ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুষ্টিয়ার বারখাদায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত Logo রাজধানীতে জাপা ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন Logo দেশের মানুষ পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না: তাসনিম জারা Logo সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটিতে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র Logo উমামা ফাতেমার মন্তব্যে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- এর নিন্দা Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রীসংস্থার সেমিনার ও ফ্রি কুরআন বিতরণ Logo বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুমের শিকার সবার সন্ধান চায় জামায়াত Logo সাতক্ষীরা মহিলা জামায়াতের লিফলেট বিতরণে যুবদলের বাঁধা, সভানেত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ Logo কুমারখালীতে আইবিডব্লিউএফ’র দ্বি-বার্ষিকী ব্যাবসায়ীক কাউন্সিল অনুষ্ঠিত Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার খাতা দেখন হোস্টেলের গার্ড

ফোর্স কোনো ব্যক্তির দায় নেবে না: র‍্যাব মহাপরিচালক

ফোর্স কোনো ব্যক্তির দায় নেবে না: র‍্যাব মহাপরিচালক

সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ প্রসঙ্গে র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক হারুন অর রশিদ বলেছেন, ‘আপনারা সরকারের বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দেখেছেন। কোনো ফোর্স কারো ব্যক্তি দায় নেবে না। কেউ যদি ভুল-ত্রুটি করে থাকে তার জন্য ফোর্স দায়ী না এটা ব্যক্তিগত দায়। একজন ব্যক্তির সঙ্গে র‍্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। বুধবার (৫ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, ‘‘উন্নয়নের পূর্ব শর্ত হলো আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা। এই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সারথি ছিল পুলিশ ও এলিট ফোর্স র‍্যাব। মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমন, জলদস্যু, বনদস্যু নির্মূল করা, রাষ্ট্রীয় নিরাপত্তা, জন নিরাপত্তা এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে র‍্যাবের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য।’

তিনি আরও বলেন, ‘২০১৬ সালের পর জঙ্গি হামলার আর কোনো ঘটনা ঘটেনি। কারণ বেশ কয়েক জায়গায় কার্যকর অভিযান করেছি, যেটা আমরা বলি ইন্টেলিজেন্ট লিড অপারেশন। সেই কারণেই ওই ধরনের পরিস্থিতির মোকাবিলা আর করতে হয়নি। বাংলাদেশ এখন নিরাপদ সারা বিশ্বের কাছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে র‍্যাবের অসামান্য ভূমিকা রয়েছে।’

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান র‍্যাব মহাপরিচালক। তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনের রক্ষিত বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি মো. ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার আরাফত ইসলাম, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদ, র‌্যাব-১০ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরিফিন, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলি আফিফা প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার বারখাদায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

ফোর্স কোনো ব্যক্তির দায় নেবে না: র‍্যাব মহাপরিচালক

আপডেট সময় ০৭:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ প্রসঙ্গে র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক হারুন অর রশিদ বলেছেন, ‘আপনারা সরকারের বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দেখেছেন। কোনো ফোর্স কারো ব্যক্তি দায় নেবে না। কেউ যদি ভুল-ত্রুটি করে থাকে তার জন্য ফোর্স দায়ী না এটা ব্যক্তিগত দায়। একজন ব্যক্তির সঙ্গে র‍্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। বুধবার (৫ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

হারুন অর রশিদ বলেন, ‘‘উন্নয়নের পূর্ব শর্ত হলো আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা। এই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সারথি ছিল পুলিশ ও এলিট ফোর্স র‍্যাব। মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমন, জলদস্যু, বনদস্যু নির্মূল করা, রাষ্ট্রীয় নিরাপত্তা, জন নিরাপত্তা এবং অপরাধ দমন ও নিয়ন্ত্রণে র‍্যাবের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য।’

তিনি আরও বলেন, ‘২০১৬ সালের পর জঙ্গি হামলার আর কোনো ঘটনা ঘটেনি। কারণ বেশ কয়েক জায়গায় কার্যকর অভিযান করেছি, যেটা আমরা বলি ইন্টেলিজেন্ট লিড অপারেশন। সেই কারণেই ওই ধরনের পরিস্থিতির মোকাবিলা আর করতে হয়নি। বাংলাদেশ এখন নিরাপদ সারা বিশ্বের কাছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে র‍্যাবের অসামান্য ভূমিকা রয়েছে।’

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান র‍্যাব মহাপরিচালক। তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনের রক্ষিত বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।

এ সময় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি মো. ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার আরাফত ইসলাম, র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদ, র‌্যাব-১০ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরিফিন, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলি আফিফা প্রমুখ উপস্থিত ছিলেন।