ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যা যা করতে পারবে সেনাবাহিনী মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে কোটি কোটি টাকার জিনিস লোপাট টানা তৃতীয় বার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় পাবিপ্রবি শিক্ষক ড.নুর-আলম টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে বঙ্গোপসাগরে আবার লঘুচাপের আশঙ্কা,বাড়তে পারে বৃষ্টি সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় গত ২৪ ঘণ্টায় নিহত আরও ২৬ ম্যানচেস্টার সিটি, পিএসজি,শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড টেস্ট সহ টিভিতে যা দেখবেন ক্রোয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারালো ব্রাজিল পণ্য রপ্তানির আড়ালে বেক্সিমকোর অর্থ পাচার

সড়ক দুর্ঘটনায় বাকৃবির ১০ শিক্ষক আহত

সড়ক দুর্ঘটনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ শিক্ষক আহত হয়েছেন। তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

সোমবার (২৭ মে) সকালে ত্রিশাল উপজেলার কানহর বাজার এলাকায় শিক্ষকদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তারা আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

অধ্যাপক সাইদুর রহমান বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার একটি মাইক্রোবাসে করে ঢাকার একটি অনুষ্ঠানে যোগদানের জন্য যাচ্ছিলেন বাকৃবির কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পাল, একই অনুষদের কীটতত্ত্ব বিভাগের শিক্ষক ড. কৃষ্ণা রাণী দাস, ভেটেরিনারি অনুষদের অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হাসান সিদ্দিকী, ড. মোর্শেদা নাসরীনসহ ১০ শিক্ষক। মাইক্রোবাসটি ত্রিশাল উপজেলার কানহর বাজারের কাছে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শিক্ষকরা সবাই আশঙ্কামুক্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আজহারুল ইসলাম বলেন, মাইক্রোবাসচালকের ডান পা ফ্র্যাকচার হয়ে গেছে। কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের শিক্ষক কৃষ্ণা রাণী দাস নাকে আঘাত পেয়েছেন। তারা দুজনই ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। তবে দুজনই আশঙ্কামুক্ত। বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ আছেন।

ট্যাগস :

ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যা যা করতে পারবে সেনাবাহিনী

সড়ক দুর্ঘটনায় বাকৃবির ১০ শিক্ষক আহত

আপডেট সময় ০৫:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

সড়ক দুর্ঘটনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ শিক্ষক আহত হয়েছেন। তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

সোমবার (২৭ মে) সকালে ত্রিশাল উপজেলার কানহর বাজার এলাকায় শিক্ষকদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তারা আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।

অধ্যাপক সাইদুর রহমান বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার একটি মাইক্রোবাসে করে ঢাকার একটি অনুষ্ঠানে যোগদানের জন্য যাচ্ছিলেন বাকৃবির কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পাল, একই অনুষদের কীটতত্ত্ব বিভাগের শিক্ষক ড. কৃষ্ণা রাণী দাস, ভেটেরিনারি অনুষদের অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হাসান সিদ্দিকী, ড. মোর্শেদা নাসরীনসহ ১০ শিক্ষক। মাইক্রোবাসটি ত্রিশাল উপজেলার কানহর বাজারের কাছে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শিক্ষকরা সবাই আশঙ্কামুক্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আজহারুল ইসলাম বলেন, মাইক্রোবাসচালকের ডান পা ফ্র্যাকচার হয়ে গেছে। কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের শিক্ষক কৃষ্ণা রাণী দাস নাকে আঘাত পেয়েছেন। তারা দুজনই ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন। তবে দুজনই আশঙ্কামুক্ত। বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ আছেন।