ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: খালেদা জিয়া Logo সংসদ নির্বাচনের জন্য বরাদ্দে কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা Logo ইইউর বাইরের দেশে নতুন ৫ লাখ কর্মভিসা দেবে ইতালি Logo শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে রংপুর জেলা জামায়াত Logo দখল-দূষণে মৃতপ্রায় লক্ষ্মীপুরের ভুলুয়া নদী Logo আমৃত্যু জুলাইকে বাঁচিয়ে রাখার লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ : সারজিস আলম Logo মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত Logo তৃতীয় তলার একটি কক্ষ থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না : নাহিদ Logo ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ওবায়দুল কাদের বাংলাদেশের ‘কেমিক্যাল কাদের’: রিজভী

ওবায়দুল কাদের বাংলাদেশের ‘কেমিক্যাল কাদের’: রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কাদের সাহেব প্রত্যক্ষভাবে বিএনপির জাতীয় নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। আপনারা জানেন, ইরাকে আলী নামের এক মন্ত্রী ছিলেন। উনি বিষাক্ত রাসায়নিক অস্ত্র বানানোর ক্ষেত্রে তত্ত্বাবধান করতেন বলে সবাই তাকে ‘কেমিক্যাল আলী’ নামে ডাকত। সম্প্রতি বাংলাদেশে একজন ‘কেমিক্যাল কাদের’-এর উদয় হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, যে বিষাক্ত ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করা যায়, সে ইউরেনিয়াম বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যের মাথায় ঢেলে দেওয়ার হুমকি দিয়েছেন ওবায়দুল কাদের। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনা সরকার এবং তার মন্ত্রীরা বাংলাদেশে গুম, খুন, গুপ্তহত্যা, ক্রসফায়ারের সঙ্গে জড়িত। সেটার আলামত বহন করে একটি দলের সাধারণ সম্পাদকের বিষাক্ত রাসায়নিক ইউরেনিয়াম ঢেলে দেওয়ার হুমকি।

তিনি বলেন, এই কেমিক্যাল কাদেরকে দিয়ে শেখ হাসিনা কত মানুষকে শ্বাসরুদ্ধ করে মারবেন, কত গণতন্ত্রকামী মানুষকে যে নিশ্চিহ্ন করবেন, পুড়ে ছারখার করবেন, তা বলার অপেক্ষা রাখে না।

রুহুল কবির রিজভী বলেন, যে নেত্রী দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যিনি আপামর গণমানুষের নেত্রী, আজ সেই খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার নেই, নেই বেঁচে থাকার অধিকার। আজ সারা দেশে ধ্বনি উঠেছে দেশনেত্রীকে বাঁচানোর জন্য। অথচ, পাষাণ ও নিষ্ঠুর শেখ হাসিনা সরকারের কানে সে ধ্বনি পৌঁছায় না।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি গোলাম মো. সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিক, মোশাররফ হোসেন, ড্যাব নেতা ডা. ইউনুস প্রমুখ।

যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: খালেদা জিয়া

ওবায়দুল কাদের বাংলাদেশের ‘কেমিক্যাল কাদের’: রিজভী

আপডেট সময় ০৬:২৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কাদের সাহেব প্রত্যক্ষভাবে বিএনপির জাতীয় নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। আপনারা জানেন, ইরাকে আলী নামের এক মন্ত্রী ছিলেন। উনি বিষাক্ত রাসায়নিক অস্ত্র বানানোর ক্ষেত্রে তত্ত্বাবধান করতেন বলে সবাই তাকে ‘কেমিক্যাল আলী’ নামে ডাকত। সম্প্রতি বাংলাদেশে একজন ‘কেমিক্যাল কাদের’-এর উদয় হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, যে বিষাক্ত ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করা যায়, সে ইউরেনিয়াম বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যের মাথায় ঢেলে দেওয়ার হুমকি দিয়েছেন ওবায়দুল কাদের। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনা সরকার এবং তার মন্ত্রীরা বাংলাদেশে গুম, খুন, গুপ্তহত্যা, ক্রসফায়ারের সঙ্গে জড়িত। সেটার আলামত বহন করে একটি দলের সাধারণ সম্পাদকের বিষাক্ত রাসায়নিক ইউরেনিয়াম ঢেলে দেওয়ার হুমকি।

তিনি বলেন, এই কেমিক্যাল কাদেরকে দিয়ে শেখ হাসিনা কত মানুষকে শ্বাসরুদ্ধ করে মারবেন, কত গণতন্ত্রকামী মানুষকে যে নিশ্চিহ্ন করবেন, পুড়ে ছারখার করবেন, তা বলার অপেক্ষা রাখে না।

রুহুল কবির রিজভী বলেন, যে নেত্রী দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যিনি আপামর গণমানুষের নেত্রী, আজ সেই খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার নেই, নেই বেঁচে থাকার অধিকার। আজ সারা দেশে ধ্বনি উঠেছে দেশনেত্রীকে বাঁচানোর জন্য। অথচ, পাষাণ ও নিষ্ঠুর শেখ হাসিনা সরকারের কানে সে ধ্বনি পৌঁছায় না।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি গোলাম মো. সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিক, মোশাররফ হোসেন, ড্যাব নেতা ডা. ইউনুস প্রমুখ।