ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার রেকর্ড নেই: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। ‘আর রাজনীতি করব না’ এই মুচলেকা দিয়ে ২০০৭ সালে বিদেশে পালিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৩ মে) দুপুরে ঢাকার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের বিএনপিকে নিশ্চিহ্ন করার দরকার নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “গত ২৮ অক্টোবর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। সেদিনও দেখলাম পল্টন ময়দান থেকে একে একে দৌড়াতে দৌড়াতে অলিগলি কোথায় দিয়ে যে পালিয়েছে।”

ওবায়দুল কাদের বলেন, “তারা (বিএনপি) যদি রাজনৈতিকভাবে এগোতে চায়, আমরাও মোকাবিলা করব। তারা যদি আবারও সন্ত্রাস করে, তাহলে আমরাও সেভাবেই মোকাবিলা করব। আগে থেকে এ নিয়ে কিছু বলতে চাই না।”

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদ ও আহতদের স্মরণে ‘এসবিপি’র দোয়া ও আলোচনা সভা

আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার রেকর্ড নেই: কাদের

আপডেট সময় ০৩:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো রেকর্ড নেই। ‘আর রাজনীতি করব না’ এই মুচলেকা দিয়ে ২০০৭ সালে বিদেশে পালিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৩ মে) দুপুরে ঢাকার ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের বিএনপিকে নিশ্চিহ্ন করার দরকার নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “গত ২৮ অক্টোবর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। সেদিনও দেখলাম পল্টন ময়দান থেকে একে একে দৌড়াতে দৌড়াতে অলিগলি কোথায় দিয়ে যে পালিয়েছে।”

ওবায়দুল কাদের বলেন, “তারা (বিএনপি) যদি রাজনৈতিকভাবে এগোতে চায়, আমরাও মোকাবিলা করব। তারা যদি আবারও সন্ত্রাস করে, তাহলে আমরাও সেভাবেই মোকাবিলা করব। আগে থেকে এ নিয়ে কিছু বলতে চাই না।”

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।