ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেন সৌম্য সরকার

সৌম্য সরকারের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। তার ফর্মহীনতার সঙ্গে ছন্দ হারিয়েছে বাংলাদেশ দলও। বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ভরাডুবি। তাতে টুর্নামেন্ট শুরুর আগেই চাপে নাজমুল হোসেন শান্তরা। দলের এমন পরিস্থিতিতেও আশাবাদী টপ অর্ডার সৌম্য সরকার। অফ ফর্মে থেকেও তিনি স্বপ্ন দেখেন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার।

বিশ্বকাপ উপলক্ষ্যে বিসিবির বিশেষ আয়োজন দ্য গ্রিন রেড স্টোরিতে সেই স্বপ্নের কথা জানিয়েছেন ৩১ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান।

বিসিবির ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিওতে বিশ্বকাপে খেলা প্রসঙ্গে সৌম্য বলেন, ‘যেকোনো বিশ্বকাপে খেলাই গর্বের বিষয়। একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলাটা আমাদের সবারই স্বপ্ন। যেভাবে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম ২০১৫ সালে, সেই রোমাঞ্চ কাজ করবে এবারও। ২০২৪ সালটা স্মরণীয় করে রাখতে চাই। নিজের পাশাপাশি দলকে ভালো কিছু উপহার দিতে চাই।’

শান্তর অধিনায়কত্ব প্রসঙ্গে সৌম্য বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে ওর সঙ্গে খেলেছি। আমি মাঠে ওকে যেভাবে দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। সে দলকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে। আমি আশা করব দলকে ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারবে সে। আমি তাকে শুভকামনা জানাই। আশা করি সে অধিনায়কত্বের মাধ্যমে বাংলাদেশকে নতুন কিছু উপহার দেবে।’

সৌম্য আরও যোগ করেন, ‘একজন ব্যাটারের জন্য রান করাটা গুরুত্বপূর্ণ। সে যেখানেই রান করুক, সেটা তার আত্নবিশ্বাস বাড়ায়। রান না করলে কখনও আত্নবিশ্বাস অর্জনের সুযোগ থাকে না। যুক্তরাষ্ট্রে সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করা সম্ভব। স্বপ্ন সবসময় বড় দেখি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলব ফাইনাল খেলতে যাব। ফলাফল কি হবে সেটা পরে দেখা যাবে। বড় স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি

বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেন সৌম্য সরকার

আপডেট সময় ০১:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

সৌম্য সরকারের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। তার ফর্মহীনতার সঙ্গে ছন্দ হারিয়েছে বাংলাদেশ দলও। বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ভরাডুবি। তাতে টুর্নামেন্ট শুরুর আগেই চাপে নাজমুল হোসেন শান্তরা। দলের এমন পরিস্থিতিতেও আশাবাদী টপ অর্ডার সৌম্য সরকার। অফ ফর্মে থেকেও তিনি স্বপ্ন দেখেন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার।

বিশ্বকাপ উপলক্ষ্যে বিসিবির বিশেষ আয়োজন দ্য গ্রিন রেড স্টোরিতে সেই স্বপ্নের কথা জানিয়েছেন ৩১ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান।

বিসিবির ফেসবুক পেইজে প্রকাশিত ভিডিওতে বিশ্বকাপে খেলা প্রসঙ্গে সৌম্য বলেন, ‘যেকোনো বিশ্বকাপে খেলাই গর্বের বিষয়। একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলাটা আমাদের সবারই স্বপ্ন। যেভাবে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম ২০১৫ সালে, সেই রোমাঞ্চ কাজ করবে এবারও। ২০২৪ সালটা স্মরণীয় করে রাখতে চাই। নিজের পাশাপাশি দলকে ভালো কিছু উপহার দিতে চাই।’

শান্তর অধিনায়কত্ব প্রসঙ্গে সৌম্য বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে ওর সঙ্গে খেলেছি। আমি মাঠে ওকে যেভাবে দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। সে দলকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে। আমি আশা করব দলকে ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারবে সে। আমি তাকে শুভকামনা জানাই। আশা করি সে অধিনায়কত্বের মাধ্যমে বাংলাদেশকে নতুন কিছু উপহার দেবে।’

সৌম্য আরও যোগ করেন, ‘একজন ব্যাটারের জন্য রান করাটা গুরুত্বপূর্ণ। সে যেখানেই রান করুক, সেটা তার আত্নবিশ্বাস বাড়ায়। রান না করলে কখনও আত্নবিশ্বাস অর্জনের সুযোগ থাকে না। যুক্তরাষ্ট্রে সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করা সম্ভব। স্বপ্ন সবসময় বড় দেখি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলব ফাইনাল খেলতে যাব। ফলাফল কি হবে সেটা পরে দেখা যাবে। বড় স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ।’