ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

বিশ্বের ধনী খেলোয়াড়দেশর শীর্ষে রোনালদো, তিনে মেসি

ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়দের তালিকায় শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ পেশাদার গলফার জন রাহমকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন পর্তুগীজ তারকা। এই তালিকায় তিনে অবস্থান করছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী রোনালদো গেল ১২ মাসে আয় করেছেন ২৬০ মিলিয়ন ডলার। আল নাসরে যোগ দেওয়ার আগে বছরে তার আয় ছিল ১৩৬ মিলিয়ন ডলার। সেটা বেড়ে হয়েছে ২৬০ মিলিয়ন।

অন্যদিকে রাহম গেল ১২ মাসে আয় করেছেন ২১৮ মিলিয়ন ডলার। তিনে থাকা মেসি গেল ১২ মাসে আয় করেছেন রোনালদোর প্রায় অর্ধেক ১৩৫ মিলিয়ন ডলার।

তারকা ফুটবলারদের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, নেইমার দ্য সিলভা জুনিয়র ও করিম বেনজেমা। ১১০ মিলিয়ন আয় করে এমবাপ্পে আছেন তালিকায় ষষ্ঠ স্থানে। ১০৮ মিলিয়ন নিয়ে নেইমার আছেন সপ্তম স্থানে। আর ১০৬ মিলিয়ন নিয়ে করিম বেনজেমা আছেন অষ্টম স্থানে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস ১২৮ মিলিয়ন ডলার আয় করে আছেন চতুর্থ স্থানে। আরেক বাস্কেটবল খেলোয়াড় জিয়ানিস আনতেতোকোউনম্পো ১১১ মিলিয়ন নিয়ে আছেন পঞ্চম স্থানে।

বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি ১০২ মিলিয়ন নিয়ে নবম ও যুক্তরাষ্ট্রের ফুটবলার লামার জ্যাকসন ১০০.৫ মিলিয়ন ডলার আয় করে জায়গা করে নিয়েছেন দশম স্থানে।

১. ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবল): ২৬০ মিলিয়ন ডলার,

২. জন রাহম (গলফ): ২১৮ মিলিয়ন ডলার,

৩. লিওনেল মেসি (ফুটবল): ১৩৫ মিলিয়ন ডলার,

৪. লেব্রন জেমস (বাস্কেটবল): ১২৮ মিলিয়ন ডলার,

৫. জিয়ানিস আনতেতোকোউনম্পো (বাস্কেটবল): ১১১ মিলিয়ন ডলার,

৬. কিলিয়ান এমবাপ্পে (ফুটবল): ১১০ মিলিয়ন ডলার,

৭. নেইমার (ফুটবল): ১০৮ মিলিয়ন ডলার,

৮. করিম বেনজেমা (ফুটবল): ১০৬ মিলিয়ন ডলার,

৯. স্টিফেন কারি (বাস্কেটবল): ১০২ মিলিয়ন ডলার,

১০. লামার জ্যাকসন (ফুটবল): ১০০.৫ মিলিয়ন ডলার।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

বিশ্বের ধনী খেলোয়াড়দেশর শীর্ষে রোনালদো, তিনে মেসি

আপডেট সময় ০৮:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়দের তালিকায় শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ পেশাদার গলফার জন রাহমকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন পর্তুগীজ তারকা। এই তালিকায় তিনে অবস্থান করছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী রোনালদো গেল ১২ মাসে আয় করেছেন ২৬০ মিলিয়ন ডলার। আল নাসরে যোগ দেওয়ার আগে বছরে তার আয় ছিল ১৩৬ মিলিয়ন ডলার। সেটা বেড়ে হয়েছে ২৬০ মিলিয়ন।

অন্যদিকে রাহম গেল ১২ মাসে আয় করেছেন ২১৮ মিলিয়ন ডলার। তিনে থাকা মেসি গেল ১২ মাসে আয় করেছেন রোনালদোর প্রায় অর্ধেক ১৩৫ মিলিয়ন ডলার।

তারকা ফুটবলারদের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, নেইমার দ্য সিলভা জুনিয়র ও করিম বেনজেমা। ১১০ মিলিয়ন আয় করে এমবাপ্পে আছেন তালিকায় ষষ্ঠ স্থানে। ১০৮ মিলিয়ন নিয়ে নেইমার আছেন সপ্তম স্থানে। আর ১০৬ মিলিয়ন নিয়ে করিম বেনজেমা আছেন অষ্টম স্থানে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস ১২৮ মিলিয়ন ডলার আয় করে আছেন চতুর্থ স্থানে। আরেক বাস্কেটবল খেলোয়াড় জিয়ানিস আনতেতোকোউনম্পো ১১১ মিলিয়ন নিয়ে আছেন পঞ্চম স্থানে।

বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি ১০২ মিলিয়ন নিয়ে নবম ও যুক্তরাষ্ট্রের ফুটবলার লামার জ্যাকসন ১০০.৫ মিলিয়ন ডলার আয় করে জায়গা করে নিয়েছেন দশম স্থানে।

১. ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবল): ২৬০ মিলিয়ন ডলার,

২. জন রাহম (গলফ): ২১৮ মিলিয়ন ডলার,

৩. লিওনেল মেসি (ফুটবল): ১৩৫ মিলিয়ন ডলার,

৪. লেব্রন জেমস (বাস্কেটবল): ১২৮ মিলিয়ন ডলার,

৫. জিয়ানিস আনতেতোকোউনম্পো (বাস্কেটবল): ১১১ মিলিয়ন ডলার,

৬. কিলিয়ান এমবাপ্পে (ফুটবল): ১১০ মিলিয়ন ডলার,

৭. নেইমার (ফুটবল): ১০৮ মিলিয়ন ডলার,

৮. করিম বেনজেমা (ফুটবল): ১০৬ মিলিয়ন ডলার,

৯. স্টিফেন কারি (বাস্কেটবল): ১০২ মিলিয়ন ডলার,

১০. লামার জ্যাকসন (ফুটবল): ১০০.৫ মিলিয়ন ডলার।