ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি থেকে পদত্যাগ করেছে ড.ফয়জুল হক Logo মিটফোর্ডে হত্যার ঘটনায় মুন্সীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ Logo এবার ছাত্রদল থেকে পদত্যাগ করলেন মৌলভীবাজার জেলা শাখার সদস্য রাব্বি Logo সিরিয়ার কৃষিজমিতে আগুন ধরিয়ে দিলো দখলদার ইসরায়েলি বাহিনী Logo মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা Logo হাসিনা কন্যা পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠালো ডব্লিউএইচও Logo বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার Logo প্রেমের শাস্তি হিসেবে দম্পতিকে গরুর জোয়ালে বেঁধে হালচাষ Logo ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম Logo সুন্দরগঞ্জে ভাতিজার চুরি আঘাতে চাচা নিহত, স্ত্রী সন্তান আহত

নৈতিক দায়বোধ থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে ছাত্রশিবির: শিবির সেক্রেটারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, “বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমরা আমাদের নৈতিক দায়িত্ব বলে করি। সেই দায়িত্ব থেকেই ছাত্রশিবির রিমালে আক্রান্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কাজ করে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “আমরা মনে করি, যেকোনো বিপদ-মুসিবত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা একটি মাধ্যম। আল্লাহ তায়ালা মানুষকে এসব দিয়ে পরীক্ষা করে থাকেন। তাই আমাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”

বৃহস্পতিবার (২৯ মে) ভোলা জেলার ঘূর্ণিঝড়ে আক্রান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক জাকির হোসেন, বরিশাল মহানগর সভাপতি, ভোলা শহর ও জেলা শাখার সভাপতিসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

তিনি আরও বলন, “ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিপাতের কারণে ভোলাসহ সাতক্ষীরা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত প্রায় পুরো উপকূলই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের অভ্যন্তরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার মাছের ঘের ও পুকুর, ফসলি জমি ডুবে গেছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারসহ বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশের সরকার ঋণের পাহাড় গড়ে দেশ চালাচ্ছেন। অবকাঠামোগত দৃশ্যমান যে উন্নয়ন দেখতে পাচ্ছি, এর পেছনে রয়েছে হাজার হাজার কোটি টাকার ঋণ ও দুর্নীতি। অথচ এসব উন্নয়নে সাধারণ মানুষ সুফল পাচ্ছে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, টেকসই উন্নয়নের দিকে মনোযোগ দিন। উপকূলবাসীর জন্য স্থায়ী প্রকল্প গ্রহণ করুন।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে পদত্যাগ করেছে ড.ফয়জুল হক

নৈতিক দায়বোধ থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে ছাত্রশিবির: শিবির সেক্রেটারি

আপডেট সময় ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, “বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমরা আমাদের নৈতিক দায়িত্ব বলে করি। সেই দায়িত্ব থেকেই ছাত্রশিবির রিমালে আক্রান্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কাজ করে যাচ্ছে এবং শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “আমরা মনে করি, যেকোনো বিপদ-মুসিবত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা একটি মাধ্যম। আল্লাহ তায়ালা মানুষকে এসব দিয়ে পরীক্ষা করে থাকেন। তাই আমাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।”

বৃহস্পতিবার (২৯ মে) ভোলা জেলার ঘূর্ণিঝড়ে আক্রান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক জাকির হোসেন, বরিশাল মহানগর সভাপতি, ভোলা শহর ও জেলা শাখার সভাপতিসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

তিনি আরও বলন, “ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টিপাতের কারণে ভোলাসহ সাতক্ষীরা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত প্রায় পুরো উপকূলই ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের অভ্যন্তরেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার মাছের ঘের ও পুকুর, ফসলি জমি ডুবে গেছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারসহ বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশের সরকার ঋণের পাহাড় গড়ে দেশ চালাচ্ছেন। অবকাঠামোগত দৃশ্যমান যে উন্নয়ন দেখতে পাচ্ছি, এর পেছনে রয়েছে হাজার হাজার কোটি টাকার ঋণ ও দুর্নীতি। অথচ এসব উন্নয়নে সাধারণ মানুষ সুফল পাচ্ছে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, টেকসই উন্নয়নের দিকে মনোযোগ দিন। উপকূলবাসীর জন্য স্থায়ী প্রকল্প গ্রহণ করুন।”