ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, সারজিসের প্রশ্ন Logo পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে ‘সার্চ কমিটি’ Logo ‘গণ–অভ্যুত্থানের পর জব্দ সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার কোটি টাকা’ Logo অনির্দিষ্টকালের জন্য শাট ডাউন কর্মসূচি ঘোষণা করে মুন্সিগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির Logo ১০ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত Logo পলিটেকনিক ছাত্রকে উলঙ্গ করে পেটানো ও গুলি করে মারার হুমকি অভিযোগর ছাত্রদলের বিরুদ্ধে Logo গাজায় ইসরাইলি বর্বর হামলা, একদিনে নিহত ১৫১ ফিলিস্তিনি Logo নির্বাচন হতে পারে ডিসেম্বরেই Logo মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট Logo আজ নগর ভবন ‘ব্লকেডের’করবে ইশরাক সমর্থকরা

ফের ব্যর্থ হলেন শান্ত-লিটন-সৌম্য

বিশ্বকাপে নিজের চরম অফফর্মকে সঙ্গী করেই উড়াল দিয়েছিলেন লিটন কুমার দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত্র। দুজনের কেউই রানের দেখা পাননি প্রস্তুতির এই লম্বা সময়ে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে তো লিটনকে বসিয়েই রাখা হয়েছিল দুই ম্যাচ। বিকল্প উইকেটরক্ষক জাকের আলীর বাজে কিপিং এবং ব্যাট হাতে ব্যর্থতার সুবাদে তাকে আনা হয়েছে স্কোয়াডে। কিন্তু চরম বাজে অবস্থার মাঝে থাকা লিটন এবারের সুযোগটাও হারিয়েছেন হেলায়। আর্শদীপ সিংয়ের ভেতরের দিকে ঢোকা বলে খেই হারিয়েছেন। ব্যাট আর পায়ের ফাঁক গলে বল গিয়েছে স্ট্যাম্পে।

সৌম্য সরকারও বোকা বনেছেন এর আগে। সেই আর্শদীপের বলেই। আউটসুইং হওয়া বলটায় স্ট্রেইট ড্রাইভ করতে গিয়ে সহজ ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। আর অধিনায়ক নাজমুল শান্ত যেন তাদের চেয়েও পিছিয়ে।

৬ বলে শূন্য রান করে মাথা নিচু করে ফিরতে হয়েছে বাংলাদেশের অধিনায়ককে। সিরাজের বলে বড় শট খেলতে চেয়েছিলেন। কিন্তু অফস্ট্যাম্পের অনেকটা বাইরের সেই বল কেন মিডঅনের ওপর দিয়ে খেলতে চাইলেন, সেটার ব্যাখ্যা হয়ত শান্ত নিজেই ভালো দিতে পারবেন।

জাতীয় দলের টপঅর্ডারে ব্যর্থতার চিত্র একদিনের নয়। তবে সেটা থেকে বেরিয়ে আসার জন্য যে প্রচেষ্টাটুকু করার দরকার, জাতীয় দলের স্বীকৃত এই তিন ব্যাটার তা করতে পারবেন কি না সেটা নিয়ে আছে বড় রকমের অনিশ্চয়তা। বেলায় বেলায় ক্যারিয়ারের মধ্য গগণে চলে এসেছেন তিনজনেই। আছেন বিশ্বকাপের মঞ্চে।

জনপ্রিয় সংবাদ

অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, সারজিসের প্রশ্ন

ফের ব্যর্থ হলেন শান্ত-লিটন-সৌম্য

আপডেট সময় ১২:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

বিশ্বকাপে নিজের চরম অফফর্মকে সঙ্গী করেই উড়াল দিয়েছিলেন লিটন কুমার দাস এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত্র। দুজনের কেউই রানের দেখা পাননি প্রস্তুতির এই লম্বা সময়ে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে তো লিটনকে বসিয়েই রাখা হয়েছিল দুই ম্যাচ। বিকল্প উইকেটরক্ষক জাকের আলীর বাজে কিপিং এবং ব্যাট হাতে ব্যর্থতার সুবাদে তাকে আনা হয়েছে স্কোয়াডে। কিন্তু চরম বাজে অবস্থার মাঝে থাকা লিটন এবারের সুযোগটাও হারিয়েছেন হেলায়। আর্শদীপ সিংয়ের ভেতরের দিকে ঢোকা বলে খেই হারিয়েছেন। ব্যাট আর পায়ের ফাঁক গলে বল গিয়েছে স্ট্যাম্পে।

সৌম্য সরকারও বোকা বনেছেন এর আগে। সেই আর্শদীপের বলেই। আউটসুইং হওয়া বলটায় স্ট্রেইট ড্রাইভ করতে গিয়ে সহজ ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। আর অধিনায়ক নাজমুল শান্ত যেন তাদের চেয়েও পিছিয়ে।

৬ বলে শূন্য রান করে মাথা নিচু করে ফিরতে হয়েছে বাংলাদেশের অধিনায়ককে। সিরাজের বলে বড় শট খেলতে চেয়েছিলেন। কিন্তু অফস্ট্যাম্পের অনেকটা বাইরের সেই বল কেন মিডঅনের ওপর দিয়ে খেলতে চাইলেন, সেটার ব্যাখ্যা হয়ত শান্ত নিজেই ভালো দিতে পারবেন।

জাতীয় দলের টপঅর্ডারে ব্যর্থতার চিত্র একদিনের নয়। তবে সেটা থেকে বেরিয়ে আসার জন্য যে প্রচেষ্টাটুকু করার দরকার, জাতীয় দলের স্বীকৃত এই তিন ব্যাটার তা করতে পারবেন কি না সেটা নিয়ে আছে বড় রকমের অনিশ্চয়তা। বেলায় বেলায় ক্যারিয়ারের মধ্য গগণে চলে এসেছেন তিনজনেই। আছেন বিশ্বকাপের মঞ্চে।