ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

যুক্তরাষ্ট্রের বাজারে আসছে মেসির ‘মাস +’ নামে হাইড্রেশন ড্রিংক

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশিবার (রেকর্ড ৮ বার) ব্যালন ডি অর পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। মৌসুমের বর্ষসেরা ফুটবলারের হাতে এই পুরস্কার তুলে দেয় ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ফুটবল বিশ্বের ব্যক্তিগত পুরস্কারের তালিকায় ওপরের দিকে থাকা ব্যালন ডি’অর কে এবার মেসি স্মরণ করলেন অন্যভাবে।

আগেই জানানো হয়েছিল বাজারে হাইড্রেশন ড্রিংক নিয়ে আসবেন মেসি। ফ্যাক্টরিও দেখে এসেছিলেন। জুন মাসেই বাজারে আসার কথা ছিল তার ড্রিংসটি । এবার সত্যিই এলো তা। ‘মাস +’ নামে বাজারে আসছে এই পানীয়।

চারটি ফ্লেভারে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে এটি। তারই একটি ফ্লেভারের নাম মেসি রেখেছেন ব্যালন ডি অরকে স্মরণে রেখে। কমলার স্বাদে তৈরি বলেই যার নাম করা হয়েছে অরেঞ্জ ডি’ অর নামে। এই ফ্লেভার ছাড়া বাকি তিন ফ্লেভারের মাঝে আছে মায়ামি পাঞ্চ, বেরি কোপা ক্রাস, লিমন লাইম লিগ। পানীয়ের নাম মাস+ রাখার ব্যাপারে বিশ্বকাপ জয়ী মেসি জানান, মোট ৪৫০টি স্প্যানিশ নাম থেকে এই নামটি বেছে নেয়া হয়েছে। নিজের জীবন ও ক্যারিয়ারের কথা ভেবেই এই নাম বাছাই করেছেন। স্প্যানিশ ‘মাস’ এর অর্থ আরও বেশি। সঙ্গে + চিহ্ন দিয়ে অতিরিক্ত হাইড্রেশনের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে।

আগামী ১৩ই জুন বাজারে আসবে মোট চারটি ফ্লেভারের মেসির এই হাইড্রেশন ড্রিংক। ইলেক্ট্রোলাইট, ভিটামিন এবং খনিজযুক্ত মাস প্লাসের বিভিন্ন ফ্লেভারের নামগুলো মেসি বেছে নিয়েছেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজারে আসছে মেসির ‘মাস +’ নামে হাইড্রেশন ড্রিংক

আপডেট সময় ০৯:০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশিবার (রেকর্ড ৮ বার) ব্যালন ডি অর পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। মৌসুমের বর্ষসেরা ফুটবলারের হাতে এই পুরস্কার তুলে দেয় ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ফুটবল বিশ্বের ব্যক্তিগত পুরস্কারের তালিকায় ওপরের দিকে থাকা ব্যালন ডি’অর কে এবার মেসি স্মরণ করলেন অন্যভাবে।

আগেই জানানো হয়েছিল বাজারে হাইড্রেশন ড্রিংক নিয়ে আসবেন মেসি। ফ্যাক্টরিও দেখে এসেছিলেন। জুন মাসেই বাজারে আসার কথা ছিল তার ড্রিংসটি । এবার সত্যিই এলো তা। ‘মাস +’ নামে বাজারে আসছে এই পানীয়।

চারটি ফ্লেভারে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হবে এটি। তারই একটি ফ্লেভারের নাম মেসি রেখেছেন ব্যালন ডি অরকে স্মরণে রেখে। কমলার স্বাদে তৈরি বলেই যার নাম করা হয়েছে অরেঞ্জ ডি’ অর নামে। এই ফ্লেভার ছাড়া বাকি তিন ফ্লেভারের মাঝে আছে মায়ামি পাঞ্চ, বেরি কোপা ক্রাস, লিমন লাইম লিগ। পানীয়ের নাম মাস+ রাখার ব্যাপারে বিশ্বকাপ জয়ী মেসি জানান, মোট ৪৫০টি স্প্যানিশ নাম থেকে এই নামটি বেছে নেয়া হয়েছে। নিজের জীবন ও ক্যারিয়ারের কথা ভেবেই এই নাম বাছাই করেছেন। স্প্যানিশ ‘মাস’ এর অর্থ আরও বেশি। সঙ্গে + চিহ্ন দিয়ে অতিরিক্ত হাইড্রেশনের দিকে ইঙ্গিত দেয়া হয়েছে।

আগামী ১৩ই জুন বাজারে আসবে মোট চারটি ফ্লেভারের মেসির এই হাইড্রেশন ড্রিংক। ইলেক্ট্রোলাইট, ভিটামিন এবং খনিজযুক্ত মাস প্লাসের বিভিন্ন ফ্লেভারের নামগুলো মেসি বেছে নিয়েছেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে।