ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ট্রাইব্যুনালে সাবেক আইজিপি শহিদুলসহ ১৫ আসামিকে হাজির Logo আজ হাসপাতাল থেকে বাসায় ফিরবেন জামায়াত আমির Logo নিউটনের মহাকর্ষ সূত্র ভুল দাবি করলেন পঞ্চগড়ের আফসার Logo বাংলাদেশ-মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় সই Logo ছাত্রশিবির সম্পর্কে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে -জাহিদুল ইসলাম Logo ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ল আরও এক মাস Logo প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক চলছে Logo রাবি ভিসির বাসভবনে শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতার তালা Logo ইসি চাইলে ৩০০ আসনের ফল বাতিল করতে পারবে-ইসি সানাউল্লাহ Logo স্থলপথে বাংলাদেশের পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

ফাইনালে মুখোমুখি হায়দরাবাদ-কলকাতা, শেষ হাসি হাসবে কে?

ফাইনালে মুখোমুখি হায়দরাবাদ-কলকাতা, শেষ হাসি হাসবে কে?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৭তম আসরের ফাইনালে মাঠে নামছে দুই দল। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে রাত ৮টায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে তিনবার ফাইনাল খেলে দুইবার শিরোপা ঘরে তুলে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে চেন্নাই আর পাঞ্জাবকে হারিয়ে শিরোপা জিতে তারা।

তবে ২০২১ সালে চেন্নাইয়ের কাছে হেরে তৃতীয় শিরোপা জেতা হয়নি কলকাতার। অন্যদিকে ২০১৬ ও ২০১৮ সালে দুইবার ফাইনালে উঠে দুইবারই শিরোপা জেতে হায়দরাবাদ।
একদিকে এবারের ফাইনালের লড়াইটা হতে যাচ্ছে দুই অস্ট্রেলিয়ানেরও। দুজনই যে আইপিএল ইতিহাসের শীর্ষ দুই দামি ক্রিকেটার।

২৪ কোটি ৭৫ লাখ টাকার মিচেল স্টার্ক এবং ২০ কোটি ৫০ লাখ রুপির প্যাট কামিন্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ছন্দে ফিরেছেন স্টার্ক, অন্যদিকে হায়দরাবাদের নেতৃত্ব দিচ্ছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেয়া কামিন্স। প্রথমবার অধিনায়ক হিসেবে আইপিএলে খেলেই দলকে তুলেছেন ফাইনালে।
ফাইনালের আগে আছে বৃষ্টির সম্ভাবনাও।

ম্যাচ পরিত্যক্ত হলে সেক্ষেত্রে ফাইনালের জন্য একদিন অতিরিক্ত রাখা হয়েছে। রবিবার (২৬ মে) ফাইনাল ম্যাচ আয়োজন সম্ভব না হলে, সোমবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে কলকাতা-হায়দরাবাদ। সোমবারও বৃষ্টির কথা মাথায় রেখে ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে।

দুই দলের সম্ভাব্য একাদশ : কলকাতা নাইট রাইডার্স- শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দরাবাদ- প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, নীতীশ রেড্ডি, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে/জয়দেব উনাদকাট ও টি নটরাজন।

জনপ্রিয় সংবাদ

ট্রাইব্যুনালে সাবেক আইজিপি শহিদুলসহ ১৫ আসামিকে হাজির

ফাইনালে মুখোমুখি হায়দরাবাদ-কলকাতা, শেষ হাসি হাসবে কে?

আপডেট সময় ০৭:৩২:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৭তম আসরের ফাইনালে মাঠে নামছে দুই দল। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে রাত ৮টায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে তিনবার ফাইনাল খেলে দুইবার শিরোপা ঘরে তুলে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে চেন্নাই আর পাঞ্জাবকে হারিয়ে শিরোপা জিতে তারা।

তবে ২০২১ সালে চেন্নাইয়ের কাছে হেরে তৃতীয় শিরোপা জেতা হয়নি কলকাতার। অন্যদিকে ২০১৬ ও ২০১৮ সালে দুইবার ফাইনালে উঠে দুইবারই শিরোপা জেতে হায়দরাবাদ।
একদিকে এবারের ফাইনালের লড়াইটা হতে যাচ্ছে দুই অস্ট্রেলিয়ানেরও। দুজনই যে আইপিএল ইতিহাসের শীর্ষ দুই দামি ক্রিকেটার।

২৪ কোটি ৭৫ লাখ টাকার মিচেল স্টার্ক এবং ২০ কোটি ৫০ লাখ রুপির প্যাট কামিন্স। প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ছন্দে ফিরেছেন স্টার্ক, অন্যদিকে হায়দরাবাদের নেতৃত্ব দিচ্ছেন গত বছর ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেয়া কামিন্স। প্রথমবার অধিনায়ক হিসেবে আইপিএলে খেলেই দলকে তুলেছেন ফাইনালে।
ফাইনালের আগে আছে বৃষ্টির সম্ভাবনাও।

ম্যাচ পরিত্যক্ত হলে সেক্ষেত্রে ফাইনালের জন্য একদিন অতিরিক্ত রাখা হয়েছে। রবিবার (২৬ মে) ফাইনাল ম্যাচ আয়োজন সম্ভব না হলে, সোমবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে কলকাতা-হায়দরাবাদ। সোমবারও বৃষ্টির কথা মাথায় রেখে ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে।

দুই দলের সম্ভাব্য একাদশ : কলকাতা নাইট রাইডার্স- শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দরাবাদ- প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, নীতীশ রেড্ডি, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে/জয়দেব উনাদকাট ও টি নটরাজন।