ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সড়কে মৃত্যুর হার কমাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়কে মৃত্যুর হার কমাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়কে মৃত্যুর হার কমানো সরকারের উদ্দেশ্য। সড়ক নিরাপদ করতে কাজ করছেন সংশ্লিষ্টরা। শনিবার (১১ মে) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই‘র (নিসচা) দশম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বজন হারানোর বেদনা ইলিয়াস (কাঞ্চন) ভাই যেমন বোঝেন, আমরাও তেমনই বুঝি। সড়কে কেউ হারিয়ে যাক, সেটা আমরা চাই না। কারো অঙ্গহানি হোক, সেটাও আমরা চাই না। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে চাই। আমরা আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে চাই। সেজন্য আমরা সহযোগিতা চাই।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মানুষ আহত, নিহত হচ্ছে। সড়কে খালি হচ্ছে হাজারো মায়ের কোল। এসব সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। দুর্ঘটনার কারণ চিহ্নিত করে সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে দাবি করে আসছে নিরাপদ সড়ক চাই। সরকার ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে, যা পালিত হচ্ছে। আমরা চাই দুর্ঘটনা কম হোক, দুর্ঘটনায় আর কেউ মৃত্যুবরণ না করুক। পৃথিবীর সব দেশে দুর্ঘটনা ঘটে।

মানুষের মৃত্যু হয়। বাংলাদেশে যাতে সড়ক দুর্ঘটনা কমে, সেজন্যই কাজ করে যাচ্ছি। আইনে গাড়িচালক, হেলপার, মালিক এবং বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির দায়িত্ব যথাযথভাবে বিশ্লেষণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

সড়কে মৃত্যুর হার কমাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়কে মৃত্যুর হার কমানো সরকারের উদ্দেশ্য। সড়ক নিরাপদ করতে কাজ করছেন সংশ্লিষ্টরা। শনিবার (১১ মে) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই‘র (নিসচা) দশম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বজন হারানোর বেদনা ইলিয়াস (কাঞ্চন) ভাই যেমন বোঝেন, আমরাও তেমনই বুঝি। সড়কে কেউ হারিয়ে যাক, সেটা আমরা চাই না। কারো অঙ্গহানি হোক, সেটাও আমরা চাই না। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিতে চাই। আমরা আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে চাই। সেজন্য আমরা সহযোগিতা চাই।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মানুষ আহত, নিহত হচ্ছে। সড়কে খালি হচ্ছে হাজারো মায়ের কোল। এসব সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। দুর্ঘটনার কারণ চিহ্নিত করে সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময়ে দাবি করে আসছে নিরাপদ সড়ক চাই। সরকার ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে, যা পালিত হচ্ছে। আমরা চাই দুর্ঘটনা কম হোক, দুর্ঘটনায় আর কেউ মৃত্যুবরণ না করুক। পৃথিবীর সব দেশে দুর্ঘটনা ঘটে।

মানুষের মৃত্যু হয়। বাংলাদেশে যাতে সড়ক দুর্ঘটনা কমে, সেজন্যই কাজ করে যাচ্ছি। আইনে গাড়িচালক, হেলপার, মালিক এবং বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সির দায়িত্ব যথাযথভাবে বিশ্লেষণ করা হয়েছে।