ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo চবি ছাত্রদলের নেতা মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল Logo নর্থসাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কোরআন বিতরণ Logo দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন কারাগারে Logo ঢাকায় আসছেন জাকির নায়েক Logo হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা: চিফ প্রসিকিউটর Logo ১৩টি ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ আ.লীগ-বিএনপি নেতাদের বিরুদ্ধে Logo টিভিতে যে খেলা থাকছে আজ Logo মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সং’ঘর্ষ Logo ১৭ বছর আন্দোলন করেছি বাসস্ট্যান্ড দখলের জন্য নয়: ইশরাক

ফিলিস্তিন রাষ্ট্র তৈরি ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান : রাশিয়া

ফিলিস্তিন রাষ্ট্র তৈরি ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান : রাশিয়া

রাশিয়া সোমবার বলেছে, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন শান্তির জন্য ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান এবং শুধু সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করা নিরাপত্তা নিশ্চিত করবে না। শনিবার ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাস ইসরায়েলে নজিরবিহীন ব্যাপক হামলা চালানোর পর রাশিয়া সফররত আরব লীগের প্রধান আহমেদ আবুল গীতের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর এএফপির। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘একটি ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করা, যা ইসরায়েলের সঙ্গে পাশাপাশি থাকবে…এটি (সংঘাত) সমাধানের সবচেয়ে নির্ভরযোগ্য পথ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সঙ্গে একমত হতে পারি না, যারা বলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করা যায়। তিনি বলেন, মস্কো ‘গভীরভাবে উদ্বিগ্ন। কারণ শত শত ইসরায়েলি ও ফিলিস্তিনি মারা গেছে এবং গাজাকে ইসরায়েলি প্রতিশোধের লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। লাভরভ বলেছেন, প্রায় ২০ মাস ধরে ইউক্রেনে যুদ্ধ করা রাশিয়ার ইসরায়েল সম্পর্কে পশ্চিমা নীতি নিয়ে ‘গুরুতর প্রশ্ন’ রয়েছে।

ফিলিস্তিনের সমস্যা আর বিলম্বিত করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। রুশ পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন, রাশিয়া ও আরব লীগ ইসরায়েল ও গাজায় রক্তপাত বন্ধ করতে কাজ করবে। এদিকে আবুল গীত বলেছেন, তিনি সব দিক থেকে সহিংসতার নিন্দা করেন। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক সম্ভাবনা তৈরি ও ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের একটি ন্যায্য সমাধান দাবি করছি।

এ ছাড়াও ক্রেমলিন সোমবার বলেছে, যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের কাছাকাছি যুদ্ধজাহাজ মোতায়েনের পর একটি বিদেশি খেলোয়াড় সংঘাতে প্রবেশ করতে পারে বলে তারা আশঙ্কা করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস বলেছে, ‘এই সংঘর্ষে তৃতীয় শক্তি জড়িত হওয়ার ঝুঁকি বেশি।’

এদিকে চলমান যুদ্ধে ইসরায়েলি পক্ষের নিহতের সংখ্যা ৮০০ ছুঁয়েছে বলে জানা গেছে। হিব্রু গণমাধ্যমের অসমর্থিত প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল বলেছে, হামাসের আক্রমণ ও পরবর্তী যুদ্ধে আনুমানিক মৃতের সংখ্যা ৮০০-তে পৌঁছেছে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সোমবার বিকেল পর্যন্ত দুই হাজার ৫০৬ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার মধ্যে ২৩ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৩৫৩ জন গুরুতর আহত।

অন্যদিকে গাজায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে বিবিসি জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ৫১১ জন নিহত এবং দুই হাজার ৭৫০ জন আহত হয়েছে। শনিবার ফিলিস্তিনি বন্দুকধারীরা ইসরায়েলি বেসামরিক ও সেনাদের ওপর নজিরবিহীন হামলার পর তারা গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, রাস্তায় ও সম্প্রদায়গুলোতে গুলি চালাচ্ছে।

 

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ফিলিস্তিন রাষ্ট্র তৈরি ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান : রাশিয়া

আপডেট সময় ১০:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

রাশিয়া সোমবার বলেছে, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন শান্তির জন্য ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান এবং শুধু সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করা নিরাপত্তা নিশ্চিত করবে না। শনিবার ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাস ইসরায়েলে নজিরবিহীন ব্যাপক হামলা চালানোর পর রাশিয়া সফররত আরব লীগের প্রধান আহমেদ আবুল গীতের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর এএফপির। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘একটি ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করা, যা ইসরায়েলের সঙ্গে পাশাপাশি থাকবে…এটি (সংঘাত) সমাধানের সবচেয়ে নির্ভরযোগ্য পথ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সঙ্গে একমত হতে পারি না, যারা বলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করা যায়। তিনি বলেন, মস্কো ‘গভীরভাবে উদ্বিগ্ন। কারণ শত শত ইসরায়েলি ও ফিলিস্তিনি মারা গেছে এবং গাজাকে ইসরায়েলি প্রতিশোধের লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। লাভরভ বলেছেন, প্রায় ২০ মাস ধরে ইউক্রেনে যুদ্ধ করা রাশিয়ার ইসরায়েল সম্পর্কে পশ্চিমা নীতি নিয়ে ‘গুরুতর প্রশ্ন’ রয়েছে।

ফিলিস্তিনের সমস্যা আর বিলম্বিত করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি। রুশ পররাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন, রাশিয়া ও আরব লীগ ইসরায়েল ও গাজায় রক্তপাত বন্ধ করতে কাজ করবে। এদিকে আবুল গীত বলেছেন, তিনি সব দিক থেকে সহিংসতার নিন্দা করেন। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক সম্ভাবনা তৈরি ও ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের একটি ন্যায্য সমাধান দাবি করছি।

এ ছাড়াও ক্রেমলিন সোমবার বলেছে, যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলের কাছাকাছি যুদ্ধজাহাজ মোতায়েনের পর একটি বিদেশি খেলোয়াড় সংঘাতে প্রবেশ করতে পারে বলে তারা আশঙ্কা করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস বলেছে, ‘এই সংঘর্ষে তৃতীয় শক্তি জড়িত হওয়ার ঝুঁকি বেশি।’

এদিকে চলমান যুদ্ধে ইসরায়েলি পক্ষের নিহতের সংখ্যা ৮০০ ছুঁয়েছে বলে জানা গেছে। হিব্রু গণমাধ্যমের অসমর্থিত প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল বলেছে, হামাসের আক্রমণ ও পরবর্তী যুদ্ধে আনুমানিক মৃতের সংখ্যা ৮০০-তে পৌঁছেছে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সোমবার বিকেল পর্যন্ত দুই হাজার ৫০৬ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার মধ্যে ২৩ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ৩৫৩ জন গুরুতর আহত।

অন্যদিকে গাজায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে বিবিসি জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ৫১১ জন নিহত এবং দুই হাজার ৭৫০ জন আহত হয়েছে। শনিবার ফিলিস্তিনি বন্দুকধারীরা ইসরায়েলি বেসামরিক ও সেনাদের ওপর নজিরবিহীন হামলার পর তারা গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, রাস্তায় ও সম্প্রদায়গুলোতে গুলি চালাচ্ছে।