ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোস্তাফিজ-পাথিরানাকে ছাড়া ম্যাচ জিতলো চেন্নাই

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দেশে ফিরে গেছেন লঙ্কান পেসার পাথিরানা। মোস্তাফিজুর রহমান বাংলাদেশে ফিরেছেন এসেছেন জাতীয় দলের প্রয়োজনে। দলের সেরা দুই পেসারকে হারিয়ে চেন্নাই সুপার কিংস কেমন করে, সেটাই ছিল দেখার।

প্রথম পরীক্ষায় অবশ্য উৎড়ে গেছে চেন্নাই। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সে মোস্তাফিজ-পাথিরানার অভাব বুঝতে পারেনি রুতুুরাজ গায়কোয়াড়ের দল। ধর্মশালায় পাঞ্জাব কিংসকে আজ (রোববার) তারা হারিয়েছে ২৮ রানে।

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে চেন্নাই। এক ম্যাচ কম খেলে তাদের সমান পয়েন্ট লখনৌ সুপার জায়ান্টস আর সানরাইজার্স হায়দরাবাদের। ৮ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস আছে আটে।

ধর্মশালায় টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল চেন্নাই। রুতুরাজ ২১ বলে ৩২, ড্যারেল মিচেল করেন ১৯ বলে ৩০ রান। তবে চেন্নাই মূলত লড়াকু পুঁজি পেয়েছে রবীন্দ্র জাদেজার ব্যাটে। ২৬ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪৩ রানের এক ক্যামিও ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

এরপর বল হাতেও ২০ রানে ৩ উইকেট নেন। জাদেজা-সিমারজিত সিংদের বোলিংয়ে ৯ উইকেটে ১৩৯ রানেই থেমে যায় পাঞ্জাব। ওপেনার প্রভসিমরান সিং ২৩ বলে ৩০ আর শশাঙ্ক সিং করেন ২০ বলে ২৭ রান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

মোস্তাফিজ-পাথিরানাকে ছাড়া ম্যাচ জিতলো চেন্নাই

আপডেট সময় ০৯:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দেশে ফিরে গেছেন লঙ্কান পেসার পাথিরানা। মোস্তাফিজুর রহমান বাংলাদেশে ফিরেছেন এসেছেন জাতীয় দলের প্রয়োজনে। দলের সেরা দুই পেসারকে হারিয়ে চেন্নাই সুপার কিংস কেমন করে, সেটাই ছিল দেখার।

প্রথম পরীক্ষায় অবশ্য উৎড়ে গেছে চেন্নাই। রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সে মোস্তাফিজ-পাথিরানার অভাব বুঝতে পারেনি রুতুুরাজ গায়কোয়াড়ের দল। ধর্মশালায় পাঞ্জাব কিংসকে আজ (রোববার) তারা হারিয়েছে ২৮ রানে।

এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে চেন্নাই। এক ম্যাচ কম খেলে তাদের সমান পয়েন্ট লখনৌ সুপার জায়ান্টস আর সানরাইজার্স হায়দরাবাদের। ৮ পয়েন্ট নিয়ে পাঞ্জাব কিংস আছে আটে।

ধর্মশালায় টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল চেন্নাই। রুতুরাজ ২১ বলে ৩২, ড্যারেল মিচেল করেন ১৯ বলে ৩০ রান। তবে চেন্নাই মূলত লড়াকু পুঁজি পেয়েছে রবীন্দ্র জাদেজার ব্যাটে। ২৬ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪৩ রানের এক ক্যামিও ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

এরপর বল হাতেও ২০ রানে ৩ উইকেট নেন। জাদেজা-সিমারজিত সিংদের বোলিংয়ে ৯ উইকেটে ১৩৯ রানেই থেমে যায় পাঞ্জাব। ওপেনার প্রভসিমরান সিং ২৩ বলে ৩০ আর শশাঙ্ক সিং করেন ২০ বলে ২৭ রান।