ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না: দুলু Logo ৩০০ কোটি টাকা বরাদ্দে আইকনিক হচ্ছে আন্দরকিল্লা মসজিদ Logo নতুন কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী Logo চবি ছাত্রদলের ৩ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের Logo সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে Logo চবির আবাসিক হলে ছাত্রদল প্যানেলের প্রার্থীর কক্ষে দুই বহিরাগত সনাক্ত Logo পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের Logo ‘আগে শিক্ষার্থীরা নেতাদের গুনে চলতে হতো, রাকসু হওয়ার পর নেতৃত্ব দিতে শিখবে’ Logo সারাদেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু Logo ময়মনসিংহ বিভাগের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

ফোন লক, কি করবেন?

ফোন লক, কি করবেন?

অনেকেই অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষায় পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন ব্যবহার করে স্ক্রিন লক করে থাকেন। এতে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ ফোনে ঢুকতে পারে না। বিশেষজ্ঞরা ফোনের বাড়তি সুরক্ষার জন্য সহজে অনুমান করা যায় না—এমন জটিল পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ব্যবহার করতে বলেন। কিন্তু অনেক সময় জটিল পাসওয়ার্ড নিজেই ভুলে যান। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা যদি এ ধরনের সমস্যায় পড়েন, তবে লক খোলার কয়েকটি পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন।

 

অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার
১. আপনাকে পিসি বা অন্য ফোন থেকে গুগল মাই অ্যাকাউন্টে যেতে হবে।

২. ফোনের সঙ্গে যুক্ত করা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে এতে লগইন করতে হবে।

৩. সেখান থেকে যে ডিভাইসটি আনলক করবেন, তা নির্বাচন করে দিতে হবে।

৪. পরের স্ক্রিনে ‘লক ইওর ফোন’ নির্বাচন করুন।

৫. পুরোনো পাসওয়ার্ড, পিন বা প্যাটার্নের বদলে নতুন পাসওয়ার্ড ব্যবহার করুন।

৬. নিচে লক বাটনে ক্লিক করুন।

৭. নতুন পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ফোন খুলে নতুন করে পাসওয়ার্ড সেট করে নিন।

 

‘ওকে গুগল’ ভয়েস ব্যবহার করে
যাঁরা গুগল অ্যাসিস্ট্যান্ট ঠিকমতো সেট করে রেখেছেন, তাঁরা ‘আনলক উইথ ভয়েস’ অপশনটি পাবেন। এ ফিচার আগে রেকর্ড করা কণ্ঠস্বরের সঙ্গে মিলে গেলে কাজ করে। ফিচারটি চালু থাকলে ‘ওকে গুগল’ বলেই স্মার্টফোন আনলক করতে পারবেন।

 

স্যামসাং ফোন ব্যবহারকারীদের জন্য
যাঁরা স্যামসাং ফোন ও স্যামসাং অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাঁরা লক হওয়া অ্যাকাউন্ট খোলার জন্য https://findmymobile.samsung.com এ অপশনে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আনলক অপশনটি নির্বাচন করে পাসওয়ার্ড নিশ্চিত করুন। এতে স্মার্টফোনের লক খুলবে।

 

তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।

কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না: দুলু

ফোন লক, কি করবেন?

আপডেট সময় ০৭:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

অনেকেই অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষায় পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন ব্যবহার করে স্ক্রিন লক করে থাকেন। এতে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ ফোনে ঢুকতে পারে না। বিশেষজ্ঞরা ফোনের বাড়তি সুরক্ষার জন্য সহজে অনুমান করা যায় না—এমন জটিল পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ব্যবহার করতে বলেন। কিন্তু অনেক সময় জটিল পাসওয়ার্ড নিজেই ভুলে যান। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা যদি এ ধরনের সমস্যায় পড়েন, তবে লক খোলার কয়েকটি পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন।

 

অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার
১. আপনাকে পিসি বা অন্য ফোন থেকে গুগল মাই অ্যাকাউন্টে যেতে হবে।

২. ফোনের সঙ্গে যুক্ত করা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে এতে লগইন করতে হবে।

৩. সেখান থেকে যে ডিভাইসটি আনলক করবেন, তা নির্বাচন করে দিতে হবে।

৪. পরের স্ক্রিনে ‘লক ইওর ফোন’ নির্বাচন করুন।

৫. পুরোনো পাসওয়ার্ড, পিন বা প্যাটার্নের বদলে নতুন পাসওয়ার্ড ব্যবহার করুন।

৬. নিচে লক বাটনে ক্লিক করুন।

৭. নতুন পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ফোন খুলে নতুন করে পাসওয়ার্ড সেট করে নিন।

 

‘ওকে গুগল’ ভয়েস ব্যবহার করে
যাঁরা গুগল অ্যাসিস্ট্যান্ট ঠিকমতো সেট করে রেখেছেন, তাঁরা ‘আনলক উইথ ভয়েস’ অপশনটি পাবেন। এ ফিচার আগে রেকর্ড করা কণ্ঠস্বরের সঙ্গে মিলে গেলে কাজ করে। ফিচারটি চালু থাকলে ‘ওকে গুগল’ বলেই স্মার্টফোন আনলক করতে পারবেন।

 

স্যামসাং ফোন ব্যবহারকারীদের জন্য
যাঁরা স্যামসাং ফোন ও স্যামসাং অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাঁরা লক হওয়া অ্যাকাউন্ট খোলার জন্য https://findmymobile.samsung.com এ অপশনে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। আনলক অপশনটি নির্বাচন করে পাসওয়ার্ড নিশ্চিত করুন। এতে স্মার্টফোনের লক খুলবে।

 

তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।