ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নরসিংদীতে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন Logo হাজিগঞ্জে জামায়াতের নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠান Logo দেশের রিজার্ভ বেড়ে ২৫.৪৪ বিলিয়ন ডলার Logo ক্ষমা চাওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহকে কুমিল্লা বিএনপির আল্টিমেটাম Logo সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে: শিবির সেক্রেটারি Logo যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে দিতে হবে ৫ শতাংশ কর Logo বিডার চেয়ারম্যানের কাছে চট্টগ্রাম বন্দর বিষয়ক বাংলাদেশ জাময়াতে ইসলামীর প্রস্তাব Logo নির্বাচন না হলে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে না: আমীর খসরু Logo ‘ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আন্দোলন অন্যভাবে রূপ নেবে’ Logo চাঁপাইনবাবগঞ্জে ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের হার

প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলো পাকিস্তান। বার্মিংহ্যামে বাবর আজমের দলের হারটা ২৩ রানের। এই হারে চার ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে পড়লো তারা।

পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ১৮৪ রানের। দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ০ আর সায়েম আইয়ুব ২ করে ফিরলে শুরুতেই ধাক্কা খায় তারা। বাবর আজমও ঠিক টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি। ২৬ বলে ৩২ রান আসে পাকিস্তানি অধিনায়কের ব্যাট থেকে।

লড়াই যা করেছেন ফখর জামান। ২১ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এ বাঁহাতি। ৫ বাউন্ডারির সঙ্গে হাঁকান ৩টি ছক্কা।

শেষদিকে ইফতিখার আহমেদ (১৭ বলে ২৩) আর ইমাদ ওয়াসিম (১৩ বলে ২২) চেষ্টা করলেও সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৯.২ ওভারে ১৬০ রানে অলআউট হয় পাকিস্তান।

ইংল্যান্ডের রিস টপলি ৪১ রানে ৩টি এবং মঈন আলি ও এক বছর পর দলে ফেরা জোফরা আর্চার নেন দুটি করে উইকেট।

এর আগে ১০ ওভারে শেষে ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৯৬। পরের ১০ ওভারে পাকিস্তানি বোলারদের সামলে মোটে ৮৭ রান নিতে পারে ইংলিশরা।

শেষ ৫ ওভারে আরও চেপে ধরেন শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফরা। শেষ ওভারে মোহাম্মদ আমির ১৪ রান খরচ করার পরও শেষ ৫ ওভারে মাত্র ৩৯ রানে ইংল্যান্ডের ৪টি উইকেট তুলে নেয় পাকিস্তান।

ফলে বার্মিংহ্যামে জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮৩ রানেই আটকে যায় ইংল্যান্ড।

বাটলার ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৮ চার আর ৩ ছক্কায় খেলেন ৮৪ রানের বিধ্বংসী ইনিংস। এছাড়া উইল জ্যাকস ২৩ বলে ৩৭, জনি বেয়ারস্টো ১৮ বলে ২১ আর শেষদিকে জোফরা আর্চার ৪ বলে করেন অপরাজিত ১২।

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ৩৬ রান খরচায় নেন ৩টি উইকেট। ইমাদ ওয়াসিম মাত্র ১৯ রানে এবং হারিস রউফ ৩৪ রানে নেন দুটি করে উইকেট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে ইসলাম বিরোধী কার্যকলাপের অভিযোগে শিক্ষিকার বিরুদ্ধে মানববন্ধন

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কাছে পাকিস্তানের হার

আপডেট সময় ১২:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারলো পাকিস্তান। বার্মিংহ্যামে বাবর আজমের দলের হারটা ২৩ রানের। এই হারে চার ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে পড়লো তারা।

পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ১৮৪ রানের। দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ০ আর সায়েম আইয়ুব ২ করে ফিরলে শুরুতেই ধাক্কা খায় তারা। বাবর আজমও ঠিক টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি। ২৬ বলে ৩২ রান আসে পাকিস্তানি অধিনায়কের ব্যাট থেকে।

লড়াই যা করেছেন ফখর জামান। ২১ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এ বাঁহাতি। ৫ বাউন্ডারির সঙ্গে হাঁকান ৩টি ছক্কা।

শেষদিকে ইফতিখার আহমেদ (১৭ বলে ২৩) আর ইমাদ ওয়াসিম (১৩ বলে ২২) চেষ্টা করলেও সেটা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৯.২ ওভারে ১৬০ রানে অলআউট হয় পাকিস্তান।

ইংল্যান্ডের রিস টপলি ৪১ রানে ৩টি এবং মঈন আলি ও এক বছর পর দলে ফেরা জোফরা আর্চার নেন দুটি করে উইকেট।

এর আগে ১০ ওভারে শেষে ইংল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৯৬। পরের ১০ ওভারে পাকিস্তানি বোলারদের সামলে মোটে ৮৭ রান নিতে পারে ইংলিশরা।

শেষ ৫ ওভারে আরও চেপে ধরেন শাহিন শাহ আফ্রিদি-হারিস রউফরা। শেষ ওভারে মোহাম্মদ আমির ১৪ রান খরচ করার পরও শেষ ৫ ওভারে মাত্র ৩৯ রানে ইংল্যান্ডের ৪টি উইকেট তুলে নেয় পাকিস্তান।

ফলে বার্মিংহ্যামে জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮৩ রানেই আটকে যায় ইংল্যান্ড।

বাটলার ওপেনিংয়ে নেমে ৫১ বলে ৮ চার আর ৩ ছক্কায় খেলেন ৮৪ রানের বিধ্বংসী ইনিংস। এছাড়া উইল জ্যাকস ২৩ বলে ৩৭, জনি বেয়ারস্টো ১৮ বলে ২১ আর শেষদিকে জোফরা আর্চার ৪ বলে করেন অপরাজিত ১২।

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ৩৬ রান খরচায় নেন ৩টি উইকেট। ইমাদ ওয়াসিম মাত্র ১৯ রানে এবং হারিস রউফ ৩৪ রানে নেন দুটি করে উইকেট।