ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo চবি ছাত্রদলের নেতা মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল Logo নর্থসাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কোরআন বিতরণ Logo দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন কারাগারে Logo ঢাকায় আসছেন জাকির নায়েক Logo হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা: চিফ প্রসিকিউটর Logo ১৩টি ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ আ.লীগ-বিএনপি নেতাদের বিরুদ্ধে Logo টিভিতে যে খেলা থাকছে আজ Logo মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সং’ঘর্ষ Logo ১৭ বছর আন্দোলন করেছি বাসস্ট্যান্ড দখলের জন্য নয়: ইশরাক

নোবিপ্রবিতে এবার ফার্মেসি বিভাগেও চালু হলো পিএইচডি প্রোগ্রাম

পিএইচডি প্রোগ্রাম চালু করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগ।

মঙ্গলবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গত ১৩ মে (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সূত্র বলছে, এই প্রোগ্রামের অধীনে সর্বোচ্চ ১৮ জন শিক্ষার্থী তাদের পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে পারবে। আবেদনকারীরা সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের মধ্য হতে তত্ত্বাবধায়ক নির্বাচন করে তার বা তাদের মাধ্যমে পিএইচডি গবেষণার আবেদন দাখিল করতে পারবে।

এর আগে গত ৫ মে (রোববার) নোবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ ১ম বারের মতো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করে। যাকে মাইলফলক হিসেবে অবহিত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার সেই তালিকায় যুক্ত হলো ফার্মেসি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ২য় বিভাগ হিসেবে প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে বিভাগটি।

বিজ্ঞপ্তি হতে জানা যায়, আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) থেকে আবেদন পত্র ডাউনলোড করা যাবে। যথাযথভাবে পূরণ পূর্বক আবেদন ফরম ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অফিসে জমা দিতে হবে। আবেদন পত্রের সাথে সকল পরীক্ষার নম্বর পত্রের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি (সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান কর্তৃক সত্যয়নকৃত) এবং গবেষণার একটি রূপরেখা (Synopsis) জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি হতে আরো জানা যায়, বিদেশ থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি কর্তৃক সমতা সনদ প্রদান করতে হবে। পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীকে ইউজিসি স্বীকৃত বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ০৪ (চার) বা ০৫ (পাঁচ) বছর মেয়াদী স্নাতক ও এক বছর মেয়াদী মাস্টার্স অথবা এমফিল ডিগ্রির অধিকারী হতে হবে। প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণিসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। জিপিএ নিয়মে মাধ্যমিক বা সমমান থেকে স্নাতক বা স্নাতকোত্তর পর্যন্ত সকল পরীক্ষায় জিপিএ-৫ এর মধ্যে ৩.৫ অথবা জিপিএ-৪ এর মধ্যে ৩ থাকতে হবে।

০৩ (তিন) বছর মেয়াদী স্নাতক সম্মান এবং ০১ (এক) বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রি ধারী প্রার্থীদের ক্ষেত্রে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ছাড়াও স্নাতক পর্যায়ে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দু’বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে দু’বছরের গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে দু’বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।

এ বিষয়ে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মো. শফিকুল ইসলাম বলেন, “আমরা ফার্মেসি বিভাগ পিএইচডি প্রোগ্রাম চালু করতে পেরে অনেক বেশি উচ্ছ্বসিত। আমরা চাই উচ্চশিক্ষায় আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা এগিয়ে যাক, দেশের সুনাম বয়ে আনুক।”

তিনি আরও বলেন, ‘আমাদের বিভাগে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষকরা শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে নানা প্রতিবন্ধকতায় আমরা পিএইচডি ডিগ্রি শুরু করতে পারিনি। আমাদের এখানে গবেষণার জন্য পর্যাপ্ত পরিমাণে যন্ত্রপাতি রয়েছে। তবে যদি এমন কিছু থাকে যা এখানে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না তাহলে আন্তর্জাতিক কোলাবোরেশানে আমরা তা সম্পন্ন করবো।মৌলিক গবেষণা করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ইতিমধ্যে ফার্মেসি ও ফিমস বিভাগে পিএইচডি প্রোগ্রাম চালু হয়েছে। এছাড়াও যেকোনো বিভাগ যদি পিএইচডি প্রোগ্রাম চালুর ইচ্ছে পোষণ করে এবং পিএইচডি’র শিক্ষার্থীদের পরিচালনার মতো যোগ্যতাসম্পন্ন শিক্ষক যদি বিভাগে থাকে তারা সুনির্দিষ্ট নীতিমালা মেনে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমতি পেতে পারে।

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নোবিপ্রবিতে এবার ফার্মেসি বিভাগেও চালু হলো পিএইচডি প্রোগ্রাম

আপডেট সময় ০৪:২৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

পিএইচডি প্রোগ্রাম চালু করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগ।

মঙ্গলবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গত ১৩ মে (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সূত্র বলছে, এই প্রোগ্রামের অধীনে সর্বোচ্চ ১৮ জন শিক্ষার্থী তাদের পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে পারবে। আবেদনকারীরা সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের মধ্য হতে তত্ত্বাবধায়ক নির্বাচন করে তার বা তাদের মাধ্যমে পিএইচডি গবেষণার আবেদন দাখিল করতে পারবে।

এর আগে গত ৫ মে (রোববার) নোবিপ্রবির ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ ১ম বারের মতো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করে। যাকে মাইলফলক হিসেবে অবহিত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার সেই তালিকায় যুক্ত হলো ফার্মেসি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ২য় বিভাগ হিসেবে প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে বিভাগটি।

বিজ্ঞপ্তি হতে জানা যায়, আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) থেকে আবেদন পত্র ডাউনলোড করা যাবে। যথাযথভাবে পূরণ পূর্বক আবেদন ফরম ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অফিসে জমা দিতে হবে। আবেদন পত্রের সাথে সকল পরীক্ষার নম্বর পত্রের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি (সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/বিভাগের চেয়ারম্যান কর্তৃক সত্যয়নকৃত) এবং গবেষণার একটি রূপরেখা (Synopsis) জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি হতে আরো জানা যায়, বিদেশ থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে ইউজিসি কর্তৃক সমতা সনদ প্রদান করতে হবে। পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীকে ইউজিসি স্বীকৃত বাংলাদেশের যেকোন বিশ্ববিদ্যালয় থেকে ০৪ (চার) বা ০৫ (পাঁচ) বছর মেয়াদী স্নাতক ও এক বছর মেয়াদী মাস্টার্স অথবা এমফিল ডিগ্রির অধিকারী হতে হবে। প্রার্থীদের সব পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণিসহ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। জিপিএ নিয়মে মাধ্যমিক বা সমমান থেকে স্নাতক বা স্নাতকোত্তর পর্যন্ত সকল পরীক্ষায় জিপিএ-৫ এর মধ্যে ৩.৫ অথবা জিপিএ-৪ এর মধ্যে ৩ থাকতে হবে।

০৩ (তিন) বছর মেয়াদী স্নাতক সম্মান এবং ০১ (এক) বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রি ধারী প্রার্থীদের ক্ষেত্রে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ছাড়াও স্নাতক পর্যায়ে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দু’বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোন স্বীকৃতমানের গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে দু’বছরের গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে দু’বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে।

এ বিষয়ে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. মো. শফিকুল ইসলাম বলেন, “আমরা ফার্মেসি বিভাগ পিএইচডি প্রোগ্রাম চালু করতে পেরে অনেক বেশি উচ্ছ্বসিত। আমরা চাই উচ্চশিক্ষায় আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা এগিয়ে যাক, দেশের সুনাম বয়ে আনুক।”

তিনি আরও বলেন, ‘আমাদের বিভাগে আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষকরা শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে নানা প্রতিবন্ধকতায় আমরা পিএইচডি ডিগ্রি শুরু করতে পারিনি। আমাদের এখানে গবেষণার জন্য পর্যাপ্ত পরিমাণে যন্ত্রপাতি রয়েছে। তবে যদি এমন কিছু থাকে যা এখানে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না তাহলে আন্তর্জাতিক কোলাবোরেশানে আমরা তা সম্পন্ন করবো।মৌলিক গবেষণা করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ইতিমধ্যে ফার্মেসি ও ফিমস বিভাগে পিএইচডি প্রোগ্রাম চালু হয়েছে। এছাড়াও যেকোনো বিভাগ যদি পিএইচডি প্রোগ্রাম চালুর ইচ্ছে পোষণ করে এবং পিএইচডি’র শিক্ষার্থীদের পরিচালনার মতো যোগ্যতাসম্পন্ন শিক্ষক যদি বিভাগে থাকে তারা সুনির্দিষ্ট নীতিমালা মেনে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমতি পেতে পারে।