পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এখন দেশে আছেন কি না জানি না, জেনে বলতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার ব্যক্তিগত অপকর্মের দায় পুলিশ নেবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।
শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান কামাল বলেন, ‘কেউ যদি অন্যায় করে থাকে, আইন অনুযায়ী তার বিচার হবে। সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুর্নীতি করে থাকলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর দায় পুলিশ বাহিনী নেবে না।’
বেনজীরের দেশত্যাগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাকে এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তিনি এখন দেশে আছেন কি না জানি না। জেনে বলতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসলে তিনি (বেনজীর) কতটুকু সম্পদ করেছেন কিংবা পাচার করেছেন এ ব্যাপারে আমাদের হাতে কোনো প্রমাণ নাই। এ নিয়ে তদন্ত চলছে এবং শেষে যদি প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’