ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

মিয়ানমারের শরণার্থী শিবিরে সামরিক হামলা নিহত অন্তত ২৯

চীনের সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি শরণার্থীশিবিরে সামরিক হামলায় শিশুসহ অন্তত ২৯ জন নিহত এবং আরো ৫৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে চীনের সীমান্তবর্তী কাচিনের লাইজা শহরের কাছের ওই শিবিরে এই হামলা চালানো হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার গভীর রাতে কাচিন রাজ্যের লাইজা শহরের কাছে এই শিবিরে আঘাত হানে সেনারা। ক্যাম্পটি কাচিন ইনডিপেনডেন্স আর্মির সদর দপ্তর থেকে কয়েক কিলোমিটার দূরে।খিত থিট নিউজ এজেন্সি বলছে, হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছে। কাচিন নিউজ গ্রুপ জানিয়েছে, হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে মিটকিনা নিউজ জার্নাল জানিয়েছে, নিহতদের মধ্যে তিন মাস বয়সী একটি শিশুও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা অন্ধকারে মৃতদেহ উদ্ধার করছে।

কাচিন ইনডিপেনডেন্স আর্মির (কেআইএ) কর্নেল নাও বু এএফপিকে জানিয়েছেন, সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে সর্বশেষ হামলাটি ঘটে। তিনি বলেন, ‘আমরা শিশু এবং বয়স্ক মানুষসহ ২৯ জনের মৃতদেহ পেয়েছি… ৫৬ জন আহত হয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা কোনো বিমানের শব্দ শুনিনি।’ তিনি উল্লেখ করেছেন, ক্যাম্প লক্ষ্য করে সামরিক ড্রোন ব্যবহার করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা কাঠের ধ্বংসাবশেষের নিচ থেকে অন্তত ১০টি মৃতদেহ উদ্ধার করে মাটিতে সারিবদ্ধ করে রেখেছেন। কর্নেল নও বু বলেন, লাইজার কাছে একটি হাসপাতালে ৪২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২০২১ সালে সামরিক বাহিনী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে কাচিন রাজ্যে ১০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। স্থানীয় পর্যবেক্ষণ গ্রুপ অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) অনুসারে, অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর থেকে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে এবং চার হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। কেআইএ কাচিনের বিস্তীর্ণ অংশ নিয়ন্ত্রণ করে।

সেখানে রয়েছে বিশ্বের বৃহত্তম জেড খনি। কয়েক দশক ধরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে তাদের। গত বছরের অক্টোবরে কেআইএ আয়োজিত একটি কনসার্টে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় প্রায় ৫০ জন নিহত এবং ৭০ জন আহত হয়। তবে দেশটির জান্তা সরকার জানায়, বিমান হামলায় বেসামরিক লোক নিহত হওয়ার খবর গুজব।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

মিয়ানমারের শরণার্থী শিবিরে সামরিক হামলা নিহত অন্তত ২৯

আপডেট সময় ১২:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

চীনের সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি শরণার্থীশিবিরে সামরিক হামলায় শিশুসহ অন্তত ২৯ জন নিহত এবং আরো ৫৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে চীনের সীমান্তবর্তী কাচিনের লাইজা শহরের কাছের ওই শিবিরে এই হামলা চালানো হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার গভীর রাতে কাচিন রাজ্যের লাইজা শহরের কাছে এই শিবিরে আঘাত হানে সেনারা। ক্যাম্পটি কাচিন ইনডিপেনডেন্স আর্মির সদর দপ্তর থেকে কয়েক কিলোমিটার দূরে।খিত থিট নিউজ এজেন্সি বলছে, হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছে। কাচিন নিউজ গ্রুপ জানিয়েছে, হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে মিটকিনা নিউজ জার্নাল জানিয়েছে, নিহতদের মধ্যে তিন মাস বয়সী একটি শিশুও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা অন্ধকারে মৃতদেহ উদ্ধার করছে।

কাচিন ইনডিপেনডেন্স আর্মির (কেআইএ) কর্নেল নাও বু এএফপিকে জানিয়েছেন, সোমবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে সর্বশেষ হামলাটি ঘটে। তিনি বলেন, ‘আমরা শিশু এবং বয়স্ক মানুষসহ ২৯ জনের মৃতদেহ পেয়েছি… ৫৬ জন আহত হয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা কোনো বিমানের শব্দ শুনিনি।’ তিনি উল্লেখ করেছেন, ক্যাম্প লক্ষ্য করে সামরিক ড্রোন ব্যবহার করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা কাঠের ধ্বংসাবশেষের নিচ থেকে অন্তত ১০টি মৃতদেহ উদ্ধার করে মাটিতে সারিবদ্ধ করে রেখেছেন। কর্নেল নও বু বলেন, লাইজার কাছে একটি হাসপাতালে ৪২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২০২১ সালে সামরিক বাহিনী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে কাচিন রাজ্যে ১০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। স্থানীয় পর্যবেক্ষণ গ্রুপ অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) অনুসারে, অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর থেকে হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে এবং চার হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। কেআইএ কাচিনের বিস্তীর্ণ অংশ নিয়ন্ত্রণ করে।

সেখানে রয়েছে বিশ্বের বৃহত্তম জেড খনি। কয়েক দশক ধরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে তাদের। গত বছরের অক্টোবরে কেআইএ আয়োজিত একটি কনসার্টে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় প্রায় ৫০ জন নিহত এবং ৭০ জন আহত হয়। তবে দেশটির জান্তা সরকার জানায়, বিমান হামলায় বেসামরিক লোক নিহত হওয়ার খবর গুজব।