ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার Logo প্রেমের শাস্তি হিসেবে দম্পতিকে গরুর জোয়ালে বেঁধে হালচাষ Logo ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম Logo সুন্দরগঞ্জে ভাতিজার চুরি আঘাতে চাচা নিহত, স্ত্রী সন্তান আহত Logo “তারেক রহমান খালি দেশে আসুক! তোগো চামড়া খালাই হালাইয়াম। ইটস্ ওপেন থ্রেট” Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ Logo মৌলভীবাজারে বুলডোজার দিয়ে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা Logo মিটফোর্ডের হত্যাকাণ্ড ‘পৈশাচিক’: বিএনপি মহাসচিব Logo রাজধানীতে ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

বগুড়ার মহাস্থানগড় মেলায় চলছে রমরমা মাদক ব্যবসা

জায়গায় জায়গায় গাঁজার আসর: ছবি । ঢাকা ভয়েস২৪

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যেদিয়ে পালিত হচ্ছে মহস্থানে গাঞ্জাসেবীদের মহা মিলন মেলা। ঐতিহাসিক মহস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী (রঃ) এর বিজয় দিবস বৈশাখের শেষ বৃহস্পতিবার। যথাযথ মর্যাদা ও ধর্মীয়উৎসাহ উদ্দিপনার মধ্যেদিয়ে পালন হওয়ার কথা থাকলেও, পুলিশ প্রশাসনের কোন বাধাই তারা মানেনি।নাচ গান আর গাঁজা সেবনের মধ্যে দিয়েই চলছে বৈশাখের শেষ বৃহস্পতিবার।

প্রতি বছরের ন্যায়, পুণ্ড্র বর্ধনের রাজধানী প্রাচীন ঐতিহ্যের বাহন হিন্দু-মুসলিমদের তীর্থ স্থান, উপজেলার ঐতিহাসিক মহাস্থান গড়ে হযরত শাহ সুলতান বন্ধী মাহীসওয়ার (রঃ) এর মাজার এলাকায়, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এ মেলা বসে।

ঐহিতাসিক মহাস্থান গড়ে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে বৃহস্পতিবার পালিত হলো গাঁজা সেবীদের মিলন মেলা।

এলাকায় শরিয়ত,মারিফত,
তরিকত, হাকিকত, মুরশীদি, ভাওইয়া, ভাটিয়ালীসহ বিভিন ধরনের গান নেচে গেয়ে রাত কাটাচ্ছেন।

মেলা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জটাধারীদের আগমন ঘটে এখানে। জটাধারী নারী পুরুষ গানের ফাঁকে ফাঁকে মনের সুখে গাঁজার কলকিতে টান দেয়, বিভিন্ন ধরনের সিকলি বলে। গাঁজার ধুঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে মহাস্থান গড় এলাকার আকাশ বাতাস। এসব দৃশ্য দেখতে দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার জনতা হুমড়ি খেয়ে পড়ে এখানে। মহাস্থান এলাকায় গাঁজার ধুয়া বন্ধ করতে প্রতি বছরের ন্যায় এবারও প্রশাসন কঠোর অবস্থান নিয়েছিল।

থানা পুলিশের একটি সূত্র জানায়, এবার শেষ বৈশাখিতে মহাস্থান গড় এলাকায় গাঁজা সেবন তথা সম্পূর্ন মাদকমুক্ত পরিবেশ এবং সার্বিক আইনশৃংখলা বজায় রাখতে সার্বক্ষনিক ম্যাজিস্ট্রেট, বিপুল পরিমান পোষাক ও সাদা
পোষাকে পুলিশ, র‍্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার মহাস্থানগড় মেলায় চলছে রমরমা মাদক ব্যবসা

আপডেট সময় ০২:১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যেদিয়ে পালিত হচ্ছে মহস্থানে গাঞ্জাসেবীদের মহা মিলন মেলা। ঐতিহাসিক মহস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী (রঃ) এর বিজয় দিবস বৈশাখের শেষ বৃহস্পতিবার। যথাযথ মর্যাদা ও ধর্মীয়উৎসাহ উদ্দিপনার মধ্যেদিয়ে পালন হওয়ার কথা থাকলেও, পুলিশ প্রশাসনের কোন বাধাই তারা মানেনি।নাচ গান আর গাঁজা সেবনের মধ্যে দিয়েই চলছে বৈশাখের শেষ বৃহস্পতিবার।

প্রতি বছরের ন্যায়, পুণ্ড্র বর্ধনের রাজধানী প্রাচীন ঐতিহ্যের বাহন হিন্দু-মুসলিমদের তীর্থ স্থান, উপজেলার ঐতিহাসিক মহাস্থান গড়ে হযরত শাহ সুলতান বন্ধী মাহীসওয়ার (রঃ) এর মাজার এলাকায়, বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এ মেলা বসে।

ঐহিতাসিক মহাস্থান গড়ে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে বৃহস্পতিবার পালিত হলো গাঁজা সেবীদের মিলন মেলা।

এলাকায় শরিয়ত,মারিফত,
তরিকত, হাকিকত, মুরশীদি, ভাওইয়া, ভাটিয়ালীসহ বিভিন ধরনের গান নেচে গেয়ে রাত কাটাচ্ছেন।

মেলা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জটাধারীদের আগমন ঘটে এখানে। জটাধারী নারী পুরুষ গানের ফাঁকে ফাঁকে মনের সুখে গাঁজার কলকিতে টান দেয়, বিভিন্ন ধরনের সিকলি বলে। গাঁজার ধুঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে মহাস্থান গড় এলাকার আকাশ বাতাস। এসব দৃশ্য দেখতে দেশের বিভিন্ন এলাকার হাজার হাজার জনতা হুমড়ি খেয়ে পড়ে এখানে। মহাস্থান এলাকায় গাঁজার ধুয়া বন্ধ করতে প্রতি বছরের ন্যায় এবারও প্রশাসন কঠোর অবস্থান নিয়েছিল।

থানা পুলিশের একটি সূত্র জানায়, এবার শেষ বৈশাখিতে মহাস্থান গড় এলাকায় গাঁজা সেবন তথা সম্পূর্ন মাদকমুক্ত পরিবেশ এবং সার্বিক আইনশৃংখলা বজায় রাখতে সার্বক্ষনিক ম্যাজিস্ট্রেট, বিপুল পরিমান পোষাক ও সাদা
পোষাকে পুলিশ, র‍্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন দায়িত্ব পালন করছেন।