ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলা Logo ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ৪৯৭১ জন ওএসডি Logo দ্বিতীয় দফায় ১২ দিনের কর্মসূচিতে যাচ্ছে জামায়াতসহ সাত দল Logo আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস Logo সাকিবের সম্পদের অনুসন্ধানে দুদকের নতুন কর্মকর্তা নিয়োগ Logo সাভারে দুর্গাপূজা: সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী Logo নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান Logo নিখোঁজ দুই বোনের অজ্ঞাত স্থান থেকে ভিডিওবার্তা, দিলেন ‘ধর্মান্তরিতের’ বার্তা Logo ‘জুলাই আন্দোলন দমনে ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ছোড়া হয়েছিল’ Logo তা’মীরুল মিল্লাত থেকে আগামী দিনে ওমরের উত্তরসূরী বের হবে: জাহিদুল ইসলাম

আসল খেলার দিন সেরা পারফরম্যান্সটাই দেবে বাংলাদেশ : পাপন

আসল খেলার দিন সেরা পারফরম্যান্সটাই দেবে বাংলাদেশ : পাপন

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার নিয়ে অনেক কথা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি চুপচাপ ছিলেন। ক্রিকেটাররা প্রবল সমালোচনায় বিদ্ধ হলেও বিসিবির কেউই মুখ খুলছিলেন না। শুধু ক্রিকেটার নয়, বোর্ডেরও সমালোচনা হচ্ছিল জোরেশোরেই।

বিশ্বকাপের ঠিক আগে ক্রিকেটারদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিসিবি নিজেদের উদ্যোগে সিরিজ আয়োজন করলেও এই প্রস্তুতিই শাপেবর হলো। প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারে বাংলাদেশ সিরিজ হাতছাড়া করে। শেষ ম্যাচ ছিল হোয়াইটওয়াশ এড়ানোর। সেই ম্যাচটা জিতে কোনোমতে নিজেদের মান রাখে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে বাংলাদেশ পাত্তা পাবে না তা মানতে পারছিল না কেউই। সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি, ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছিল।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান বিশ্বকাপে নিজেদের দল নিয়ে বেশ আশাবাদী। তার বিশ্বাস আসল ম্যাচে সেরা পারফরম্যান্সটাই দেবে বাংলাদেশ। মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিবি সভাপতি দল নিয়ে খোলামেলা কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে তিনটি খেলা হয়েছে এখন পর্যন্ত, প্রথম দুইটি খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না। আর তৃতীয়টা দেখে মনে হয়েছে ওরা অসাধারণ। আমি বলতে চাচ্ছি, ওদের মধ্যে ওই সামর্থ্যটা আছে। আসল খেলার দিন গিয়ে ওরা নিশ্চিতভাবে ভালো খেলবে। আমরা চাই ওরা ভালো খেলুক। হার-জিতের কথা কেউ বলতে পারে না। আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারুক আমাদের বিশ্বকাপের ম্যাচ গুলোতে।

হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলা

আসল খেলার দিন সেরা পারফরম্যান্সটাই দেবে বাংলাদেশ : পাপন

আপডেট সময় ১১:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হার নিয়ে অনেক কথা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি চুপচাপ ছিলেন। ক্রিকেটাররা প্রবল সমালোচনায় বিদ্ধ হলেও বিসিবির কেউই মুখ খুলছিলেন না। শুধু ক্রিকেটার নয়, বোর্ডেরও সমালোচনা হচ্ছিল জোরেশোরেই।

বিশ্বকাপের ঠিক আগে ক্রিকেটারদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিসিবি নিজেদের উদ্যোগে সিরিজ আয়োজন করলেও এই প্রস্তুতিই শাপেবর হলো। প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারে বাংলাদেশ সিরিজ হাতছাড়া করে। শেষ ম্যাচ ছিল হোয়াইটওয়াশ এড়ানোর। সেই ম্যাচটা জিতে কোনোমতে নিজেদের মান রাখে নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে বাংলাদেশ পাত্তা পাবে না তা মানতে পারছিল না কেউই। সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি, ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছিল।

তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান বিশ্বকাপে নিজেদের দল নিয়ে বেশ আশাবাদী। তার বিশ্বাস আসল ম্যাচে সেরা পারফরম্যান্সটাই দেবে বাংলাদেশ। মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিবি সভাপতি দল নিয়ে খোলামেলা কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে তিনটি খেলা হয়েছে এখন পর্যন্ত, প্রথম দুইটি খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না। আর তৃতীয়টা দেখে মনে হয়েছে ওরা অসাধারণ। আমি বলতে চাচ্ছি, ওদের মধ্যে ওই সামর্থ্যটা আছে। আসল খেলার দিন গিয়ে ওরা নিশ্চিতভাবে ভালো খেলবে। আমরা চাই ওরা ভালো খেলুক। হার-জিতের কথা কেউ বলতে পারে না। আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারুক আমাদের বিশ্বকাপের ম্যাচ গুলোতে।