ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বোর্ডে আসার গুঞ্জন উড়িয়ে দিয়ে বিপিএল নিয়ে ভাবনার কথা জানালেন তামিম Logo যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরতে চান ১ হাজার বাংলাদেশি Logo পাকিস্তানে ‘র’ এর এজেন্ট গ্রেপ্তার Logo আসাদুজ্জামান খান ও তার স্ত্রী-ছেলেমেয়ের বিরুদ্ধে দুদকের মামলা Logo ‘আমি হাত দিয়ে যা ছুঁই, তাই দুঃখ হয়ে যায়’ লিখে ইবি শিক্ষার্থীর আত্মহত্যা Logo কাপ্তান বাজারে অভিযানের খবরে পালিয়ে গেলেন ডিম ব্যবসায়ীরা Logo বিএনপি নেতা ডা. শাহাদাতকে চসিক মেয়র ঘোষণা দিয়ে ইসির বিজ্ঞপ্তি Logo আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হলেন মাহমুদুর রহমান Logo সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর Logo ১০ খাতে রাষ্ট্র সংস্কার প্রস্তাব জামায়াতের

সরানো হচ্ছে শাহবাগ থানা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরছে শাহবাগ থানা। এখন শাহবাগ থানার নতুন ঠিকানা হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী রমনা মৌজার সাকুরা রেস্তোরাঁ এলাকায়। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত) প্রকল্পের জন্য এটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩ জুন) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, রমনা মৌজার ৩৫ নম্বর দাগে ৩৯ দশমিক ৭ দশক জমি আছে, সে জায়গায় হবে শাহবাগ থানা।

মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে ওই জায়গা (শাহবাগ থানার বর্তমান জায়গা) তাদের দরকার। তারা উপস্থাপন করেছে, এ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করার চেষ্টা করছিল, কিন্তু তারা একমত হতে পারছিল না। সে জন্য মন্ত্রিসভায় আনা হয়েছে এবং মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে।

জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বলে আসছিল, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ তৃতীয় পর্যায়ের প্রকল্পের নির্মাণসংশ্লিষ্ট অধিকাংশ কাজ মূলত শাহবাগসংলগ্ন এলাকায়। প্রকল্প বাস্তবায়ন না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ভাস্কর্যের দৃশ্যমানতা ব্যাহত হবে। আবার এ প্রকল্পের এলাকায় শাহবাগ থানা হওয়ায় এটি স্থানান্তর করা না হলে প্রকল্পটির নান্দনিকতা ফুটিয়ে তোলাসহ সার্বিক কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে অসুবিধা হবে। এ বিষয়ে মন্ত্রণালয় গত মার্চে মন্ত্রিপরিষদ বিভাগে এক চিঠি দিয়েছিল। তাতে বলা হয়, স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের সুবিধার্থে প্রকল্প এলাকার অভ্যন্তর থেকে শাহবাগ থানা সরানো জরুরি।

বোর্ডে আসার গুঞ্জন উড়িয়ে দিয়ে বিপিএল নিয়ে ভাবনার কথা জানালেন তামিম

সরানো হচ্ছে শাহবাগ থানা

আপডেট সময় ০৬:০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরছে শাহবাগ থানা। এখন শাহবাগ থানার নতুন ঠিকানা হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী রমনা মৌজার সাকুরা রেস্তোরাঁ এলাকায়। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত) প্রকল্পের জন্য এটি সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩ জুন) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, রমনা মৌজার ৩৫ নম্বর দাগে ৩৯ দশমিক ৭ দশক জমি আছে, সে জায়গায় হবে শাহবাগ থানা।

মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে ওই জায়গা (শাহবাগ থানার বর্তমান জায়গা) তাদের দরকার। তারা উপস্থাপন করেছে, এ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করার চেষ্টা করছিল, কিন্তু তারা একমত হতে পারছিল না। সে জন্য মন্ত্রিসভায় আনা হয়েছে এবং মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে।

জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বলে আসছিল, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ তৃতীয় পর্যায়ের প্রকল্পের নির্মাণসংশ্লিষ্ট অধিকাংশ কাজ মূলত শাহবাগসংলগ্ন এলাকায়। প্রকল্প বাস্তবায়ন না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ভাস্কর্যের দৃশ্যমানতা ব্যাহত হবে। আবার এ প্রকল্পের এলাকায় শাহবাগ থানা হওয়ায় এটি স্থানান্তর করা না হলে প্রকল্পটির নান্দনিকতা ফুটিয়ে তোলাসহ সার্বিক কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে অসুবিধা হবে। এ বিষয়ে মন্ত্রণালয় গত মার্চে মন্ত্রিপরিষদ বিভাগে এক চিঠি দিয়েছিল। তাতে বলা হয়, স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের সুবিধার্থে প্রকল্প এলাকার অভ্যন্তর থেকে শাহবাগ থানা সরানো জরুরি।