁরা স্যামসাং ফোন ও স্যামসাং অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাঁরা লক হওয়া অ্যাকাউন্ট খোলার জন্য https://findmymobile.samsung.com এ অপশনে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আনলক অপশনটি নির্বাচন করে পাসওয়ার্ড নিশ্চিত করুন। এতে স্মার্টফোনের লক খুলবে।

 

তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।

জনপ্রিয় সংবাদ

কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড়

ফোন লক, কি করবেন?

আপডেট সময় ০৭:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

অনেকেই অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষায় পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন ব্যবহার করে স্ক্রিন লক করে থাকেন। এতে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ ফোনে ঢুকতে পারে না। বিশেষজ্ঞরা ফোনের বাড়তি সুরক্ষার জন্য সহজে অনুমান করা যায় না—এমন জটিল পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ব্যবহার করতে বলেন। কিন্তু অনেক সময় জটিল পাসওয়ার্ড নিজেই ভুলে যান। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা যদি এ ধরনের সমস্যায় পড়েন, তবে লক খোলার কয়েকটি পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন।

 

অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার
১. আপনাকে পিসি বা অন্য ফোন থেকে গুগল মাই অ্যাকাউন্টে যেতে হবে।

২. ফোনের সঙ্গে যুক্ত করা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে এতে লগইন করতে হবে।

৩. সেখান থেকে যে ডিভাইসটি আনলক করবেন, তা নির্বাচন করে দিতে হবে।

৪. পরের স্ক্রিনে ‘লক ইওর ফোন’ নির্বাচন করুন।

৫. পুরোনো পাসওয়ার্ড, পিন বা প্যাটার্নের বদলে নতুন পাসওয়ার্ড ব্যবহার করুন।

৬. নিচে লক বাটনে ক্লিক করুন।

৭. নতুন পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ফোন খুলে নতুন করে পাসওয়ার্ড সেট করে নিন।

 

‘ওকে গুগল’ ভয়েস ব্যবহার করে
যাঁরা গুগল অ্যাসিস্ট্যান্ট ঠিকমতো সেট করে রেখেছেন, তাঁরা ‘আনলক উইথ ভয়েস’ অপশনটি পাবেন। এ ফিচার আগে রেকর্ড করা কণ্ঠস্বরের সঙ্গে মিলে গেলে কাজ করে। ফিচারটি চালু থাকলে ‘ওকে গুগল’ বলেই স্মার্টফোন আনলক করতে পারবেন।

 

স্যামসাং ফোন ব্যবহারকারীদের জন্য
যাঁরা স্যামসাং ফোন ও স্যামসাং অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাঁরা লক হওয়া অ্যাকাউন্ট খোলার জন্য https://findmymobile.samsung.com এ অপশনে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আনলক অপশনটি নির্বাচন করে পাসওয়ার্ড নিশ্চিত করুন। এতে স্মার্টফোনের লক খুলবে।

 

তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।