ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

এখন থেকে ১৫ দিনে বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করবে পিএসসি

৪৬তম বিসিএসের ফল মাত্র ৯ কর্মদিবসেই প্রকাশ করে পিএসসি বলছে, এখন থেকে আমরা প্রিলিমিনারির ফল দ্রুতই প্রকাশ করব। ৪৬তম বিসিএসের কার্যক্রমকে মডেল ধরে এগোবে পিএসসি। আর সেভাবে কাজ করলে প্রিলিমিনারির ফলও দ্রুত দিতে পারবে বলে জানিয়েছেন তারা।

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘এখন থেকে ১৫ দিনের মধ্যেই প্রিলির ফল প্রকাশ করবে পিএসসি। কেননা, আমরা দেখেছি আন্তরিকতা নিয়ে কাজ করলে এটি করা সম্ভব। এর বেশি সময় লাগার কোনো কারণ নেই। যদি কোনো দুর্যোগ ঘটে বা সিস্টেম ফল করে, তাহলে কিছু করার থাকে না। অন্যথায় ফল দিতে বেশি সময় নেওয়ার কারণ নেই। প্রিলির ফল দ্রুত দিয়েই আমরা ১৫ দিনের গ্যাপ দিয়ে আবার লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করব। এভাবে দ্রুত বিসিএসের সময় কমিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’

৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা হয়েছে ২৬ ডিসেম্বর আর ফল প্রকাশ হয়েছে ৯ মে। প্রিলিমিনারির ফল প্রকাশে এটাই সরকারি কর্ম কমিশনের (পিএসসি) রেকর্ড। এর আগে কোনো বিসিএসে এত দ্রুত ফল প্রকাশ করতে পারেনি পিএসসি। কীভাবে এই বিসিএসের ফল এত দ্রুত দেওয়া সম্ভব হলো, তাও জানিয়েছে পিএসসি।

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘আমরা ৪৬তম বিসিএসের পরীক্ষা নেওয়ার পর কর্মদিবস পেয়েছি মাত্র ৯টি আর ১৩তম দিনে ফল প্রকাশিত হয়েছে। এবারে পরীক্ষা নেওয়ার আগে থেকেই এই বিসিএসের নিয়োজিত পিএসসির সদস্য ও ক্যাডার শাখার প্রধানকে নিয়ে সারাক্ষণ তদারকি করেছি যে সবচেয়ে দ্রুত সময়ে এই বিসিএসের ফল দেব। একটি টার্গেট ঠিক করেছি ফল প্রকাশ নিয়ে। এই ফল প্রকাশের ক্ষেত্রে আমরা আমাদের পুরো শক্তির ব্যবহার যদিও করিনি কিন্তু অনেকাংশই করেছি। এতে দেখতে পেয়েছি আন্তরিকতা নিয়ে ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে চাইলে দ্রুত সময়েও নির্ভুল ফল দেওয়া সম্ভব। আর আমরা তাতে সফলও হয়েছি। সামনের বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাতেও এই পদ্ধতি ব্যবহার করা হবে। এই বিসিএসের পর আমরা ঠিক করেছি আর কোনো বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় ফল দিলে এই সময়ের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। প্রিলির ফল দিতে আমরা আর কখনোই অনেক বেশি সময় নেব না।’

এর আগে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল সবচেয়ে কম সময়ে প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এ ফল প্রকাশ করে পিএসসি। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন। এর আগে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে। এই হিসাবে ৪৬তম বিসিএসের ফলই পিএসসিতে এ পর্যন্ত সবচেয়ে দ্রুত সময়ে প্রকাশিত ফল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

এখন থেকে ১৫ দিনে বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করবে পিএসসি

আপডেট সময় ০২:২৯:১২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

৪৬তম বিসিএসের ফল মাত্র ৯ কর্মদিবসেই প্রকাশ করে পিএসসি বলছে, এখন থেকে আমরা প্রিলিমিনারির ফল দ্রুতই প্রকাশ করব। ৪৬তম বিসিএসের কার্যক্রমকে মডেল ধরে এগোবে পিএসসি। আর সেভাবে কাজ করলে প্রিলিমিনারির ফলও দ্রুত দিতে পারবে বলে জানিয়েছেন তারা।

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘এখন থেকে ১৫ দিনের মধ্যেই প্রিলির ফল প্রকাশ করবে পিএসসি। কেননা, আমরা দেখেছি আন্তরিকতা নিয়ে কাজ করলে এটি করা সম্ভব। এর বেশি সময় লাগার কোনো কারণ নেই। যদি কোনো দুর্যোগ ঘটে বা সিস্টেম ফল করে, তাহলে কিছু করার থাকে না। অন্যথায় ফল দিতে বেশি সময় নেওয়ার কারণ নেই। প্রিলির ফল দ্রুত দিয়েই আমরা ১৫ দিনের গ্যাপ দিয়ে আবার লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করব। এভাবে দ্রুত বিসিএসের সময় কমিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।’

৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা হয়েছে ২৬ ডিসেম্বর আর ফল প্রকাশ হয়েছে ৯ মে। প্রিলিমিনারির ফল প্রকাশে এটাই সরকারি কর্ম কমিশনের (পিএসসি) রেকর্ড। এর আগে কোনো বিসিএসে এত দ্রুত ফল প্রকাশ করতে পারেনি পিএসসি। কীভাবে এই বিসিএসের ফল এত দ্রুত দেওয়া সম্ভব হলো, তাও জানিয়েছে পিএসসি।

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘আমরা ৪৬তম বিসিএসের পরীক্ষা নেওয়ার পর কর্মদিবস পেয়েছি মাত্র ৯টি আর ১৩তম দিনে ফল প্রকাশিত হয়েছে। এবারে পরীক্ষা নেওয়ার আগে থেকেই এই বিসিএসের নিয়োজিত পিএসসির সদস্য ও ক্যাডার শাখার প্রধানকে নিয়ে সারাক্ষণ তদারকি করেছি যে সবচেয়ে দ্রুত সময়ে এই বিসিএসের ফল দেব। একটি টার্গেট ঠিক করেছি ফল প্রকাশ নিয়ে। এই ফল প্রকাশের ক্ষেত্রে আমরা আমাদের পুরো শক্তির ব্যবহার যদিও করিনি কিন্তু অনেকাংশই করেছি। এতে দেখতে পেয়েছি আন্তরিকতা নিয়ে ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে চাইলে দ্রুত সময়েও নির্ভুল ফল দেওয়া সম্ভব। আর আমরা তাতে সফলও হয়েছি। সামনের বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষাতেও এই পদ্ধতি ব্যবহার করা হবে। এই বিসিএসের পর আমরা ঠিক করেছি আর কোনো বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় ফল দিলে এই সময়ের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। প্রিলির ফল দিতে আমরা আর কখনোই অনেক বেশি সময় নেব না।’

এর আগে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল সবচেয়ে কম সময়ে প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এ ফল প্রকাশ করে পিএসসি। পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন। এর আগে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে। এই হিসাবে ৪৬তম বিসিএসের ফলই পিএসসিতে এ পর্যন্ত সবচেয়ে দ্রুত সময়ে প্রকাশিত ফল।