ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সরকার স্তম্ভিত: রিজভী

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৮:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
  • 133

সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সরকার স্তম্ভিত: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জেনারেল আজিজ ও বেনজীররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। তাই জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ স্তম্ভিত হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘প্রাইম মিনিস্টার ম্যান’ খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন যুক্তরাষ্টের পররাষ্ট্র দপ্তরের দেওয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে।

যে সেনাপ্রধান জেনারেল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহনরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, ‘বিজিবির সবই লিথ্যাল (প্রাণঘাতি) অস্ত্র। কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে।’ পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন। তার অপকর্মের দায় সরকারের।

বাংলাদেশ এখন কারবালার প্রান্তর উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সহ-সভাপতি মিয়া মোহাম্মদ ঝলককে শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগ চাপাতি, হকিস্টিক ও রামদা দিয়ে রক্তাক্ত করেছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ওপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ হামলা চালিয়েছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবুজ বিশ্বাস নামের এক হিন্দু ছাত্রকে ইসলামী ছাত্রশিবির আখ্যা দিয়ে ছাত্রলীগ ব্যাপক মারধর করে হলছাড়া করেছে। ছাত্রলীগ এখন মূর্তিমান আতঙ্ক।

দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে বলে মন্তব্য করে রিজভী বলেন, ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে, ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে, আবার ওই ঋণের অর্থ ক্ষমতাঘনিষ্ঠ লুটেরারা ফেরত দিচ্ছে না। ইতোমধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে। আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানীর জন্য এলসি খুলতে পারছে না

জনপ্রিয় সংবাদ

ইকুয়েডরকে ৭ গোল দিল আর্জেন্টিনা

সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সরকার স্তম্ভিত: রিজভী

আপডেট সময় ০৮:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জেনারেল আজিজ ও বেনজীররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। তাই জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ স্তম্ভিত হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘প্রাইম মিনিস্টার ম্যান’ খ্যাত বাংলাদেশের সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন যুক্তরাষ্টের পররাষ্ট্র দপ্তরের দেওয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে।

যে সেনাপ্রধান জেনারেল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহনরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, ‘বিজিবির সবই লিথ্যাল (প্রাণঘাতি) অস্ত্র। কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে।’ পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন। তার অপকর্মের দায় সরকারের।

বাংলাদেশ এখন কারবালার প্রান্তর উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সহ-সভাপতি মিয়া মোহাম্মদ ঝলককে শিল্পকলা একাডেমির সামনে ছাত্রলীগ চাপাতি, হকিস্টিক ও রামদা দিয়ে রক্তাক্ত করেছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির ওপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ হামলা চালিয়েছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবুজ বিশ্বাস নামের এক হিন্দু ছাত্রকে ইসলামী ছাত্রশিবির আখ্যা দিয়ে ছাত্রলীগ ব্যাপক মারধর করে হলছাড়া করেছে। ছাত্রলীগ এখন মূর্তিমান আতঙ্ক।

দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে বলে মন্তব্য করে রিজভী বলেন, ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে, ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে, আবার ওই ঋণের অর্থ ক্ষমতাঘনিষ্ঠ লুটেরারা ফেরত দিচ্ছে না। ইতোমধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে। আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানীর জন্য এলসি খুলতে পারছে না