ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুষ্টিয়ার খোকসা উপজেলাতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে বাসভবনে যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Logo বিধিমালা ভঙ্গের পরও হামীমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কমিশন: বাকের Logo জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে: জি কে গউছ Logo মুন্সীগঞ্জে ছাত্রশিবিরের “A+ সংবর্ধনা” অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা Logo এখন জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখছে: নুর Logo শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম: রিজভী Logo কেন্দ্র দখল করলেই ভোট বাতিল করা হবে: সিইসি নাসির উদ্দিন Logo বাজারে কমছে চালের দাম,বন্দরে ঢুকছে ভারতীয় চাল বোঝাই শত শত ট্রাক Logo চকরিয়া থানায় যুবকের মৃত্যু: এএসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার
ছাত্ররাজনীতি

বিশ্ববিদ্যালয়ের হলে পুষ্টিকর খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্রশিবির

বিশ্ব পুষ্টি ‍দিবসে শিক্ষাপ্রতিষ্ঠানের হলে পুষ্টিকর খাবার নিশ্চিতে ছাত্রশিবিরের আহবান

আজ ২৮ মে, বিশ্ব পুষ্টি দিবস উপলক্ষ্যে এক যৌথ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এ দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, “সারা বিশ্বে আজকের এই দিনটি পুষ্টি দিবস হিসেবে পালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৭৩ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার জোগাড় করতে পারে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মানুষ পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। দুঃখজনক যে দেশে সরকারের পক্ষ থেকে পুষ্টিকর খাবার নিশ্চিত করতে তেমন কোনো পদক্ষেপ লক্ষ করা যায় না। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাস ও হলগুলোতে খাবারের মান এতটাই নিম্নমানের যে, শিক্ষার্থীরা দুবেলা তৃপ্তিসহকারে খেতে পারে না।”

“সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ছাত্রশিবিরের একান্ত দাবি— শিক্ষাখাতে দুর্নীতি বন্ধ করে বরাদ্দ বাড়াতে হবে এবং সেই অর্থ যথাযথভাবে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করতে হবে। হল ও ছাত্রাবাসগুলোতে বরাদ্দ বাড়িয়ে পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।””

নেতৃবৃন্দ আরও বলেন, “আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত নিত্যনতুন জ্ঞানার্জন, গবেষণা, আবিষ্কার ইত্যাদিতে তাদের মেধার ব্যবহার করে থাকে। প্রকৃতপক্ষে মেধার সঠিক ব্যবহার ব্যতীত কার্যকর কোনো কিছু্ই অর্জন করা সম্ভব নয়। আর এই মেধাকে সচল ও কার্যকর রাখার ক্ষেত্রে পুষ্টিকর খাদ্যের ভূমিকা অনস্বীকার্য।

বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খাবারের মান এতটাই নিম্নমানের যে, সেখানে পুষ্টি নিশ্চিত করা দূরে থাক, শিক্ষার্থীরা যেন খেয়ে কোনোমতে বেঁচে থাকে। অতি ক্ষুদ্রে আকৃতির মাছ ও মাংসের পিস দেখলে যে কারো মন কেঁদে উঠবে। যারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে, তাদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা খুবই জরুরি।”

এ ছাড়াও নেতৃবৃন্দ প্রান্তিক জনপদে শিক্ষার্থীদের প্রতি বিশেষ প্রণোদনা বাড়ানোর পাশাপাশি শিক্ষাকে আরও সহজলভ্য করার আহ্বান জানান। তারা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের ও হলের ক্যান্টিনসমূহে সরকার দলীয় ছাত্রসংগঠনের ফ্রি খাওয়া খাবারের মান নিশ্চিত করতে না পারার অন্যতম কারণ। এসব দলীয় বিবেচনায় ফ্রি খাওয়ার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমরা শিক্ষার সামগ্রিক উন্নতি ও সকল শিক্ষার্থীর জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার খোকসা উপজেলাতে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছাত্ররাজনীতি

বিশ্ববিদ্যালয়ের হলে পুষ্টিকর খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছে ছাত্রশিবির

আপডেট সময় ১০:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

আজ ২৮ মে, বিশ্ব পুষ্টি দিবস উপলক্ষ্যে এক যৌথ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এ দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, “সারা বিশ্বে আজকের এই দিনটি পুষ্টি দিবস হিসেবে পালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৭৩ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার জোগাড় করতে পারে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মানুষ পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। দুঃখজনক যে দেশে সরকারের পক্ষ থেকে পুষ্টিকর খাবার নিশ্চিত করতে তেমন কোনো পদক্ষেপ লক্ষ করা যায় না। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাস ও হলগুলোতে খাবারের মান এতটাই নিম্নমানের যে, শিক্ষার্থীরা দুবেলা তৃপ্তিসহকারে খেতে পারে না।”

“সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে ছাত্রশিবিরের একান্ত দাবি— শিক্ষাখাতে দুর্নীতি বন্ধ করে বরাদ্দ বাড়াতে হবে এবং সেই অর্থ যথাযথভাবে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করতে হবে। হল ও ছাত্রাবাসগুলোতে বরাদ্দ বাড়িয়ে পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে।””

নেতৃবৃন্দ আরও বলেন, “আমাদের শিক্ষার্থীরা প্রতিনিয়ত নিত্যনতুন জ্ঞানার্জন, গবেষণা, আবিষ্কার ইত্যাদিতে তাদের মেধার ব্যবহার করে থাকে। প্রকৃতপক্ষে মেধার সঠিক ব্যবহার ব্যতীত কার্যকর কোনো কিছু্ই অর্জন করা সম্ভব নয়। আর এই মেধাকে সচল ও কার্যকর রাখার ক্ষেত্রে পুষ্টিকর খাদ্যের ভূমিকা অনস্বীকার্য।

বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে খাবারের মান এতটাই নিম্নমানের যে, সেখানে পুষ্টি নিশ্চিত করা দূরে থাক, শিক্ষার্থীরা যেন খেয়ে কোনোমতে বেঁচে থাকে। অতি ক্ষুদ্রে আকৃতির মাছ ও মাংসের পিস দেখলে যে কারো মন কেঁদে উঠবে। যারা আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে, তাদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা খুবই জরুরি।”

এ ছাড়াও নেতৃবৃন্দ প্রান্তিক জনপদে শিক্ষার্থীদের প্রতি বিশেষ প্রণোদনা বাড়ানোর পাশাপাশি শিক্ষাকে আরও সহজলভ্য করার আহ্বান জানান। তারা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের ও হলের ক্যান্টিনসমূহে সরকার দলীয় ছাত্রসংগঠনের ফ্রি খাওয়া খাবারের মান নিশ্চিত করতে না পারার অন্যতম কারণ। এসব দলীয় বিবেচনায় ফ্রি খাওয়ার নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমরা শিক্ষার সামগ্রিক উন্নতি ও সকল শিক্ষার্থীর জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”