ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে দোয়া মাহফিল ও স্মরণসভা Logo ইসলামি দলগুলো কখনো ভিন্ন ধর্মীদের নির্যাতন করে না-তাহের Logo ইসরায়েলি র্ববতায় গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৬৯ জন ফিলিস্তিনি Logo মুন্সিগঞ্জে মাদক ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধ Logo সুন্দরগঞ্জের টাকার লোভ দেখিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ Logo আবারও শিবিরের ফরহাদের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ Logo আজ টিভিতে যে খেলা দেখবেন Logo মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ অন্তত ৮ জন Logo আ.লীগ ভারতপন্থী আর জামায়াত পাকিস্তানপন্থী দল: রিজভী Logo ইমাম মাহাদী দাবি করা ‘নুরাল পাগলা’র দেহাবশেষ কবর থেকে তুলে আগুন

বিশ্বের ধনী খেলোয়াড়দেশর শীর্ষে রোনালদো, তিনে মেসি

বিশ্বের ধনী খেলোয়াড়দেশর শীর্ষে রোনালদো, তিনে মেসি

ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়দের তালিকায় শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ পেশাদার গলফার জন রাহমকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন পর্তুগীজ তারকা। এই তালিকায় তিনে অবস্থান করছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী রোনালদো গেল ১২ মাসে আয় করেছেন ২৬০ মিলিয়ন ডলার। আল নাসরে যোগ দেওয়ার আগে বছরে তার আয় ছিল ১৩৬ মিলিয়ন ডলার। সেটা বেড়ে হয়েছে ২৬০ মিলিয়ন।

অন্যদিকে রাহম গেল ১২ মাসে আয় করেছেন ২১৮ মিলিয়ন ডলার। তিনে থাকা মেসি গেল ১২ মাসে আয় করেছেন রোনালদোর প্রায় অর্ধেক ১৩৫ মিলিয়ন ডলার।

তারকা ফুটবলারদের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, নেইমার দ্য সিলভা জুনিয়র ও করিম বেনজেমা। ১১০ মিলিয়ন আয় করে এমবাপ্পে আছেন তালিকায় ষষ্ঠ স্থানে। ১০৮ মিলিয়ন নিয়ে নেইমার আছেন সপ্তম স্থানে। আর ১০৬ মিলিয়ন নিয়ে করিম বেনজেমা আছেন অষ্টম স্থানে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস ১২৮ মিলিয়ন ডলার আয় করে আছেন চতুর্থ স্থানে। আরেক বাস্কেটবল খেলোয়াড় জিয়ানিস আনতেতোকোউনম্পো ১১১ মিলিয়ন নিয়ে আছেন পঞ্চম স্থানে।

বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি ১০২ মিলিয়ন নিয়ে নবম ও যুক্তরাষ্ট্রের ফুটবলার লামার জ্যাকসন ১০০.৫ মিলিয়ন ডলার আয় করে জায়গা করে নিয়েছেন দশম স্থানে।

১. ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবল): ২৬০ মিলিয়ন ডলার,

২. জন রাহম (গলফ): ২১৮ মিলিয়ন ডলার,

৩. লিওনেল মেসি (ফুটবল): ১৩৫ মিলিয়ন ডলার,

৪. লেব্রন জেমস (বাস্কেটবল): ১২৮ মিলিয়ন ডলার,

৫. জিয়ানিস আনতেতোকোউনম্পো (বাস্কেটবল): ১১১ মিলিয়ন ডলার,

৬. কিলিয়ান এমবাপ্পে (ফুটবল): ১১০ মিলিয়ন ডলার,

৭. নেইমার (ফুটবল): ১০৮ মিলিয়ন ডলার,

৮. করিম বেনজেমা (ফুটবল): ১০৬ মিলিয়ন ডলার,

৯. স্টিফেন কারি (বাস্কেটবল): ১০২ মিলিয়ন ডলার,

১০. লামার জ্যাকসন (ফুটবল): ১০০.৫ মিলিয়ন ডলার।

জনপ্রিয় সংবাদ

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ১৬ তম মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজারে দোয়া মাহফিল ও স্মরণসভা

বিশ্বের ধনী খেলোয়াড়দেশর শীর্ষে রোনালদো, তিনে মেসি

আপডেট সময় ০৮:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের সবচেয়ে ধনী খেলোয়াড়দের তালিকায় শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ পেশাদার গলফার জন রাহমকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন পর্তুগীজ তারকা। এই তালিকায় তিনে অবস্থান করছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী রোনালদো গেল ১২ মাসে আয় করেছেন ২৬০ মিলিয়ন ডলার। আল নাসরে যোগ দেওয়ার আগে বছরে তার আয় ছিল ১৩৬ মিলিয়ন ডলার। সেটা বেড়ে হয়েছে ২৬০ মিলিয়ন।

অন্যদিকে রাহম গেল ১২ মাসে আয় করেছেন ২১৮ মিলিয়ন ডলার। তিনে থাকা মেসি গেল ১২ মাসে আয় করেছেন রোনালদোর প্রায় অর্ধেক ১৩৫ মিলিয়ন ডলার।

তারকা ফুটবলারদের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, নেইমার দ্য সিলভা জুনিয়র ও করিম বেনজেমা। ১১০ মিলিয়ন আয় করে এমবাপ্পে আছেন তালিকায় ষষ্ঠ স্থানে। ১০৮ মিলিয়ন নিয়ে নেইমার আছেন সপ্তম স্থানে। আর ১০৬ মিলিয়ন নিয়ে করিম বেনজেমা আছেন অষ্টম স্থানে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস ১২৮ মিলিয়ন ডলার আয় করে আছেন চতুর্থ স্থানে। আরেক বাস্কেটবল খেলোয়াড় জিয়ানিস আনতেতোকোউনম্পো ১১১ মিলিয়ন নিয়ে আছেন পঞ্চম স্থানে।

বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কারি ১০২ মিলিয়ন নিয়ে নবম ও যুক্তরাষ্ট্রের ফুটবলার লামার জ্যাকসন ১০০.৫ মিলিয়ন ডলার আয় করে জায়গা করে নিয়েছেন দশম স্থানে।

১. ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবল): ২৬০ মিলিয়ন ডলার,

২. জন রাহম (গলফ): ২১৮ মিলিয়ন ডলার,

৩. লিওনেল মেসি (ফুটবল): ১৩৫ মিলিয়ন ডলার,

৪. লেব্রন জেমস (বাস্কেটবল): ১২৮ মিলিয়ন ডলার,

৫. জিয়ানিস আনতেতোকোউনম্পো (বাস্কেটবল): ১১১ মিলিয়ন ডলার,

৬. কিলিয়ান এমবাপ্পে (ফুটবল): ১১০ মিলিয়ন ডলার,

৭. নেইমার (ফুটবল): ১০৮ মিলিয়ন ডলার,

৮. করিম বেনজেমা (ফুটবল): ১০৬ মিলিয়ন ডলার,

৯. স্টিফেন কারি (বাস্কেটবল): ১০২ মিলিয়ন ডলার,

১০. লামার জ্যাকসন (ফুটবল): ১০০.৫ মিলিয়ন ডলার।