ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হিন্দুস্তান টাইমসে হাসিনার আয়নাঘর ভয়াবহ বর্ণনা Logo নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘ডানা’পরিণত হয়েছে Logo রাষ্ট্রপতি পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে ছাত্র জনতার লাঠি মিছিল Logo গাজায় ইসরায়েলি বর্বরতা হামলায় গত ৪৮ ঘণ্টায় নিহত ১১৫ Logo অবসর ভাঙতেও রাজি ওয়ার্নার, শুধু অপেক্ষা এক ফোনকলের Logo বগুড়ায় ভূমিদস্যুর কবল থেকে ভিটে-মাটি রক্ষার দাবিতে মানববন্ধন Logo দাগনভূঞায় জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালন Logo চুপ্পুর জন্মভুমি পাবনাতেই রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল Logo ফেনীতে রাষ্ট্রপতির পদত্যাগ ও আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল  Logo নোবিপ্রবিতে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

পাঁচ বছর পর ইউরোপ সফরে শি চিনপিং

পাঁচ বছর পর ইউরোপ সফরে শি চিনপিং

পাঁচ বছরের মধ্যে এই প্রথমবার ইউরোপাীয় ইউনিয়ন সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। ২০১৯ সালে শি চিনপিং শেষ ইইউ সফর করেছেন। শি তার সফর শুরু করছেন ফ্রান্স থেকে। এরপর তিনি সার্বিয়া ও হাঙ্গেরি যাবেন।

প্যারিসে তিনি ইইউ-এর কঠোর নীতির মুখে পড়তে পারেন তবে সার্বিয়া ও হাঙ্গেরিতে পাবেন উষ্ণ অভ্যর্থনা। কারণ, এই দুই দেশ রাশিয়ার প্রতি নরম নীতি মেনে চলে। সোমবার প্যারিসে শি চিনপিংয়ের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছেন ম্যাখোঁ। সেখানে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েনও থাকবেন।

ফরাসি প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়েছে, আলোচনা পুরোপুরি রাজনৈতিক হবে। রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গ সেখানে গুরুত্ব পাবে। ২০২২ থেকে ইইউ রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু চীন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে।

ফ্রান্সে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত অবশ্য দাবি করেছেন, রাশিয়ার প্রতি চীন নিরপেক্ষ অবস্থান নিয়ে চলছে। ফ্রান্সের সরকারি সূত্র জানিয়েছে, রাশিয়া যাতে এই বিরোধ মেটানোর রাস্তায় আসে তার জন্য চীনকে চাপ দেবে ফ্রান্স। তবে এই চাপে কতটা কাজ হবে তা নিয়ে সংশয় আছে। কারণ, গত বছর ফ্রান্সের অনুরোধে শি চিনপিং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে রাজি হন, তারপরও কিছুই বদলায়নি। প্যারিসের ক্যাথলিক ইনস্টিটিউটের গবেষক এমানুয়েল লিনকট ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘ম্যাখোঁর সঙ্গে শি চিনপিংয়ের বৈঠক গুরুত্বপূর্ণ।

হিন্দুস্তান টাইমসে হাসিনার আয়নাঘর ভয়াবহ বর্ণনা

পাঁচ বছর পর ইউরোপ সফরে শি চিনপিং

আপডেট সময় ০৭:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪

পাঁচ বছরের মধ্যে এই প্রথমবার ইউরোপাীয় ইউনিয়ন সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। ২০১৯ সালে শি চিনপিং শেষ ইইউ সফর করেছেন। শি তার সফর শুরু করছেন ফ্রান্স থেকে। এরপর তিনি সার্বিয়া ও হাঙ্গেরি যাবেন।

প্যারিসে তিনি ইইউ-এর কঠোর নীতির মুখে পড়তে পারেন তবে সার্বিয়া ও হাঙ্গেরিতে পাবেন উষ্ণ অভ্যর্থনা। কারণ, এই দুই দেশ রাশিয়ার প্রতি নরম নীতি মেনে চলে। সোমবার প্যারিসে শি চিনপিংয়ের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছেন ম্যাখোঁ। সেখানে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েনও থাকবেন।

ফরাসি প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়েছে, আলোচনা পুরোপুরি রাজনৈতিক হবে। রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গ সেখানে গুরুত্ব পাবে। ২০২২ থেকে ইইউ রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু চীন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে।

ফ্রান্সে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত অবশ্য দাবি করেছেন, রাশিয়ার প্রতি চীন নিরপেক্ষ অবস্থান নিয়ে চলছে। ফ্রান্সের সরকারি সূত্র জানিয়েছে, রাশিয়া যাতে এই বিরোধ মেটানোর রাস্তায় আসে তার জন্য চীনকে চাপ দেবে ফ্রান্স। তবে এই চাপে কতটা কাজ হবে তা নিয়ে সংশয় আছে। কারণ, গত বছর ফ্রান্সের অনুরোধে শি চিনপিং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে রাজি হন, তারপরও কিছুই বদলায়নি। প্যারিসের ক্যাথলিক ইনস্টিটিউটের গবেষক এমানুয়েল লিনকট ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘ম্যাখোঁর সঙ্গে শি চিনপিংয়ের বৈঠক গুরুত্বপূর্ণ।