বরিশালের বাকেরগঞ্জে কাদা-মাটির পথ মাড়িয়ে প্রতিদিন মাদ্রাসায় যেতে হয় শত শত শিক্ষার্থীকে। দিনের পর দিন এভাবেই দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার করে ভোগান্তি দূর করার দাবি ভুক্তভোগী শিক্ষার্থীদের।
উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কামারখালী বাজার থেকে উত্তমপুর নূরিয়া ফাজিল মাদ্রাসায় যাওয়ার এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করেন শত শত শিক্ষার্থী, পথচারী, রোগীসহ হাজারো মানুষ।
আলিম ২য় বর্ষের শিক্ষার্থী তাকওয়া আক্তার বলেন, প্রতিদিন এই সড়কের কাদা মাটির পথ মাড়িয়ে আমাদের মাদ্রাসায় যেতে হয়। হেঁটে চলাচলের সময় কাদা-পানি লেগে জামাকাপড় নষ্ট হয়ে যায়।
এলাকাবাসীরা জানান, বিভিন্ন সময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ এই রাস্তার সংস্কার করা হবে বলে আশ্বাস দিলেও সে আশ্বাস বাস্তবায়ন হয়নি।
স্থানীয় জনপ্রতিনিধি সহিদুল ইসলাম তাজ জানান, বিভিন্ন সময় উপর মহলে বরাদ্দের জন্য আবেদন করা হলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি।