ঢাকা ০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধর্ষকদের শাস্তির হবে প্রকাশ্য মৃত্যুদন্ড: পাবিপ্রবি শিক্ষার্থীরা Logo ডাঃ লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ Logo ‘জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরব সমুন্নত রাখতে হবে’স্বরাষ্ট্র উপদেষ্টা Logo টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান Logo ভারতকে হারালে ১ কোটি রুপি পুরস্কার পাবেন রিজওয়ানরা, প্রতিশ্রুতি গভর্নরের Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন

সাধারণ মানুষের ওপর আমরা হামলা করছি না: হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র ওসামা হামদান বলেছেন, আমরা কোনও সাধারণ মানুষের ওপর হামলা করছি না। রবিবার (০৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, আপনাকে বসতি স্থাপনকারী ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে। কারণ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করেছে।

ইসরায়েলি বসতিকে অবৈধ মনে করে হামদান বলেন, বসতি স্থাপনকারীরা দখলদার ও ইসরায়েলি সশস্ত্র বাহিনীর অংশ। তারা বেসামরিক নাগরিক নন।

দক্ষিণ ইসরায়েলের বেসামরিক নাগরিকদেরকে বসতি স্থাপনকারী বিবেচনা করা হয় কিনা জানতে চাইলে হামদান বলেন, সবাই জানে সেখানে বসতি রয়েছে।

শনিবার সকালে গাজা থেকে থেকে ইসরায়েলের সীমান্ত এলাকায় রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের দাবি, কমপক্ষে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে। তবে ইসরায়েল বলেছে, রকেটের সংখ্যা আড়াই হাজারের বেশি হতে পারে। এছাড়া হামাস যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালিয়েছে, বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থল, আকাশ ও সাগর পথে এক যোগে হামলা চালানো হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালাচ্ছে। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি বলেছেন, তাদের অভিযানে শতাধিক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। বিমান হামলায় গাজায় ৩১৩ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য অধিদফতর। অন্যদিকে ইসরায়েলে অন্তত ৪০০জন নিহত হয়েছেন। হাজারো মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। উভয়পক্ষে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

জনপ্রিয় সংবাদ

ধর্ষকদের শাস্তির হবে প্রকাশ্য মৃত্যুদন্ড: পাবিপ্রবি শিক্ষার্থীরা

সাধারণ মানুষের ওপর আমরা হামলা করছি না: হামাস

আপডেট সময় ০৯:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ মুখপাত্র ওসামা হামদান বলেছেন, আমরা কোনও সাধারণ মানুষের ওপর হামলা করছি না। রবিবার (০৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, আপনাকে বসতি স্থাপনকারী ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য করতে হবে। কারণ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের ওপর আক্রমণ করেছে।

ইসরায়েলি বসতিকে অবৈধ মনে করে হামদান বলেন, বসতি স্থাপনকারীরা দখলদার ও ইসরায়েলি সশস্ত্র বাহিনীর অংশ। তারা বেসামরিক নাগরিক নন।

দক্ষিণ ইসরায়েলের বেসামরিক নাগরিকদেরকে বসতি স্থাপনকারী বিবেচনা করা হয় কিনা জানতে চাইলে হামদান বলেন, সবাই জানে সেখানে বসতি রয়েছে।

শনিবার সকালে গাজা থেকে থেকে ইসরায়েলের সীমান্ত এলাকায় রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের দাবি, কমপক্ষে ৫ হাজার রকেট ছোড়া হয়েছে। তবে ইসরায়েল বলেছে, রকেটের সংখ্যা আড়াই হাজারের বেশি হতে পারে। এছাড়া হামাস যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালিয়েছে, বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণ নিয়েছে। স্থল, আকাশ ও সাগর পথে এক যোগে হামলা চালানো হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালাচ্ছে। এ ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি বলেছেন, তাদের অভিযানে শতাধিক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। বিমান হামলায় গাজায় ৩১৩ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য অধিদফতর। অন্যদিকে ইসরায়েলে অন্তত ৪০০জন নিহত হয়েছেন। হাজারো মানুষ হাসপাতালে ভর্তি রয়েছে। উভয়পক্ষে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।