ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড় Logo সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া Logo মিয়ানমারের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা Logo ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মিয়ানমারে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আহত এক হাজার ৬৭০ Logo প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয় Logo যমুনা সেতুতে চলতি বছর টোল আদায়ে নতুন রেকর্ড Logo আর্জেন্টিনার কাছে হারের জেরে দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল Logo দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন,সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু Logo মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২ জন

হোয়াটসঅ্যাপের নতুন আপডেট

‘ফেভারিট’ নামের নতুন ট্যাব থাকছে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে। এ ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা পছন্দের বা প্রিয় মানুষদের কথোপকথনকে আলাদা ট্যাব করে রাখতে পারবেন, যাতে নতুন করে খুঁজতে না হয়।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ বেটাইনফোর বরাতে দ্যা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। মেটার মালিকানাধীন বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নিত্যনতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজিংকে আরও সহজ করে তোলা হচ্ছে। এমনই এক আপডেট এনেছে মেসেজিং প্ল্যাটফর্মটি, যেখানে নির্দিষ্ট কোনো কথোপকথন বা চ্যাট ‘ফেভারিট’ হিসেবে নির্বাচন করার পর চ্যাট ফিল্টারে পিন করে রাখা যাবে।

এছাড়া একটি স্ক্রিনশট প্রকাশ হয়েছে, যেখানে হোয়াটসঅ্যাপে ‘অল’, ‘আনরিড’ ও ‘গ্রুপ’ ট্যাবের পাশাপাশি ‘ফেভারিটস’ নামেরও একটি চ্যাট ফিল্টার দেখা যায়। এই ফেভারিটস চ্যাট ফিল্টার ট্যাবের নিচে ‘অ্যাড টু ফেভারিটস’ নামের অপশনটি রয়েছে। সেই অপশনে ক্লিক করে নির্দিষ্ট চ্যাট ফেভারিটস ট্যাবে যোগ করা যাবে। ফেভারিটস ট্যাবে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটও সংযোজন করা যাবে। এমনকি ব্যবহারকারী পরবর্তী সময়ে ফেভারিটস ট্যাবে থাকা চ্যাট পরিবর্তন ও বাদ দিতে পারবেন।

বেটাইনফো বলছে, এ জন্য ফেভারিটস নামের একটি ফিল্টার অপশন থাকবে অ্যাপে। নতুন এক ট্যাব আনা হবে অপশনে। যেখানে ফেভারিট হিসেবে নির্বাচন করা চ্যাটের তালিকা দেখা যাবে। ব্যবহারকারীরা পছন্দের চ্যাটটি পিন করেও রাখতে পারবেন, যাতে সহজেই সেটা খুঁজে পাওয়া যায়। ফিচারটি নিয়ে এখনো কাজ চলছে বলে জানায় মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় সংবাদ

কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড়

হোয়াটসঅ্যাপের নতুন আপডেট

আপডেট সময় ০৫:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

‘ফেভারিট’ নামের নতুন ট্যাব থাকছে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে। এ ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা পছন্দের বা প্রিয় মানুষদের কথোপকথনকে আলাদা ট্যাব করে রাখতে পারবেন, যাতে নতুন করে খুঁজতে না হয়।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ বেটাইনফোর বরাতে দ্যা টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। মেটার মালিকানাধীন বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নিত্যনতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজিংকে আরও সহজ করে তোলা হচ্ছে। এমনই এক আপডেট এনেছে মেসেজিং প্ল্যাটফর্মটি, যেখানে নির্দিষ্ট কোনো কথোপকথন বা চ্যাট ‘ফেভারিট’ হিসেবে নির্বাচন করার পর চ্যাট ফিল্টারে পিন করে রাখা যাবে।

এছাড়া একটি স্ক্রিনশট প্রকাশ হয়েছে, যেখানে হোয়াটসঅ্যাপে ‘অল’, ‘আনরিড’ ও ‘গ্রুপ’ ট্যাবের পাশাপাশি ‘ফেভারিটস’ নামেরও একটি চ্যাট ফিল্টার দেখা যায়। এই ফেভারিটস চ্যাট ফিল্টার ট্যাবের নিচে ‘অ্যাড টু ফেভারিটস’ নামের অপশনটি রয়েছে। সেই অপশনে ক্লিক করে নির্দিষ্ট চ্যাট ফেভারিটস ট্যাবে যোগ করা যাবে। ফেভারিটস ট্যাবে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটও সংযোজন করা যাবে। এমনকি ব্যবহারকারী পরবর্তী সময়ে ফেভারিটস ট্যাবে থাকা চ্যাট পরিবর্তন ও বাদ দিতে পারবেন।

বেটাইনফো বলছে, এ জন্য ফেভারিটস নামের একটি ফিল্টার অপশন থাকবে অ্যাপে। নতুন এক ট্যাব আনা হবে অপশনে। যেখানে ফেভারিট হিসেবে নির্বাচন করা চ্যাটের তালিকা দেখা যাবে। ব্যবহারকারীরা পছন্দের চ্যাটটি পিন করেও রাখতে পারবেন, যাতে সহজেই সেটা খুঁজে পাওয়া যায়। ফিচারটি নিয়ে এখনো কাজ চলছে বলে জানায় মালিকানাধীন প্রতিষ্ঠানটি।