ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে জাল ভোট দেওয়ায় সহকা‌রী প্রিসাইডিং কর্মকর্তাকে কারাদণ্ড

টাঙ্গাইলে জাল ভোট দেওয়ায় সহকা‌রী প্রিসাইডিং কর্মকর্তা‌কে কারাদণ্ড

টাঙ্গাইলের গোপালপু‌র উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় এক‌টি কে‌ন্দ্রের সহকা‌রী প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলাম‌কে ১৫‌ দি‌নের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। বুধবার (৫ জুন) বি‌কে‌লে উপ‌জেলার হেমনগর ইউনিয়‌নের খামারপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রের সহকা‌রী প্রিসাইডিং কর্মকর্তা‌ খায়রুল ইসলাম‌কে হা‌তেনা‌তে ধ‌রে ফে‌লেন নির্বাহী ম‌্যা‌জি‌স্টেট।

ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে জাল ভোট দেওয়ার অপরা‌ধে ওই প্রিসাইডিং কর্মকর্তা‌কে কারাদণ্ড দেন নির্বাহী ম‌্যা‌জি‌স্টেট কি‌শোর কুমার দাস। দ‌ণ্ডপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলাম খামারপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক হি‌সে‌বে কর্মরত।

জানা গে‌ছে, চতুর্থ ধা‌পে গোপালপুর উপ‌জেলা প‌রিষ‌দ নির্বাচ‌নের শেষ সম‌য়ে একজন প্রার্থী‌কে ৫‌টি জাল ভোট দেন খায়রুল ইসলাম। প‌রে সিলযুক্ত ব‌্যালট পেপার বা‌ক্সে ফেলার সময় সেখা‌নে দা‌য়ি‌ত্বে থাকা নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ‌কি‌শোর কুমার দাস তা‌কে হা‌তেনা‌তে ধ‌রে ফে‌লেন। প‌রে ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে ওই কর্মকর্তা‌কে কারাদণ্ড প্রদান করা হয়। উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূমি) নাজমুল হাসান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জনপ্রিয় সংবাদ

ইকুয়েডরকে ৭ গোল দিল আর্জেন্টিনা

টাঙ্গাইলে জাল ভোট দেওয়ায় সহকা‌রী প্রিসাইডিং কর্মকর্তাকে কারাদণ্ড

আপডেট সময় ০৯:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

টাঙ্গাইলের গোপালপু‌র উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় এক‌টি কে‌ন্দ্রের সহকা‌রী প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলাম‌কে ১৫‌ দি‌নের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে। বুধবার (৫ জুন) বি‌কে‌লে উপ‌জেলার হেমনগর ইউনিয়‌নের খামারপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রের সহকা‌রী প্রিসাইডিং কর্মকর্তা‌ খায়রুল ইসলাম‌কে হা‌তেনা‌তে ধ‌রে ফে‌লেন নির্বাহী ম‌্যা‌জি‌স্টেট।

ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে জাল ভোট দেওয়ার অপরা‌ধে ওই প্রিসাইডিং কর্মকর্তা‌কে কারাদণ্ড দেন নির্বাহী ম‌্যা‌জি‌স্টেট কি‌শোর কুমার দাস। দ‌ণ্ডপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলাম খামারপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক হি‌সে‌বে কর্মরত।

জানা গে‌ছে, চতুর্থ ধা‌পে গোপালপুর উপ‌জেলা প‌রিষ‌দ নির্বাচ‌নের শেষ সম‌য়ে একজন প্রার্থী‌কে ৫‌টি জাল ভোট দেন খায়রুল ইসলাম। প‌রে সিলযুক্ত ব‌্যালট পেপার বা‌ক্সে ফেলার সময় সেখা‌নে দা‌য়ি‌ত্বে থাকা নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ‌কি‌শোর কুমার দাস তা‌কে হা‌তেনা‌তে ধ‌রে ফে‌লেন। প‌রে ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে ওই কর্মকর্তা‌কে কারাদণ্ড প্রদান করা হয়। উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূমি) নাজমুল হাসান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।