ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

হামাস যোদ্ধাদের দমাতে পারছেনা ইসরাইল

হামাস যোদ্ধাদের দমাতে পারছে না ইসরায়েল।

গাজা যুদ্ধে ইসরাইল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপ-প্রধান রাম বেন-বারাক। তিনি ইসরাইলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। তিনি বলেন, চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক। এর সুষ্পষ্ট লক্ষ্যে ঘাটতি রয়েছে। সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার। আমাদের রাষ্ট্রও পতনের মুখে রয়েছে।

নির্বিচারে মানুষ হত্যা করে কানো যুদ্ধে জয়লাভ করা যায় না। গত সাত মাস ধরে দখলদার ইসরাইলী বাহিনী অবরুদ্ধ গাজায় গণহত্যা চালাচ্ছে। তবুও প্রতিরোধ যোদ্ধাদের দমাতে পারছে না। হামাস ঘোষণা দিয়েছে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসরাইলী সেনারা ক্লান্ত হয়ে পড়েছে। তবে কি তারা হেরে যাচ্ছে।

এদিকে গত কয়েক ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (১৮ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামাস বলেছে যে ফিলিস্তিনিরা রাফা ও গাজার অন্যান্য স্থানে স্থল আক্রমণের মোকাবেলা করবে। আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, তারা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

সাক্ষাৎকারে বেন-বারাক বলেন, আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হয়। প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য। এছড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন, আমাকে একটা জিনিস দেখান যেটাতে আমরা সফল হয়েছি।

এদিকে, হিজবুল্লাহ ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে বলে স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। শুক্রবার (১৭ মে) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ওই স্বীকারোক্তি দেন তিনি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট স্বীকার করেছেন যে চলমান আন্তঃসীমান্ত সংঘর্ষে উত্তর ইসরাইলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়-ক্ষতি করেছে হিজবুল্লাহ। তিনি বলেন, আমি ইসরাইলের ব্যাপক ক্ষয়-ক্ষতির কথা বুঝি। আবার প্রতিপক্ষের ক্ষয়-ক্ষতি ও নিহতদের সংখ্যাও তো কম নয়।

তিনি জোর দিয়ে বলেন, তেল আবিবকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে। তাদের বিশ্বাস করতে হবে, যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটে যেতে পারে।

গ্যালান্ট বলেন, আমি গাজায় প্রবেশের আগে সৈন্যদের যুদ্ধের বাস্তবতা তুলে ধরেছিলাম। কিন্তু তারা আমার কথা বিশ্বাস করিনি। আমি আজকেও বলে গেলাম, অপেক্ষা করুন। আমরা ব্যবস্থাও নিয়ে রাখব।

এর আগে শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে লেবানন থেকে আনুমানিক ৭৫টি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। তারা দাবি করেছে যে ইসরাইল কয়েক ডজন রকেট বাধা দিয়েছে। সূত্র : আল জাজিরা

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

হামাস যোদ্ধাদের দমাতে পারছেনা ইসরাইল

আপডেট সময় ০৩:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

গাজা যুদ্ধে ইসরাইল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপ-প্রধান রাম বেন-বারাক। তিনি ইসরাইলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। তিনি বলেন, চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক। এর সুষ্পষ্ট লক্ষ্যে ঘাটতি রয়েছে। সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার। আমাদের রাষ্ট্রও পতনের মুখে রয়েছে।

নির্বিচারে মানুষ হত্যা করে কানো যুদ্ধে জয়লাভ করা যায় না। গত সাত মাস ধরে দখলদার ইসরাইলী বাহিনী অবরুদ্ধ গাজায় গণহত্যা চালাচ্ছে। তবুও প্রতিরোধ যোদ্ধাদের দমাতে পারছে না। হামাস ঘোষণা দিয়েছে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসরাইলী সেনারা ক্লান্ত হয়ে পড়েছে। তবে কি তারা হেরে যাচ্ছে।

এদিকে গত কয়েক ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (১৮ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হামাস বলেছে যে ফিলিস্তিনিরা রাফা ও গাজার অন্যান্য স্থানে স্থল আক্রমণের মোকাবেলা করবে। আগ্রাসন যতই দীর্ঘস্থায়ী হোক না কেন, তারা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

সাক্ষাৎকারে বেন-বারাক বলেন, আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হয়। প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য। এছড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তিনি যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন, আমাকে একটা জিনিস দেখান যেটাতে আমরা সফল হয়েছি।

এদিকে, হিজবুল্লাহ ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে বলে স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। শুক্রবার (১৭ মে) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ওই স্বীকারোক্তি দেন তিনি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট স্বীকার করেছেন যে চলমান আন্তঃসীমান্ত সংঘর্ষে উত্তর ইসরাইলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়-ক্ষতি করেছে হিজবুল্লাহ। তিনি বলেন, আমি ইসরাইলের ব্যাপক ক্ষয়-ক্ষতির কথা বুঝি। আবার প্রতিপক্ষের ক্ষয়-ক্ষতি ও নিহতদের সংখ্যাও তো কম নয়।

তিনি জোর দিয়ে বলেন, তেল আবিবকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে। তাদের বিশ্বাস করতে হবে, যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটে যেতে পারে।

গ্যালান্ট বলেন, আমি গাজায় প্রবেশের আগে সৈন্যদের যুদ্ধের বাস্তবতা তুলে ধরেছিলাম। কিন্তু তারা আমার কথা বিশ্বাস করিনি। আমি আজকেও বলে গেলাম, অপেক্ষা করুন। আমরা ব্যবস্থাও নিয়ে রাখব।

এর আগে শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে লেবানন থেকে আনুমানিক ৭৫টি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। তারা দাবি করেছে যে ইসরাইল কয়েক ডজন রকেট বাধা দিয়েছে। সূত্র : আল জাজিরা