ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

পরীক্ষায় বসলেন বুয়েটের শিক্ষার্থীরা

প্রায় দেড় মাস পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অচলাবস্থা কাটল। বর্জন করা ও স্থগিত টার্ম ফাইনাল পরীক্ষা দিতে বসলেন শিক্ষার্থীরা।

শনিবার (১১ মে) থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ৬ জুন পর্যন্ত। পরীক্ষা চলাকালে অবশ্য বুয়েটে কোনো ক্লাস হবে না।

আজ সকাল নয়টায় বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হয়। বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিতে আসেন শিক্ষার্থীরা। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুয়েটের ১৩টি বিভাগের মধ্যে ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক কৌশল বিভাগ এবং স্থাপত্য বিভাগ ছাড়া বাকি ১১ বিভাগের শিক্ষার্থীদেরই পরীক্ষা ছিল। আজ বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় পর্বে এ দুই বিভাগ এবং শিল্প ও উৎপাদন কৌশল বিভাগ ছাড়া সব বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন।

বুয়েটের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই বুয়েট প্রশাসন পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। এ ছাড়া ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের যে অবস্থান, তার সঙ্গে বুয়েট প্রশাসনও একমত এবং এ বিষয়ে আইনি লড়াই করতেও প্রশাসন সম্মত। ফলে নতুন করে শুরু হওয়া টার্ম ফাইনাল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে পরীক্ষা চলাকালে আগামী ৬ জুন পর্যন্ত বুয়েটে কোনো ক্লাস নেই।

গত ৩০ মার্চ থেকে বুয়েটে টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ৮ মে।

কিন্তু ছাত্ররাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঈদের আগে ও পরে ধারাবাহিকভাবে পরীক্ষা বর্জন করেন বুয়েটের সব ব্যাচের শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে ২০ এপ্রিল টার্ম ফাইনালের বাকি পরীক্ষাগুলো স্থগিত এবং শিক্ষার্থীদের বর্জন করা পরীক্ষাগুলোর তারিখ পুনর্নির্ধারণ করে পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেয় বুয়েটের একাডেমিক কাউন্সিল। দফায় দফায় বৈঠক শেষে ৭ মে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

পরীক্ষায় বসলেন বুয়েটের শিক্ষার্থীরা

আপডেট সময় ০৪:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

প্রায় দেড় মাস পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অচলাবস্থা কাটল। বর্জন করা ও স্থগিত টার্ম ফাইনাল পরীক্ষা দিতে বসলেন শিক্ষার্থীরা।

শনিবার (১১ মে) থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ৬ জুন পর্যন্ত। পরীক্ষা চলাকালে অবশ্য বুয়েটে কোনো ক্লাস হবে না।

আজ সকাল নয়টায় বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হয়। বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিতে আসেন শিক্ষার্থীরা। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুয়েটের ১৩টি বিভাগের মধ্যে ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক কৌশল বিভাগ এবং স্থাপত্য বিভাগ ছাড়া বাকি ১১ বিভাগের শিক্ষার্থীদেরই পরীক্ষা ছিল। আজ বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দ্বিতীয় পর্বে এ দুই বিভাগ এবং শিল্প ও উৎপাদন কৌশল বিভাগ ছাড়া সব বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন।

বুয়েটের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই বুয়েট প্রশাসন পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে। এ ছাড়া ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের যে অবস্থান, তার সঙ্গে বুয়েট প্রশাসনও একমত এবং এ বিষয়ে আইনি লড়াই করতেও প্রশাসন সম্মত। ফলে নতুন করে শুরু হওয়া টার্ম ফাইনাল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে পরীক্ষা চলাকালে আগামী ৬ জুন পর্যন্ত বুয়েটে কোনো ক্লাস নেই।

গত ৩০ মার্চ থেকে বুয়েটে টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ৮ মে।

কিন্তু ছাত্ররাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঈদের আগে ও পরে ধারাবাহিকভাবে পরীক্ষা বর্জন করেন বুয়েটের সব ব্যাচের শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে ২০ এপ্রিল টার্ম ফাইনালের বাকি পরীক্ষাগুলো স্থগিত এবং শিক্ষার্থীদের বর্জন করা পরীক্ষাগুলোর তারিখ পুনর্নির্ধারণ করে পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেয় বুয়েটের একাডেমিক কাউন্সিল। দফায় দফায় বৈঠক শেষে ৭ মে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়।